মেক্সিকো: নির্বাচনী ফলাফলের প্রতিবাদে #ইয়োসয়১৩২ ছাত্র আন্দোলন

১লা জুলাই তারিখে প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন থেকে  ছাত্র আন্দোলন #ইয়োসয়১৩২ সমর্থক এবং সদস্যরা প্রাথমিক ফলাফল নিয়ে তাদের উদ্বেগ প্রকাশে সোচ্চার হতে শুরু করে।

এছাড়াও তারা রাজনৈতিক বিষয়সূচি পরিবর্তন এবং যুব অংশগ্রহণে উৎসাহ দিতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার শপথ নেয়। তাদের প্রধান দাবির লক্ষ্য যে দেশে মূলধারার মিডিয়া নির্দিষ্ট কতগুলি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে সেখানে একটি স্বচ্ছ ও নিষ্কলুষ নির্বাচন।

১লা জুলাই তারিখে ভোটদানের পরে নেটনাগরিকদের সমর্থিত আন্দোলনটি তাদের চিন্তা, উদ্বেগ এবং সাধারণভাবে তাদের হতাশার অনুভূতি ভাগাভাগি করতে শুরু করে।

বেনেডিক্টে আর্জেন্স  (@বার্জেন্স) [স্প্যানিশ ভাষায়] তার টুইটার টাইমলাইনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেন:

মেক্সিকোর নির্বাচন সম্পর্কিত বিভিন্ন টুইট পড়ছি। বেশিরভাগই আশাহত হয়েছেন। কোন কোন গুলোতে জালিয়াতির প্রমাণ রয়েছে। ‪ #জালিয়াতি২০১২  #ইয়োসয়১৩২

এদিকে ব্যবহারকারী ইএমবি  (@আর্নেস্তোএমটিজেডবি) [স্প্যানিশ ভাষায়] প্রাথমিক ফলাফল সম্পর্কে তার উদ্বেগ প্রদর্শন করেছেন:

F**K, está pasando otra vez. Una vez más. No hay que dormir. No podemos dormir. No esta vez, MEXICO. No más. #YoSoy132‬.

ধুস শা** , আবার এটা ঘটছে। আরো একবার। আমাদের আর ঘুমানো চলবে না। (অন্ততঃ) এবার না, মেক্সিকো। আর নয়। #ইয়োসয়১৩২

নির্বাচনের আগে ইয়োসয়১৩২ আন্দোলনের সদস্যরা মেক্সিকো সিটিতে মিছিল করছে। ইভান_ডাফ কিউভাস হারনান্দেজের ছবি, কপিরাইট ডেমোটিক্স

ভবিষ্যতের দিকে একটি ইতিবাচক দৃষ্টি রেখে উৎসাহব্যঞ্জক শব্দ ব্যবহার করেছেন পাতি পেনালোজা (@পাতিপেনালোজা) [স্প্যানিশ ভাষায়]:

lloremos juntos. pero después sequémonos juntos. abracémonos. caminemos juntos. trabajemos juntos. iluminemos juntos. SUMEMOS #YoSoy132‬

আসুন একসঙ্গে চিৎকার করার পর আমাদের অশ্রু মুছে ফেলি। আসুন একসঙ্গে মোলাকাত করে একসঙ্গে চলি। আসুন একসাথে কাজ করি। আসুন একসঙ্গে ঝলসে উঠি। আসুন  #ইয়োসয়১৩২-তে যোগ দিই

নির্বাচনের পর যে সব আন্দোলন হতে পারে সে বিষয়ে জিনা নায়া  (@জিনানায়া) [স্প্যানিশ ভাষায়] টুইট করেছেন:

Porque movimientos como #YoSoy132 seguirán creciendo y habrá otros nuevos de gente que SI desea un cambio verdadero en México…

কারণ ‪ ‪#ইয়োসয়১৩২-এর মতো আন্দোলনগুলো ক্রমেই বাড়ছে এবং যারা মেক্সিকোতে আসলেই একটি বাস্তব পরিবর্তন আনতে চান তাদের গুলোও শুরু হবে…

অন্যদিকে নিদিয়া ওর্তেগা (@কুল_ল্যাভি১৫) [স্প্যানিশ ভাষায়] বলেছেন আন্দোলনটি (এখনি) ক্ষান্ত হবে না:

rendirnos jamas ‪‪#YoSoy132‬

আমরা কখনোই ‪#ইয়োসয়১৩২ আত্মসমর্পণ করবো না

তবে মেক্সিকোর সমস্ত যুবসম্প্রদায়ই #ইয়োসয়১৩২ এবং নির্বাচনের প্রতি আন্দোলনের প্রতিক্রিয়াটিকে সমর্থন করছে না‪; কিছু কিছু নেটনাগরিকের আন্দোলনটির প্রকৃত প্রভাব সম্পর্কে সংশয় রয়েছে।

হুলিয়ান পাভোঁ  (@জেপাভোঁ৮৬) [স্প্যানিশ ভাষায়] আন্দোলনের ছাত্র-ছাত্রীদের প্রতি তার অসন্তোষ প্রকাশ করে তাদের বিক্ষোভের মাধ্যমে গণঅসন্তোষ প্রকাশের পরিবর্তে পড়াশোনার পরামর্শ দিয়েছেন:

Los de #YoSoy132‬ dejénse de marchas y ponganse a estudiar, acepten el resultado como buenos ciudadanos si creen en la autoridad electoral

#ইয়োসয়১৩২ আন্দোলনকারীরা আপনাদের মিছিল থামিয়ে পড়াশোনা করুন,  সুনাগরিকদের মতো নির্বাচনী কর্তৃপক্ষকে বিশ্বাস করে ফলাফল মেনে নিন

আরেকজন টুইটার ব্যবহারকারী হ্যাভিয়ে নোভোয়া ক্যান্তানো (@হ্যাভিস্টিচ) [স্প্যানিশ ভাষায়] আন্দোলনের যুবসম্প্রদায়কে এর চেয়ে ভাল কোন কৌশল খুঁজে নেয়ার প্রস্তাব করেছেন:

marchas? mas marchas? no!… a ver leanse ‘Rules for Radicals’ de Saul Alinsky y aprendan qué debemos hacer los proximos 6 años… #YoSoy132

আরো বিক্ষোভ?  না… সাউল আলিনস্কি’র লেখা “কট্টরপন্থীদের নিয়মাবলী” পড়ে শিখুন আগামী ৬টি বছর আমাদের কী করতে হবে…

নির্বাচনের ২৪ ঘন্টারও কম সময় পরে নির্বাচনী জালিয়াতি [স্প্যানিশ ভাষায়] সন্দেহ করে আন্দোলনটির যুবসম্প্রদায় মেক্সিকো সিটির এস্তেলা দে লুজ স্মৃতিস্তম্ভে জড়ো হয়ে মিছিল করে নতুন ভোট গণনা দাবি করে। টুইটার ব্যবহারকারী দালিলা আন্দ্রিয়ানো  (@ডিটিআন্দ্রিয়ানো) বিক্ষোভের নিচে প্রদর্শিত ছবিগুলি ভাগাভাগি করেছেন:

বিক্ষোভের ছবি টুইটারে ভাগাভাগি করেছেন ব্যবহারকারী দালিলা আন্দ্রিয়ানো (@ডিটিআন্দ্রিয়ানো)

এছাড়াও ব্যবহারকারী জীবোলেস১০০–এর মতো অনেকে মিছিলের নাগরিক ভিডিও ভাগাভাগি করেছেন:

http://www.youtube.com/watch?v=PtkRt20gVwU

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .