- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলন দেখুন সরাসরি (এখনি!)

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কেনিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, ঘোষণা

Global Voices Citizen Media Summit 2012 - Nairobi, Kenya. July 2-3 [1]

২০১২ সালের গ্লোবাল ভয়েসেস শীর্ষ সম্মেলন শুরু হয়েছে কেনিয়ার নাইরোবিতে (২-৩রা জুলাই)। আমরা আশা করি আপনি আমাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকেন। তবে সেটা না পারলেও আপনি সরাসরি ঘটনাপ্রবাহ দেখতে পারেন এবং আমাদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে পারেন।

এটা ৬০টি দেশের ১৮-৭৬ বছর বয়েসী প্রধানতঃ ব্লগার এবং নাগরিক সিটিজেন মিডিয়া উৎসাহী ৩০০ অংশগ্রহণকারী নিয়ে একটি প্রকাশ্য অনুষ্ঠান। সারা বিশ্বের অনলাইন নাগরিক মিডিয়ার পরিসীমা এবং গুরুত্ব অনুসন্ধান হল শীর্ষ সম্মেলনটির মূল উদ্দেশ্য।

অনুগ্রহ করে শীর্ষ সম্মেলনের ব্লগ [1]অনুষ্ঠানসূচী [2], টুইটারের হ্যাশট্যাগ #জিভি২০১২ [3] এবং অবশ্যই নিচের ভিডিওটি দেখুন। অনুষ্ঠানসূচীর কিছু কিছু অংশ দু’টি ট্র্যাকে চলে। আপনি এই ঘটনাপ্রবাহ দু’টির মধ্যে যে কোনটি বেছে নিতে শীর্ষ সম্মেলনের ওয়েবসাইটের ভিডিও পৃষ্ঠা [4] দেখুন।

সরাসরিঘটনাপ্রবাহ.কম এর গ্লোবালভয়েসেস [5] থেকে সরাসরি ঘটনাপ্রবাহের ভিডিও [6] দেখুন

সংবাদটি ছড়িয়ে দিন!

ওহ, এছাড়াও ফ্লিকারে আমাদের ছবির সরাসরি আপডেট রয়েছে: