মিশরীয় ব্লগাররা জানিয়েছে যে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে সামাজিক মিডিয়া ব্যবহৃত হচ্ছে। আরব বিপ্লবের প্রণোদনা যোগানোর জন্যে যে মিডিয়াকে কৃতজ্ঞতা জানানো হয় সেই একই মিডিয়া এখন ছাত্র-ছাত্রীদের অসদুপায় অবলম্বনে সাহায্যের দায়ে অভিযুক্ত।
রামি ইয়াকুব টুইটারে লিখেছেন:
@রামিইয়াকুব: হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ২য় দিনের মতো ফাঁস হয়ে যাওয়া পরীক্ষার “গণ-উৎস” থেকে পাওয়া উত্তর দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় এটি অস্বীকার করেছে #মিশর আরো জানার জন্যে @ওয়ায়েলআব্বাস অনুসরণ করুন
আরব বিশ্ব জুড়ে হাইস্কুল পরীক্ষার ফলাফল ছাত্র-ছাত্রীদের বিশ্বাস নির্ধারণ করে। বিশ্ববিদ্যালয়ে স্পট ভর্তির নিশ্চয়তার কারণে শীর্ষস্থানের জন্যে প্রতিযোগিতা সাংঘাতিক। হাজার হাজার ছাত্র-ছাত্রীরা এখন মিশরে তাদের চূড়ান্ত পরীক্ষায় বসেছে। এই পরীক্ষা চলবে ৪ঠা জুলাই পর্যন্ত।
দক্ষ ব্লগার ওয়ায়ে্ল আব্বাস ঘোষণা করেছেন [আরবী ভাষায়]:
هاهاها العيال بتوع ثانوية عامة عاملين هاشتاج للغش على تويتر اسمه : عبيلو واديلو – لووووول هاموت من الضحك – ده بجد على فكره والله !!!
@ওয়ায়ে্লআব্বাস: হা-হা-হা! অসদুপায় অবলম্বনের জন্যে হাইস্কুলের চূড়ান্ত পরীক্ষায় বসা বাচ্চাদের টুইটারে একটি হ্যাশট্যাগ রয়েছে। আমি হাসি থামাতে পারছি না। আমি শপথ করে বলছি এটা কোন রসিকতা নয়।
তিনি আরো বলেছেন:
العيال بتتويت من جوه اللجان هاهاها – كده ها يحجبوا تويتر على فكرة
@ওয়ায়েলআব্বাস: পরীক্ষাকক্ষের ভিতরে থেকে শিশুরা টুইট করছে। হা-হা-হা! এভাবেই তারা টুইটারকে অবরুদ্ধ করবে।
আসমা একই ভয় ভাগাভাগি করে লিখছেন:
منك لله انت وهوه بسببك هيقفلوا تويتر يادي النيشه هنفضفض فينا باه هنرجع الفيس تاني ولا جوجوبلس
@আসমাইয়া: আল্লাহ যেন আপনার উপর প্রতিশোধ নেন! আপনার কর্মের কারণে তারা টুইটার বন্ধ করবে। (এতসব) গলাবাজি তখন কোথায় যাবে? আমাদের তখন ফেসবুক বা গুগল প্লাস ব্যবহারে ফিরে আসতে হবে
ওয়ায়েল আব্বাসের টুইটারে পোস্ট করা ফাঁস হওয়া পরীক্ষার উত্তরসহ একটি ব্ল্যাকবেরী বার্তার স্ক্রিনছবি
আব্বাস পরীক্ষার দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয়কে চ্যালেঞ্জ করে বলেছেন:
انا جالي الامتحان كله يا وزارة وسخة !!! الاجوبة النموذجية فعلا عالبلاك بيري !!! ده سكرين شوت https://yfrog.com/a/img861/6812/2flly.jpg
@ওয়ায়েলআব্বাস: আমার কাছে সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন আছে!!! আদর্শ উত্তরগুলো আসলে ব্ল্যাকবেরী মেসেঞ্জারে রয়েছে, এবং এটা একটা স্ক্রিনছবি
তিনি বলে চলেন:
طيب انا وصلني حتى الان 15 سكرين شوت باجوبة امتحان اللغة الانجليزية للثانوية العامة والامتحان لسه فاضل له ساعة ونص! حد عاوز يقدم بلاغ ؟؟؟؟؟؟؟
@ওয়ায়েলআব্বাস: এখন পর্যন্ত আমি মাধ্যমিক স্তরের ইংরেজি ভাষার পরীক্ষার ১৫টি স্ক্রিনছবি পেয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার এখনো দেড় ঘন্টা বাকি। কেউ কী একটি অভিযোগ করবেন?
কয়েক মিনিট পরে তিনি টুইট করেছেন:
معي الان 72 سكرين شوت لاجابات امتحاني اللغة العربية والدين !!!
@ওয়ায়েলআব্বাস: এখন আমার কাছে আরবি ভাষা এবং ধর্ম পরীক্ষার ৭২টি স্ক্রিনছবি আছে
এই পোস্টটি লেখার সময় ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল এবং আব্বাস ফেসবুকে ফাঁস হওয়া পরীক্ষার স্ক্রিনশটগুলো এখানে প্রকাশ করতে ব্যস্ত ছিলেন।
ইতোমধ্যে মাহমুদ নাসেফ প্রশ্ন করেছেন:
#عبيلو_واديلو هاش تاج للغش الجماعى لطلبة الثانويه .. هو ده الجيل اللى هيقود المرحله القادمه .. فين وزارة التربيه والتعليم من المهزله دى
@এম৭মুদনাসেফ: হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের দলগতভাবে অসদুপায় অবলম্বনের জন্যে একটি হ্যাশট্যাগ রয়েছে। এরাই পরবর্তী স্তরে নেতৃত্ব প্রদানকারী সেই প্রজন্ম নয় কী? কোথায় এই প্রহসনের (সেই) শিক্ষা মন্ত্রণালয়?
অসদুপায় অবলম্বনের হ্যাশট্যাগ এখানে পাওয়া যায়।