সৌদি আরবঃ আটককৃত আন্দোলনকারীর স্মরণে টুইটবার্তা

তিউনিশিয়ান ও মিশরীয় প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির পর, ২০১১ সালের মার্চ থেকে সৌদি আরবে “আঘাতের দিন”-এর জন্য একটি স্বতঃস্ফূর্ত ডাক ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায়, সরকার সব প্রধান শহরগুলোতে যে কোন বিক্ষোভ হওয়ার আগেই সুসজ্জিত পুলিশ মোতায়েন করে রেখেছে।

এক চল্লিশোর্ধ শিক্ষক খালেদ আল-জোহানি ঐ দিনের (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন মতে, ঐ দিন কমপক্ষে চার জন আন্দোলন করার ‘উদ্দেশ্যের’ জন্য গ্রেফতার হয়েছে) একমাত্র ভিডিও টেপ আন্দোলনকারী। যেখানে মিছিলের পরিকল্পনা করা হয়েছিল আল-জোহানি সেখানে একদল সাংবাদিকের সাথে কথা বলেছেন যাদেরকে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় নিয়ে এসেছিল। সাক্ষাৎকার প্রদানের দিনেই তিনি গ্রেফতার হন যখন তিনি বাসায় ফেরেন এবং তার কাজ চালু রাখেন।

@whereiskhaled এর বক্তব্য অনুসারে, জেদ্দায় তাকে বিশেষ অপরাধী আদালতে রাখার চেষ্টা করা হয়েছিল। এই অ্যাকাউন্ট আরো বলেছে যে মানসিক অত্যাচার প্রতিরোধ করার জন্য তিনি ফোনকল বর্জন করেছেন।

একটি টুইটার অ্যাকাউন্ট @SaudiDetainees,জোরপূর্বক আটককৃত সৌদিদের জন্য কর্মসূচির আহ্বান জানিয়ে আল-জোহানির সমর্থনে সোমবার হ্যাশট্যাগ #khalidj দ্বারা একটি অনলাইন কর্মসূচি শুরু করেছে।

কর্মসূচিটি উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে। নিচে ঐ হ্যাশট্যাগ দ্বারা কয়েকটি টুইটবার্তা দেয়া হল।

১,২০০,০০ এরও বেশি অনুসারীর অধিকারী, সৌদি ধর্মীয় নেতা, সালমান আল-ওদাহ টুইটবার্তায় বলেন [ar]:

@salman_alodah:أسأل الله تفريجه للشاب خالد الجهني وأن تفرح به زوجته وأطفاله عاجلاً غير آجل.. يصوم معهم ويعيّد ويسافر…شيء مؤلم حقاً.#khalidj
@salman_alodah: আমি যুবক খালেদ আল-জোহানির স্ত্রী ও সন্তানদের সুখ, তাদের সাথে খালেদের রোজা, ঈদ উদযাপন ও ভ্রমণের জন্য তার মুক্তি কামনা করছি। এটি সত্যি বেদনাদায়ক।

সৌদি শাসনের একজন প্রসিদ্ধ সমালোচক এবং ধর্মীয় নৃতত্ত্বের একজন অধ্যাপক ডঃ মাদাওয়ি আল-রাশিদ লিখেছেনঃ [ar]:

@MadawiDr: خالد الجهني كنت و حيدا حرا سجنت و بقيت حرا و هم السجناء ‎‪#khalidj
@MadawiDr: খালেদ, আপনি মুক্ত ও একা ছিলেন, এবং কারাগারে আপনি এখনো মুক্ত এবং তারা কারাবন্দী।

প্রসিদ্ধ সৌদি ইসলামিক সংস্কারক আবদুল্লাহ আল-হামিদ বলেছেন [ar]:

@Abubelal_1951: خالد الجهني فارس كشف أستار الاستبداد بموقف واحد/مظاهرة شخص واحد تعلم الناس أن الفرد بالعمل السلمي أقوى من كتيبة ولكن ‎‪#Khalidj‬‏
@Abubelal_1951: খালেদ আল-জোহানি এক অশ্বারোহী যিনি একা দাঁড়িয়ে গুপ্ত শোষণের কথা প্রকাশ করেছেন। একটি এক-মানব বিক্ষোভ জনগণকে এই শিক্ষা দিল যে শান্তিপূর্ণ কর্ম একটি সামরিক শক্তির চেয়ে অধিক ক্ষমতাশালী […]

নারী গাড়িচালকদের মধ্যে প্রসিদ্ধ মানাল আল-শরিফ টুইটবার্তায় বলেনঃ

@‏‏manal_alsharif: ‎‪#Khalidj‬‏ في ذكرى معتقل الرأي خالد الجهني الذي خرج وحيداً في يوم ١١ مارس ٢٠١١ ليقول أريد حقوقي. مازال خالد خلف القضبان بلا محاكمة
@manal_alsharif […] বিবেকের কারাবন্দী খালেদ আল-জোহানি ২০১১ এর ১১ মার্চ তার অধিকার আদায়ের জন্য একা দাঁড়িয়েছিলেন। খালেদ কোন বিচার ছাড়াই এখনো গারদের পিছনে।

এবং সৌদি টুইটার ব্যবহারকারী হাইথাম আল-তায়িব উল্লেখ করেনঃ

@‏‏Haytham_T: ما يميز قضة خالد الجهني عن غيرها أن ”جريمته“ تمت على الهواء مباشرة،، لا حاجة لأن تشرحوا لنا ما حصل.. رأينا وسمعنا وحكمنا،، ‎‪#khalidj‬‏
@Haytham_T: খালেদের কাহিনীর মধ্যে আর নতুন কি আছে তিনি যে “অপরাধ” করেছেন। কি হয়েছে তা আপনাকে ব্যাখ্যা করতে হবে না। আমরা দেখেছি, শুনেছি ও বিচার করেছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .