সিরিয়াঃ শাসক দলীয় এক ঘাতক প্রহরী একজন ব্লগারের মাকে খুন করেছে

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

যখন সরকারি ঘাতকেরা আজ সকালে সিরিয়ার আলেপ্পোর ব্লগার এবং একটিভিস্ট মার্সেলো শেহওয়ারোর মাকে বহন করা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, তখন তিনি তার মাকে হারান। সারা বিশ্বের নেট নাগরিকরা তাদের বন্ধুর এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছে।

বৈরুত থেকে আরব ডিজিটাল এক্সপ্রেশন ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালক রানওয়া ইয়েহিয়া টুইট করেছেন:

@রানওয়াইয়েহিয়া: যখন কোন বেদনাদায়ক ঘটনা গৃহে আঘাত করে, তখন তীব্র যন্ত্রণা এক বিশাল ঢেউ হয়ে অকস্মাৎ আঘাত করে এবং বুকের মাঝে ধাক্কা দেয়। শান্তিতে ঘুমান মারিয়ান্নে

Marcel and her mother in a poster made and shared by Jordanian blogger Mohammed Al Qaq on Facebook paying tribute to the martyred mother

একটি পোস্টারে মার্সেল এবং তার মা। জর্ডানের ব্লগার মোহাম্মদ আল কোয়াক এই পোস্টারটি তৈরী এবং ফেসবুকে আমাদের প্রদর্শন করেছেন, মূলত শহীদ হয়ে যাওয়া মাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য।

ইয়েহিয়া, তিনটি টুইটে মার্সেলে-এর বক্তব্য উদ্ধৃত করেছে, যেখানে তিনি তার মায়ের মৃত্যুতে প্রতিক্রিয়া প্রদর্শন করে বলছেন:

اول تعليق للمدونة السورية مارسيل شحوارو بعد استشهاد والدتها برصاص النظام ليلة البارحة في ‎‫#حلب‬‏: “كل الوقت كنت متوقعة الموقف يكون بالعكس. ١/٢
@রানওয়েইয়েহিয়া: গত রাতে সিরিয়ার শাসকদের ছোঁড়া বুলেটে সিরিয় ব্লগার মার্সেল শেহওয়ারো মাতা নিহত হবার পর, শহীদ হয়ে যাওয়া নিজের মায়ের জন্য মার্সেল-এর করা প্রথম কয়েকটি মন্তব্য।“ সকল সময়, আমি আশা করি পরিস্থিতি এর বিপরীত হবে ১/৩ ।
تابع “أنو أنا اللي عم روح عالموت برجليي استشهد وتبكي عليي وكنت دايما اقنعها انو تتذكر أنو هاد خياري وقضيتي وما تزعل عليي!” ٢/٣
@রানওয়েইয়েহিয়া:আগেরটির ধারাবাহিকতায় “আমি ভেবেছিলাম আমি হব সেই ব্যক্তি যে তার নিজের পায়ে মৃত্যুর পথ পাড়ি দেব এবং আমি হব সেই শহীদ এবং তিনি [আমার মা] আমার মৃত্যুতে কাঁদবেন। আমি সবসময় চেষ্টা করেছি তাকে মানানোর এবং বোঝানোর, যে এই পথ আমার পছন্দ এবং এটাই আমার লড়াই এবং তিনি আমার জন্য শোকার্ত হবেন না। ২/৩

تابع “بس أبداً ما كنت متوقعة الوجع يكون بالعكس” ٣/٣

@রানওয়েইয়েহিয়া: আমি কোনদিন এর বিপরীত এক বেদনা আশা করিনি।”

২৭ মে তারিখের একটি পোস্টে, মার্সেল লিখেছেন [আরবী ভাষায়] :

عندي أم كلما بتفتح عالأورينت ، بتدور ع وشي بين صور اللي استشهدو او اعتقلو .. وأمي بتحبني قد ما أمك بتحبك ،
وبجي بشوف عيونها هالقد من البكي لما بتسمع ” وأني طالع اتظاهر ودماتي بإيديا وان جيتك يما شهيد ما تبكين عليا “.
আমারও এক মা আছেন, যিনি শহীদদের মাঝে আমার ছবি অনুসন্ধান করে এবং যখন গ্রেপ্তারকৃত নাগরিকদের সম্বন্ধে সংবাদ প্রদান শুরু হয়, তখন সেই সংবাদের মাঝে আমাকে খুঁজতে থাকেন। আমরা মা আমাকে ততটাই ভালবাসে যতটা আপনার মা আপনাকে। আর আমি দেখতে পাই, যখন তিনি “ আমি প্রতিবাদের জন্য যাচ্ছি এবং আমি আমার জীবন আর হাতের মুঠোয় রেখেছি। যদি আমি এক শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসি, তখন আমার জন্য কেঁদো না” নামক গানটি শোনেন, ততবার তিনি কেঁদে উঠেন।”

A screenshot of Marcell's Facebook update in which she describes the circumstances of her mother's murder shared by Rahaf Konbaz on Twitter

মার্সেল–এর ফেসবুক–এর তাজা সংবাদের স্ক্রিনশট, যেখানে ভদ্রমহিলা তার মায়ের খুন হবার ঘটনা বর্ণনা করেছেন, যা রাহাফ কোনবাজ টুইটারে শেয়ার করেছে।

এদিকে, রাহাফ কোনবাজ মার্সেলের ফেসবুকের আপডেটের একটি স্ক্রিনশট টুইটারে প্রদর্শন করেছেন , যেখানে মার্সেল লিখেছেন:

এক তরুণী ও তরুণ সহ আমার মা যে গাড়িতে করে যাচ্ছিল, প্রহরীরা সেই গাড়িটিকে সন্দেহ করে, কারণ সেই গাড়িটি এমন একটা রাস্তার বিপরীত দিকে চলছিল যে রাস্তায়, চলাচলের কোন ট্রাফিক চিহ্ন ছিল না, যা কিনা উল্লেখ করে যে রাস্তার কোন দিক দিয়ে যেতে হবে। যে প্রহরীর বন্দুকে গুলি ছিল, সে কোন পরোয়া করেনি। সে গাড়ি লক্ষ্য করে গুলি করে, অন্যরা তাকে গাড়ির উপর গুলি করতে উৎসাহ প্রদান করতে থাকে। গাড়িটি গুলিবর্ষণ এড়িয়ে যেতে সক্ষম হয় এবং তাদের পাশ দিয়ে চলে যায়। তারা আবিস্কার করে যে এটা একটা ছোট্ট গাড়ি এবং তার আরোহীরা তাদের দিকে গুলি ছুড়ছে না, কিন্তু যে ব্যক্তি গুলি করার সিদ্ধান্ত গ্রহণ করে, সে ক্রমাগত গুলি ছুড়তে থাকে, গুলি ছোড়া মানে ক্রমাগত গুলি ছুড়তে থাকা। ..
যার ফলে সেই সব প্রহরী, যারা দেশটির শাসক দলের সদস্য, তারা পিছন থেকে গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আর এটাই ঘটনা।
আর এই বুলেট আমার মায়ের জীবন ছিনিয়ে নেয় এবং আমার জীবনে থেকে তাকে দূরে সরিয়ে দেয়। যারা বিশ্বাস করে যে এরা হচ্ছে অস্ত্র সজ্জিত গুণ্ডা, যারা হচ্ছে অস্ত্র সজ্জিত গুণ্ডার দল, তারা যারা আমার মাকে খুন করেছে, তারা হচ্ছে সেই সশস্ত্র গুণ্ডার দল যারা এই শাসন ব্যবস্থা তৈরী করেছে।

সারা বিশ্বের নেট নাগরিকরা ফেসবুক এবং টুইটারে মার্সেলকে, তার এই অপুরণীয় ক্ষতিতে, তাদের হৃদয় নিংড়ানো শোকবার্তা প্রদান করেছে।

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .