রাশিয়াঃ যাত্রী ও চালকদের যুক্ত করার জন্য একটি মোবাইল সেবা

ইয়েহে! প্রযুক্তি যাত্রী ও চালকদের যুক্ত করার জন্য নির্মিত হয়েছে। এর সাহায্যে, কোন গাড়ি নবায়ন, চালক হিসেবে কাউকে নিযুক্ত করা, অথবা নির্দিষ্ট যানবাহনের তথ্য দেয়া সম্ভব। এই সেবাটি শুধু অন্য কারো জ্বালানি খরচই বাঁচায় না, বরং শহরের বাস্তুসংস্থানের উপর ইতিবাচক প্রভাব ফেলছে।

ইয়েহে! দুই দিকে কাজ করে, এবং এই সেবার তথ্য ও তা কিভাবে কাজ করে এ সম্পর্কে প্রযুক্তিটির ওয়েবসাইটে দেয়া আছে। ইয়েহে! মোবাইলের স্মার্টফোন অ্যাপ্লিকেশন প্রযুক্তিটির প্রাথমিক ব্যবহারকে সমর্থন করে। এই অ্যাপ্লিকেশনটি যাত্রী ও চালক উভয়ের জন্যই, কিন্তু প্রোগ্রামটি চালু করার সময় ব্যবহারকারীকে অবশ্যই দুটির মধ্যে যে কোন একটি ভূমিকা নির্বাচন করতে হবে। এখনকার জন্য, ইয়েহে! শুধুমাত্র আইওএসের জন্য প্রযোজ্য, কিন্তু এর নির্মাতাগণ বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্যও সফটওয়্যার নির্মাণ করছে।

ইয়েহে! এর দৃশ্য, ২৫ জুন ২০১২।

এই অ্যাপ্লিকেশনটি চালু করার সাথে সাথে, এটি স্বয়ংক্রিয়ভাবে চালক বা যাত্রীদের জন্য সব প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। ব্যবহারকারীকে অবশ্যই সর্বপ্রথম ইয়েহে! ডাউনলোড করতে হবে এবং চালু করার জন্য নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। এর নির্মাতাদের মতে অ্যাপ্লিকেশনে নিবন্ধন করা ইয়েহে! এর ওয়েবসাইটে নিবন্ধনের চেয়ে দ্রুত হবে। নিবন্ধনের জন্য কাউকে অবশ্যই তার মোবাইল নম্বর প্রদান করতে হবে। এই অ্যাপ্লিকেশনের মূল ধারণা হল একজন যাত্রী সরাসরি চালকের সাথে শেয়ারে যাত্রার অবস্থা নিয়ে আলোচনা করতে পারবে। এর জন্য, চালকদের অবশ্যই তাদের যোগাযোগের তথ্য প্রদান করতে হবে।

বিপরীতভাবে (মিসকল না হারাতে), এই প্রযুক্তির নির্মাতারা এই অ্যাপ্লিকেশনে “মিসকল দেখান” – নামের একটি ফিচার যোগ করেছেন যা যাত্রীদের টেলিফোন নাম্বার সংরক্ষণ করে।

ইয়েহে! যাত্রী-চালক, যাত্রী-যাত্রী, এবং চালক-চালক সম্পর্ক আনয়ন করে। এই প্রযুক্তির নির্মাতাগণ ব্যবহারকারীদেরকে তাদের মনোভাব ও লিখিত মতামতের জন্য উৎসাহ দিয়েছে। যাত্রীগণ যেকোন নির্দিষ্ট চালকের মান, এবং চালকগণ ট্রাফিক ও সড়ক দুর্ঘটনার উপর মন্তব্য প্রদান করতে পারবে।

ইয়েহে! স্থান ট্র্যাকিংও ব্যবহার করে। এই অ্যাপ্লিকেশন চালু করার সাথে সাথে এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর স্থান নির্দিষ্ট করে। এভাবে, একদল ব্যবহারকারী যানবাহন গ্রহণ সম্পর্কে চলমান তথ্য পায়, যেখানে অন্যদল যাত্রীদের সম্পর্কে তথ্য লাভ করে।

মূল লেখা এখানে। [ru]

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .