- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আফ্রিকা: ছবি ও ভিডিওতে মানবিকতার জয়গান

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সাব সাহারান আফ্রিকা, ইকুয়াটোরিয়াল গিনি, ঘানা, জাম্বিয়া, মাদাগাস্কার, মিশর, সুদান, সেনেগাল, ছবি তোলা, ডিজিটাল অ্যাক্টিভিজম, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ, যুদ্ধ এবং সংঘর্ষ, লিঙ্গ ও নারী, শরণার্থী

সম্প্রতি ২১টি ছবিকে গুরুত্ব দেয়া একটি বাজফীডের নিবন্ধ [1] ফেসবুকে ১৬ লক্ষ শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা মানবিকতার প্রতি আপনার বিশ্বাসকে পুনরুদ্ধার করবে [1]। দুর্ভাগ্যবশত, আফ্রিকা এবং আফ্রিকাবাসীরা এখানে অনুপস্থিত। বিদ্যমান বর্ণনা পরিবর্তনের প্রচেষ্টা সত্ত্বেও, আফ্রিকা মহাদেশ এখনো একটি শীর্ষ আন্তর্জাতিক সাহায্য গ্রহীতা এবং যেখানে আন্তর্জাতিক এনজিওগুলোর ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগণকে ‘উদ্ধার’ করতে আসার স্থান হিসেবে ব্যাপকভাবে পরিচিত। মহাদেশটির প্রচুর চাহিদা অস্বীকার করার উপায় না থাকলেও অঞ্চলটির অনেক মানবিক গল্প থেকে প্রায়ই আফ্রিকাবাসীদের আফ্রিকাকে সাহায্য করার গল্পটি হারিয়ে যায়। তবে আফ্রিকা মহাদেশের মানবিক চেতনার সাক্ষ্য প্রমাণের কোন অভাব নেই। এখানে কিছু ছবি ও ভিডিও প্রদর্শন রয়েছে যেগুলো বলে দেয় যে “আফ্রিকারও হৃদয় আছে”:

মিশরে নামাজের সময় স্বদেশী নাগরিকদের সুরক্ষা: 

৩রা ফেব্রুয়ারি, ২০১১ তারিখে মিশরীয় বিপ্লবের সময় কায়রোর তাহরির স্কোয়া্রে বিক্ষোভকারী এবং মিশরীয় রাষ্ট্রপতি মুবারকের সমর্থকদের মধ্যে সহিংসতার মাঝে খ্রিস্টানরা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নামাজরত মুসলমানদের সুরক্ষা দেয়। ছবিটির প্রসঙ্গে আরো পটভূমি জানতে আমাদের মিশরের বিক্ষোভের বিশেষ কাভারেজ [2] দেখুন।

মিশরীয় কপ্ট (আরবের অমুসলিম) সম্প্রদায় ৩রা ফেব্রুয়ারি তাহরির স্কোয়ারে মুসলমানদের সুরক্ষা দিচ্ছে [3]

মিশরীয় কপ্ট (আরবের অমুসলিম) সম্প্রদায় ৩রা ফেব্রুয়ারি তাহরির স্কোয়ারে মুসলমানদের সুরক্ষা দিচ্ছে – পাবলিক ডোমেইন

সুদানে আইডিপিরা স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত:

অভ্যন্তরীণ সমস্যার কারণে উদ্বাস্তুরা (আইডিপি) আরাম্বা’র আইডিপি শিবিরে সাত বছর বসবাস করার পরে তাদের নিজ গ্রাম সেহজানাতে ফিরে এসেছে। সেখানে থেকে যাওয়া তাদের আত্মীয় এবং বন্ধুরা তাদের স্বাগত জানিয়েছে। এই স্বেচ্ছাসেবী প্রত্যাবাসন কর্মসূচীটি আয়োজন করেছে জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাই-কমিশনার (ইউএনএইচসিআর) এবং সুদানের মানবিক সাহায্য কমিশনের অফিস।

[4]

আইডিপি’রা তাদের গ্রামে ফিরে এলে গ্রামবাসীরা তাদের জড়িয়ে ধরছে। ফ্লিকারে ইউএনএইচসিআর-এর ছবি (সিসি-লাইসেন্স-বাই)

জাম্বিয়াতে বিপদ থেকে হাতিদের উদ্ধার:

জাম্বিয়ার নরমান কার সাফারি [5]’র ক্যামেরন [6] থেকে: “কাপানি লেগুন (উপহ্রদ) এলাকাটির প্রাণীদের পানীয় জলের একটি উৎস এবং স্বস্তিদায়ক কাদায় গোসলের একটি স্থান। সম্প্রতি লেগুনটিতে বেড়ানোর সময় হঠাৎ করেই একটি হাতির বাচ্চা দুর্ভাগ্যবশত কাদায় আটকে যায়। শাবকটির চিৎকারে মা হাতিটি উদ্ধারে এগিয়ে এলে সেটি নিজেও আটকে যায়।”

কাদার মধ্যে আটকে যাওয়া হাতিগুলো। [6]

কাদার মধ্যে আটকে যাওয়া হাতিগুলো। আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি

দলটি হাতিদের উদ্ধার করার চেষ্টা করছে। [6]

দলটি হাতিদের উদ্ধার করার চেষ্টা করছে। আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি

হাতিটি কাদা থেকে বেরিয়ে এসেছে। [7]

হাতিটি কাদা থেকে বেরিয়ে এসেছে। আব্রাহাম বান্দা, নর্মান কার সাফারি

মাদাগাস্কারে একসঙ্গে ঘূর্ণিঝড় জয়:  

১৩ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখে মাদাগাস্কারে ঘূর্ণিঝড় জিওভান্না মাদাগাস্কারে ভূমিধ্বস সৃষ্টি করে [8] [ফরাসী ভাষায়]। বাতাসের ১৯৪ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘন্টায়) গতিসহ এই ৪ শ্রেণীবিভাগের ঘূর্ণিঝড়টি গাছ-পালা এবং বিদ্যুতের টাওয়ার উপড়ে ফেলেছিল। সরকারী প্রতিবেদন মতে এতে অন্ততঃ ১০জন হতাহত হয় [9]। মাদাগাস্কারের দু’টি প্রধান শহর আন্তানানারিভো এবং তোমাসিনা’তে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দেশটিতে এযাবৎকালের অন্ধকারতম ভ্যালেন্টাইন দিবস কাটে। ঘূর্ণিঝড়টি মালাগাসির জনগণের চেতনাকে পর্যুদস্ত করতে পারেনি, প্লাবিত এলাকাগুলো থেকে সরে আসার জন্যে সারাক্ষণ মুখে উজ্জ্বল হাসি নিয়ে একে অপরকে সাহায্য করে তাদের সহনক্ষমতা প্রদর্শন করেছে।

ঘূর্ণিঝড় জিওভান্না সৃষ্ট বন্যার সময় জনগণ সারাক্ষণ হাসি মুখে একে অপরকে সাহায্য করছে। [10]

ঘূর্ণিঝড় জিওভান্না সৃষ্ট বন্যার সময় জনগণ সারাক্ষণ হাসি মুখে একে অপরকে সাহায্য করছে। ছবি, টুইটার ব্যবহারকারী @একোলোনিয়া

ঘানায় প্রতিবন্ধী ছাত্রদের সাহায্য:

ঘানার ক্রীড়াবিদ এবং এক্টিভিস্ট এমানুয়েল ওফোসু ইয়েবোয়াহ [11]।  গুরুতরভাবে বিকৃত ডান পা নিয়ে ইয়েবোয়াহ’র জন্ম হয়েছিল। প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের সম্পর্কে ধারণা পরিবর্তনে ইয়েবোয়াহ দেশ জুড়ে ৩৮০ কিলোমিটার ভ্রমণ করেছেন। তিনি প্রতিশ্রুতিশীল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্যে এমানুয়েল শিক্ষা তহবিল [12] খুলেছেন।

ইয়েবোয়াহহুইলচেয়ারে বসা একটি শিশুর সঙ্গে প্রতিবন্ধীত্ব জয় করা নিয়ে আলোচনা করছেন। [13]

ইয়েবোয়াহহুইলচেয়ারে বসা একটি শিশুর সঙ্গে প্রতিবন্ধীত্ব জয় করা নিয়ে আলোচনা করছেন। এমানুয়েলের দান তথ্যচিত্র থেকে নেয়া একটি স্ক্রিনছবি

সেনেগালে শান্তিপূর্ণ নির্বাচন উদযাপন: 

সেনেগালের একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনকালের ঐতিহাসিক পরিসমাপ্তি ঘটেছে ২৫শে মার্চ, ২০১২ তারিখে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওয়াদে তার স্বজনপ্রীতির এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের মাসব্যাপী বিক্ষোভের পর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। ডাকারের শহরতলীতে জনগণ ওয়াদে শাসনের শান্তিপূর্ণ অবসান উদযাপন করেছে।

বিক্ষোভকারীরা তাদের আনন্দ প্রকাশ করছে। [14]

বিক্ষোভকারীরা তাদের আনন্দ প্রকাশ করছে। ছবি, এনডি১(ওয়া)ম্বি। তার অনুমতি নিয়ে ব্যবহৃত

মোজাম্বিকে সামুদ্রিক জীবন সুরক্ষা:

জ্যানেট গান্টার একটি স্থানীয় এনজিও বিতোঙ্গা ডুবুরী’দের প্রদর্শন করেছেন যারা সামুদ্রিক জীবন, পর্যটন এবং অর্থনৈতিক জীবনের মধ্যে ইতিবাচক সংযোগ স্থাপনের [15] মাধ্যমে সামুদ্রিক জীবন রক্ষার চেষ্টা করছে। এখানে তাদের কাজের একটি ভিডিও [পিটি] রয়েছে:

কয়েক মাস সাঁতার শেখার পর ইকুয়েটোরিয়াল গিনির পক্ষে অলিম্পিক হিট (বাছাই) জয়:

এরিক মুসাম্বানি ম্যালোঙ্গা [16] ইকুয়েটোরিয়াল গিনির একজন সাঁতারু। তিনি প্রাক-বাছাইগুলোর আগে কখনো ৫০মিটারের বেশি দূরত্বে প্রতিযোগিতা না করে এবং অন্য দু’জন সাঁতারু ভুলভাবে শুরু করার পর একাকী সাঁতার কেটে খ্যাতি অর্জন করেন। এরিক স্বীকার করেছেন যে তার জন্যে শেষ ১৫মিটার খুব কঠিন ছিল এবং সেটা ভিডিওতে দেখা যায়। তবুও খুব সংগ্রামরত অবস্থায় তার প্রতিযোগিতা শেষ করার সংকল্পকে দর্শকরা উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়।