এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
যখন সরকারি ঘাতকেরা আজ সকালে সিরিয়ার আলেপ্পোর ব্লগার এবং একটিভিস্ট মার্সেলো শেহওয়ারোর মাকে বহন করা গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, তখন তিনি তার মাকে হারান। সারা বিশ্বের নেট নাগরিকরা তাদের বন্ধুর এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছে।
বৈরুত থেকে আরব ডিজিটাল এক্সপ্রেশন ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালক রানওয়া ইয়েহিয়া টুইট করেছেন:
@রানওয়াইয়েহিয়া: যখন কোন বেদনাদায়ক ঘটনা গৃহে আঘাত করে, তখন তীব্র যন্ত্রণা এক বিশাল ঢেউ হয়ে অকস্মাৎ আঘাত করে এবং বুকের মাঝে ধাক্কা দেয়। শান্তিতে ঘুমান মারিয়ান্নে
ইয়েহিয়া, তিনটি টুইটে মার্সেলে-এর বক্তব্য উদ্ধৃত করেছে, যেখানে তিনি তার মায়ের মৃত্যুতে প্রতিক্রিয়া প্রদর্শন করে বলছেন:
تابع “بس أبداً ما كنت متوقعة الوجع يكون بالعكس” ٣/٣
২৭ মে তারিখের একটি পোস্টে, মার্সেল লিখেছেন [আরবী ভাষায়] :
وبجي بشوف عيونها هالقد من البكي لما بتسمع ” وأني طالع اتظاهر ودماتي بإيديا وان جيتك يما شهيد ما تبكين عليا “.
এক তরুণী ও তরুণ সহ আমার মা যে গাড়িতে করে যাচ্ছিল, প্রহরীরা সেই গাড়িটিকে সন্দেহ করে, কারণ সেই গাড়িটি এমন একটা রাস্তার বিপরীত দিকে চলছিল যে রাস্তায়, চলাচলের কোন ট্রাফিক চিহ্ন ছিল না, যা কিনা উল্লেখ করে যে রাস্তার কোন দিক দিয়ে যেতে হবে। যে প্রহরীর বন্দুকে গুলি ছিল, সে কোন পরোয়া করেনি। সে গাড়ি লক্ষ্য করে গুলি করে, অন্যরা তাকে গাড়ির উপর গুলি করতে উৎসাহ প্রদান করতে থাকে। গাড়িটি গুলিবর্ষণ এড়িয়ে যেতে সক্ষম হয় এবং তাদের পাশ দিয়ে চলে যায়। তারা আবিস্কার করে যে এটা একটা ছোট্ট গাড়ি এবং তার আরোহীরা তাদের দিকে গুলি ছুড়ছে না, কিন্তু যে ব্যক্তি গুলি করার সিদ্ধান্ত গ্রহণ করে, সে ক্রমাগত গুলি ছুড়তে থাকে, গুলি ছোড়া মানে ক্রমাগত গুলি ছুড়তে থাকা। ..
যার ফলে সেই সব প্রহরী, যারা দেশটির শাসক দলের সদস্য, তারা পিছন থেকে গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আর এটাই ঘটনা।
আর এই বুলেট আমার মায়ের জীবন ছিনিয়ে নেয় এবং আমার জীবনে থেকে তাকে দূরে সরিয়ে দেয়। যারা বিশ্বাস করে যে এরা হচ্ছে অস্ত্র সজ্জিত গুণ্ডা, যারা হচ্ছে অস্ত্র সজ্জিত গুণ্ডার দল, তারা যারা আমার মাকে খুন করেছে, তারা হচ্ছে সেই সশস্ত্র গুণ্ডার দল যারা এই শাসন ব্যবস্থা তৈরী করেছে।
সারা বিশ্বের নেট নাগরিকরা ফেসবুক এবং টুইটারে মার্সেলকে, তার এই অপুরণীয় ক্ষতিতে, তাদের হৃদয় নিংড়ানো শোকবার্তা প্রদান করেছে।
এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।