পাকিস্তানঃ চিরনিদ্রায় গজল কিংবদন্তি মেহদি হাসান

‘গজল সম্রাট’ হিসেবে পরিচিত মেহদি হাসান খান দীর্ঘদিনের অসুস্থতার পর ১৩ জুন, ২০১২, বুধবার পাকিস্তানের করাচি শহরের একটি স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৮৪ বছর বয়সী গজল গায়ক ১২ বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুর পর ‘#MehdiHassan’ হ্যাশট্যাগ পাকিস্তান ও ভারতে টুইটারে সর্বত্র ব্যবহৃত হচ্ছে। জনপ্রিয় গায়ক, বিখ্যাত তারকা এবং রাজনীতিবিদগণসহ তাঁর শত শত ভক্ত তাদের শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাঁর ভক্তরা তার হিট গজলগুলো সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করেছে।

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং (@PMOIndia) টুইটারে তাঁর গভীর শোক প্রকাশ করেছেনঃ

@PMOIndia (পিএমওইন্ডিয়া): উর্দু কবিতায় তাঁর প্রভাব এবং ধ্রুপদী ঐতিহ্যে তাঁর কর্ম তাঁকে সঙ্গীত বিশ্বে তাঁকে বিশেষ জায়গা দিয়েছে।

জনপ্রিয় ভারতীয় অভিনেতা শাহরুখ খান (@imsrk) বিখ্যাত গজল গায়কের স্মৃতি নিয়ে টুইট বার্তা দিয়েছেনঃ

@imsrk (আইএম শাহরুখ খান): এক মলিন রান্নাঘরে আমার মায়ের রান্নার স্মৃতি মনে পড়ছে, যখন বাইরে বৃষ্টি পড়ছিল, আর বেলটেক টু ইন ওয়ানে (ক্যাসেট প্লেয়ার) মেহদি হাসানের সুর ভাসছিল।

মেহেদি হাসান খান

রোজ কেহতা হু ভুল যাওঃ ভিডিওচিত্রের একটি দৃশ্য খুররমডিবিজি এর সৌজন্যে

গায়িকা লতা মুঙ্গেশকর মিডিয়ার সাথে কথা বলার সময় মেহদি হাসানের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন যে তাঁকে হারানো সঙ্গীত শিল্পের জন্য এক বিরাট ক্ষতি।

ডন ব্লগে আসিফ নূরানী বলেন:

মেহদি হাসান মৃত, কিন্তু আমি বেদনাহত নই। আমাকে অভিশাপ দেবেন না যখন আমি বলি আমি শান্তি পেলাম, তার মৃত্যুর জন্য যা তাঁর দশকব্যাপী কষ্টের অবসান ঘটিয়েছে। তাঁকে অসহায় ও বাকহীনভাবে পড়ে থাকতে, অসুস্থতায় জর্জরিত হতে, তাঁকে মৃত্যুশয্যায় দেখাটা, হৃদয়-বিদারক অভিজ্ঞতা ছিল।

আদিল ওমর (@Adil_Omar) টুইটবার্তায় বলেনঃ

@Adil_Omar:আমি দাবি করব না যে আমি তাঁর গান শুনেছি, কিন্তু তাঁর অবস্থান ও প্রভাব সম্পর্কে আমি ভালোভাবেই অবগত। চিরনিদ্রায় মেহদি হাসান

গায়ক তালাত আজিজ যিনি মেহদি হাসানের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন, তিনি তার অনুভূতি সম্পর্কে বিবৃতি দেন:

আমি ব্যক্তিগতভাবে এক হারানোর বেদনা অনুভব করছি। আমি তাঁর ‘সাগরিদ’ (শিষ্য) ছিলাম, আমি তাঁর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমার কাছে তিনি এক তারকা ছিলেন। তাঁকে হারানোর কথা ব্যক্ত করার ভাষা আমার নেই। তিনি গজল বিশ্বে এক বড় সম্পদ ছিলেন। যদিও তিনি কিছু সময়ের জন্য সঙ্গীত থেকে দূরে ছিলেন, কিন্তু তাঁর অভাব সবসময় অনুভূত হবে। আর কোন মেহদি হাসানকে পাওয়া যাবে না।

অনুগ্রহ পূর্বক মেহদি হাসানের প্রতি ফাওয়াদের শ্রদ্ধা জ্ঞাপন দেখুন, যিনি তাঁকে বিভাগ-উত্তর যুগে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ গায়কদের একজন বলে অভিহিত করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .