২৪শে জুন মিশরে একজন নতুন রাষ্ট্রপতি সরকারীভাবে ঘোষণা করা হয়েছে এবং তার নাম মোহামেদ মোর্সি। মুসলিম ব্রাদারহুডের এই মোর্সি অবাধে নির্বাচিত মিশরের প্রথম রাষ্ট্রপতি এবং অন্যান্য সমস্ত প্রার্থীর মতো তার নিজস্ব রাষ্ট্রপতি প্রার্থীতার কর্মসূচী এবং অঙ্গিকার রয়েছে, ভোটাররা – সম্ভবতঃ – তার উপর ভিত্তি করে তাকে নির্বাচিত করেছে।
কিন্তু মিশরীয়রা কীভাবে মোর্সিকে তার অঙ্গীকারগুলোর জন্যে দায়ী এবং সেগুলো অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করবে? ওয়ায়েল ঘোনিম সেই জন্যে নতুন একটি ব্যবহারিক প্রযুক্তি সম্পর্কে টুইট করেছেন।
@ঘোনিম: #মোর্সি’র (মিশরের নবনির্বাচিত রাষ্ট্রপতি) কর্মক্ষমতা অনুসন্ধান: http://www.morsimeter.com (@এজ্জাতকামেল-এর মাধ্যম হয়ে)
একটি অলাভজনক উদ্যোগ জাবাতাক (@জাবাতাক) এই ব্যবহারিক প্রযুক্তিটি তৈরি করেছে যাদের উদ্দেশ্য মিশরকে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং নিরাপদ করা। এবং মোর্সিমিটারের ফেসবুক পৃষ্ঠায় তারা ব্যবহারিক প্রযুক্তিটিকে নিচের মতো করে [আরবী ভাষায়] বর্ণনা করা হয়েছে:
মিশরীয় নেটনাগরিকরা নিচের মতো করে টুইটারে তাদের চিন্তাধারা এবং মতামত ভাগাভাগি করেছে:
@ মাগেদবিকে: চমৎকার! http://Morsimeter.com
@ ওমারকামেল: মোর্সিমিটার বাজে কোন ধারণা নয়। তবে আমরা কতটা ভাল চিন্তা করতে পারি অবশ্যই সেটা পরিমাপ করেই আমাদের শুরু করতে হবে। নিরাপত্তা পরিকল্পনাটি একেবারে বাজে।
@ আব্দোরিপাবলিক: #মোর্সি'র কাজের মূল্যায়ন করার ধারণাটি চমৎকার। বিদায় স্বৈরতন্ত্র।