ত্রিনিদাদ ও টোবাগো: ব্লগারদের আলোচনায় ওয়ার্নারের মন্ত্রী বদল

এখন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী সরকারের কিছু মন্ত্রীদের পোর্টফোলিও উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের কথা পরোক্ষভাবে উল্লেখ করেছেন; অবশেষে গত রাতে তার মন্ত্রিপরিষদ রদবদলের বিস্তারিত পাওয়া যায়। নেটনাগরিকেরা তাদের চিন্তা-ভাবনা তাদের ব্লগ, টুইটার এবং ফেসবুকে ভাগাভাগি করছেন: সবচেয়ে উত্তপ্ত আলোচনাটি মনে হচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে সাবেক ফিফা সহ-সভাপতি অস্টিন “জ্যাক” ওয়ার্ণারের  নতুন নিয়োগকে নিয়ে। (এই সময়ে সরকারের কাছে দেশটির অপরাধ পরিস্থিতি সম্ভবত সবচেয়ে চাপের বিষয়)।

ত্রিনিদাদ ও টোবাগো সংবাদ ব্লগ উল্লেখ করেছে যে:

রাত ৮:০০টার একটু পরেই [গত রাতে] ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পেরসাদ-বিসেসার তার প্রশাসনের অতি প্রত্যাশিত রদবদল ঘোষণা করেন। দু’জন মন্ত্রী বহিষ্কৃত হন এবং অন্য কয়েকজন পদোন্নতি অথবা কম গুরুত্বপূর্ণ পোর্টফোলিও পেয়েছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য হলো জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জন স্যান্ডী’র পরিবর্তে জ্যাক ওয়ার্নারকে।

এছাড়াও প্রতিস্থাপিত হন যুব, শিশু উন্নয়ন এবং লিঙ্গ বিষয়ক মন্ত্রী ভার্ণা সেন্ট রোজ গ্রিভস…

সেন্ট রোজ গ্রিভস এই বিতর্ক শুরুর কয়েক মাস পূর্বে মন্ত্রণালয়টির হাল ধরেছিলেন। রাজনৈতিক ব্লগার চিরায়ত মূকাভিনয় প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ এই পুনর্বিন্যাসকে “মাটি ওলট-পালট” এবং “একজন দয়ালু নাগরিক” থেকে “আসলেই যাদের মন্ত্রিসভার বিভিন্ন পদে থাকা উচিৎ” তাদের একটি হাস্যকর তালিকার পুণঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেন (এখানে সংক্ষেপে প্রদর্শিত):

জাতীয় নিরাপত্তা মন্ত্রী: একটি সুপ্রশিক্ষিত জার্মান শেফার্ড
অর্থ মন্ত্রী: একটি ক্যালকুলেটর
শিক্ষা মন্ত্রী: শক্তিশালী চক ডাস্টার
পররাষ্ট্র মন্ত্রী: ডিজিসেল সূচিপত্রের দৈব খসড়া
স্বাস্থ্য মন্ত্রী: ইচ্ছুক কোন ডাক্তার, যাকে জোর করে সরকারী হাসপাতালে খুব দীর্ঘসময় ধরে রাখা হয়েছে
গৃহায়ণ ও পরিবেশ মন্ত্রী: পাপা বয়স্
বিচার মন্ত্রী: যুক্তরাজ্যের সুপ্রীম কোর্টে একটানা ৬মাস ফেলে রাখা একটি তোতাপাখি
ক্রীড়া মন্ত্রী: সাবেক সকা যোদ্ধা ডাচ কোচ বীনহ্যাকার
যুব, লিঙ্গ এবং শিশু উন্নয়ন মন্ত্রী: টিভি চ্যানেল কার্টুন নেটওয়ার্ক (৮০ এবং ৯০ এর দশকের গুলোর পুণঃপ্রচার)
টোবাগো উন্নয়ন মন্ত্রী: মিস ট্রিম (মিস ট্রিমের কাঁকড়া এবং পুডিংয়ের কুঁড়েঘর-এর চরিত্র)

অন্য আরেকটি পোস্টে ব্লগার প্রধানমন্ত্রীর ভাষণের লিখিত রূপ পুরোপুরি পুণঃপ্রকাশ করেছেন। টুইটারে এর প্রতিক্রিয়া ছিল প্রায় তাৎক্ষণিক

সাংবাদিক লাসানা লিবার্ডের অনলাইন সংবাদ সাইট ওয়্যার্ড৮৬৮। সাম্প্রতিককালে “এর ওয়েবসাইটে ওয়ার্নারের সেন্টার অব এক্সেলেন্সের মালিকানা সম্পর্কে  সম্পূর্ণ নথি-পত্রসহ প্রমাণ প্রকাশের” কৃতিত্ব দেয়া হয়। তিনি বলেন:

@লাসানালিবার্ড:  সাবেক ফিফা সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার হলেন  নতুন জাতীয় নিরাপত্তা মন্ত্রী। (এখানে মজার মজার মন্তব্য যোগ করুন)

…যার প্রতি @পিচেরবাইরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে:

@পিচেরবাইরে: (এটা) সভ্যতার ধ্বংসের আরেকটি চিহ্ন পুণঃটুইট @লাসানালিবার্ড: সাবেক ফিফা সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার হলেন  নতুন জাতীয় নিরাপত্তা মন্ত্রী। @ডেভিডলার্কিনইএসকিউ–এর মাধ্যম হয়ে

অন্যান্য টুইটার প্রতিক্রিয়াতেও ছিল একই সুর:

@শীর্ষ৫জ্যামাইকা: বিস্ময়গুলো অবাক না করে ছাড়ে না পুণঃটুইট @ফায়েএলিংটন: অস্টিন ‘জ্যাক’ ওয়ার্নার ত্রিনিদাদ ও টোবাগোর নতুন জাতীয় নিরাপত্তা মন্ত্রী

@সিডসেলেরি: হা ঈশ্বর! পুণঃটুইট @রবহ্যারিস লাঞ্ছিত সাবেক ফিফা সহ-সভাপতি জ্যাক ওয়ার্নারকে ত্রিনিদাদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী করা হয়েছে – @এপি_স্পোর্টস

@লর্ডহিলউড: আপনি এই ভূতপূর্ব ফিফা “ভাইস (মন্দ)” প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে যার অনেক মন্দ গুণ আছে তাকে ত্রিনিদাদের নিরাপত্তা প্রধান করতে পারেন না http://www.bbc.co.uk/news/world-lat …

…আর এদিকে @কেএসটাও  পরিহাস করেছেন:

সাব্বাস, আমরা বিবিসি (এর সংবাদ) হতে পেরেছি। আশা করি জ্যাক শীঘ্রই কাজে ঝাঁপিয়ে পড়বেন!” @বিবিসিসংবাদ: ওয়ার্নার ত্রিনিদাদের নিরাপত্তা প্রধান http://bbc.in/Oacp1h

এই পোস্টে ব্যবহৃত থাম্বনেইলের ছবিটি তারানরামপেরসাদ-এর “জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হেলিকপ্টার (৬) “,  এট্রিবিউশন -অবাণিজ্যিক-একইরকমশেয়ার ২.০ জেনেরিক (সিসি বাই-এনসি-এসএ ২.০) ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর আওতায় ব্যবহৃত। তারানরামপেরসাদের ফ্লিকার ফটোস্ট্রীম দেখুন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .