শত শত আফ্রিকীয় জনগণ সম্প্রতি রাস্তায় নেমে আসে গুয়াংঝোর স্যানিউয়ানলি জেলাতে পুলিশী হেফাজতে একজন স্বদেশী আফ্রিকার নাগরিকের সন্দেহজনক মৃত্যুর পরের দিন। বিক্ষোভকারীরা পুলিশের কাছে স্বাধীন ময়না তদন্তের জন্যে আফ্রিকীয় সম্প্রদায়কে মৃতদেহটি ফেরৎ দেয়ার দাবি করে।
অনুমান করা হয় যে গুয়াংঝোতে অন্ততঃ দুই লক্ষ আফ্রিকাবাসী বসবাস করে। চীনে চলমান দেশব্যাপী “বিদেশী আবর্জনা পরিষ্কার” প্রচারাভিযানের ফলে আফ্রিকার অনেকে তাদের ভিসা নবায়ন করতে না পেরে অবৈধ অধিবাসী হয়ে গিয়েছে। তথাকথিত “চকলেট নগরে” আফ্রিকাবাসী এবং গুয়াংঝো পুলিশের মধ্যে উত্তেজনা তূঙ্গে উঠেছে এবং নাইজেরীয় সম্প্রদায় “হয়রানি এড়ানো”র জন্যে এখন সরাসরি নাইজেরিয়ার সরকারের প্রতি গুয়াংঝোতে একটি কনস্যুলেট স্থাপনের দাবি করেছে।
গুয়াংঝো পুলিশের গতকালের (১৯শে জুন, ২০১২) মিডিয়া ব্রিফিং [চীনা ভাষায়] অনুসারে, ১৮ই জুন দুপুর ১টার দিকে একজন ট্যাক্সি ড্রাইভার এবং একজন আফ্রিকীয় যাত্রী্র মধ্যে ট্যাক্সি ভাড়া নিয়ে দ্বন্দ্ব হয়। আরো তদন্তের জন্যে উভয় ব্যক্তিকেই থানায় আনা হয়েছিল। সেদিন বিকেল ৫টার দিকে আফ্রিকীয় নাগরিক কোমা আক্রান্ত হয়ে কিছুক্ষণ পর মারা যান।
একটি ময়নাতদন্ত প্রতিবেদনে শারীরিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া না গেলেও দিনানফ্যাং.কম গুয়াংঝোতে বসবাসকারী ২৬-বছর বয়েসী একজন নাইজেরীয় নাগরিক মাতৌভু’র সাক্ষাৎকার গ্রহণ করে যেখানে তিনি ট্যাক্সি ভাড়া নিয়ে দ্বন্দ্বটি ভিন্ন বর্ণনা দেন এবং মঙ্গলবার বিক্ষোভ সংঘটিত হয়।
আফ্রিকীয় সম্প্রদায় পুলিশী প্রতিবেদন প্রত্যাখ্যান করে মৃতদেহটি ফিরিয়ে দেয়ার দাবি করেছে যেন স্বাধীন একটি ময়না তদন্তের ব্যবস্থা করা যায়।
বিক্ষোভটির প্রতি চীনা জনমত একেবারে নানামুখী। কেউ কেউ বিক্ষোভকারীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আবার কেউ কেউ আফ্রিকীয় সম্প্রদায়ের প্রতি অত্যন্ত বৈষম্যমূলক আচরণ করেছেন। নীচে একটি ওয়েইবো সংবাদ আলোচনা [চীনা ভাষায়] থেকে বাছাই করা কিছু কিছু বৈশিষ্ট্যসূচক মন্তব্য দেয়া হলো::
@碧水涢天0712:本国人经常无故死于派出所,最终不了了之。用同样的方式对待外国人,人家却不和中国人一样吃你这一套。
@我拍死砖家:这就是纵容的结果!多年前,我在广东生活,亲眼见过很多黑人在我们 的国土上竟然胡作非为、肆无忌惮,我曾对朋友说:总有一天会养虎为患的。
@黄猫sips:这下花几百亿买的的中非友好破裂了
@HeAvEn-Ko:真喺要管制下D黑人喺廣州的勢力先得。越嚟越多黑人喺廣州太危險。
@隔世情缘franch:作为广交会发展的副产物,黑人在广州满大街都是。一直以来,我们与黑人兄弟相称,但他们背后却是若干非洲联合国成员国,涉及到对非洲的大笔支援和投资。牵连到在非洲庞大中方人员的安危!此事件如果真扩大到外交事件,影响不可小觑。前不久查非洲黑人非法居留,马上尼日利亚华人就遭殃,前车之鉴
@阿笑儿_汤抖森中毒ing:手段不硬起来,黑人区只会越来越庞大。非法入境都遣送回国呗,至于非洲,别只去当金主,没有武力安保,黑人只会抢劫华人,如同宰肥羊一般,就欺负你软,你打得他疼了,让他知道厉害他才会听话。中国一个常任理事国,每年定时去非洲撒钱,还要看这些非洲国家脸色,哼哼,够失败,因为一开始方法就用错了
@风过痕留:我希望黑人全部都离开中国,中国不需要黑人基因