মিশরীয় ব্লগাররা জানিয়েছে যে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে সামাজিক মিডিয়া ব্যবহৃত হচ্ছে। আরব বিপ্লবের প্রণোদনা যোগানোর জন্যে যে মিডিয়াকে কৃতজ্ঞতা জানানো হয় সেই একই মিডিয়া এখন ছাত্র-ছাত্রীদের অসদুপায় অবলম্বনে সাহায্যের দায়ে অভিযুক্ত।
রামি ইয়াকুব টুইটারে লিখেছেন:
@রামিইয়াকুব [1]: হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ২য় দিনের মতো ফাঁস হয়ে যাওয়া পরীক্ষার “গণ-উৎস” থেকে পাওয়া উত্তর দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় এটি অস্বীকার করেছে #মিশর আরো জানার জন্যে @ওয়ায়েলআব্বাস অনুসরণ করুন
আরব বিশ্ব জুড়ে হাইস্কুল পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীদের বিশ্বাস নির্ধারণ করে। বিশ্ববিদ্যালয়ে স্পট ভর্তির নিশ্চয়তার কারণে শীর্ষস্থানের জন্যে প্রতিযোগিতা সাংঘাতিক। হাজার হাজার ছাত্র-ছাত্রীরা এখন মিশরে তাদের চূড়ান্ত পরীক্ষায় বসেছে। এই পরীক্ষা চলবে ৪ঠা জুলাই পর্যন্ত।
দক্ষ ব্লগার ওয়ায়ে্ল আব্বাস ঘোষণা করেছেন [আরবী ভাষায়]:
هاهاها العيال بتوع ثانوية عامة عاملين هاشتاج للغش على تويتر اسمه : عبيلو واديلو – لووووول هاموت من الضحك – ده بجد على فكره والله !!!
@ওয়ায়ে্লআব্বাস [2]: হা-হা-হা! অসদুপায় অবলম্বনের জন্যে হাইস্কুলের চূড়ান্ত পরীক্ষায় বসা বাচ্চাদের টুইটারে একটি হ্যাশট্যাগ রয়েছে। আমি হাসি থামাতে পারছি না। আমি শপথ করে বলছি এটা কোন রসিকতা নয়।
তিনি আরো বলেছেন:
العيال بتتويت من جوه اللجان هاهاها – كده ها يحجبوا تويتر على فكرة
@ওয়ায়েলআব্বাস [3]: পরীক্ষাকক্ষের ভিতরে থেকে শিশুরা টুইট করছে। হা-হা-হা! এভাবেই তারা টুইটারকে অবরুদ্ধ করবে।
আসমা একই ভয় ভাগাভাগি করে লিখছেন:
منك لله انت وهوه بسببك هيقفلوا تويتر يادي النيشه هنفضفض فينا باه هنرجع الفيس تاني ولا جوجوبلس
@আসমাইয়া [4]: আল্লাহ যেন আপনার উপর প্রতিশোধ নেন! আপনার কর্মের কারণে তারা টুইটার বন্ধ করবে। (এতসব) গলাবাজি তখন কোথায় যাবে? আমাদের তখন ফেসবুক বা গুগল প্লাস ব্যবহারে ফিরে আসতে হবে
[5]ওয়ায়েল আব্বাসের টুইটারে পোস্ট করা ফাঁস হওয়া পরীক্ষার উত্তরসহ একটি ব্ল্যাকবেরী বার্তার স্ক্রিনছবি
আব্বাস পরীক্ষার দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করে বলেছেন:
انا جالي الامتحان كله يا وزارة وسخة !!! الاجوبة النموذجية فعلا عالبلاك بيري !!! ده سكرين شوت https://yfrog.com/a/img861/6812/2flly.jpg
@ওয়ায়েলআব্বাস [6]: আমার কাছে সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন আছে!!! আদর্শ উত্তরগুলো আসলে ব্ল্যাকবেরী মেসেঞ্জারে রয়েছে, এবং এটা একটা স্ক্রিনছবি
তিনি বলে চলেন:
طيب انا وصلني حتى الان 15 سكرين شوت باجوبة امتحان اللغة الانجليزية للثانوية العامة والامتحان لسه فاضل له ساعة ونص! حد عاوز يقدم بلاغ ؟؟؟؟؟؟؟
@ওয়ায়েলআব্বাস [7]: এখন পর্যন্ত আমি মাধ্যমিক স্তরের ইংরেজি ভাষার পরীক্ষার ১৫টি স্ক্রিনছবি পেয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার এখনো দেড় ঘন্টা বাকি। কেউ কী একটি অভিযোগ করবেন?
কয়েক মিনিট পরে তিনি টুইট করেছেন:
معي الان 72 سكرين شوت لاجابات امتحاني اللغة العربية والدين !!!
@ওয়ায়েলআব্বাস [8]: এখন আমার কাছে আরবি ভাষা এবং ধর্ম পরীক্ষার ৭২টি স্ক্রিনছবি আছে
এই পোস্টটি লেখার সময় ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল এবং আব্বাস ফেসবুকে ফাঁস হওয়া পরীক্ষার স্ক্রিনশটগুলো এখানে [9] প্রকাশ করতে ব্যস্ত ছিলেন।
ইতোমধ্যে মাহমুদ নাসেফ প্রশ্ন করেছেন:
#عبيلو_واديلو هاش تاج للغش الجماعى لطلبة الثانويه .. هو ده الجيل اللى هيقود المرحله القادمه .. فين وزارة التربيه والتعليم من المهزله دى
@এম৭মুদনাসেফ [10]: হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের দলগতভাবে অসদুপায় অবলম্বনের জন্যে একটি হ্যাশট্যাগ রয়েছে। এরাই পরবর্তী স্তরে নেতৃত্ব প্রদানকারী সেই প্রজন্ম নয় কী? কোথায় এই প্রহসনের (সেই) শিক্ষা মন্ত্রণালয়?
অসদুপায় অবলম্বনের হ্যাশট্যাগ এখানে [11] পাওয়া যায়।