কিভাবে চলচ্চিত্র আন্দোলন হয় তার ভিত্তিতে উইটনেস কিছু ভিডিও প্রকাশ করেছে যা পক্ষ-সমর্থনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং ফুটেজে দৃশ্যমান মানুষদের রক্ষার বিষয়টি নিশ্চিত করতে সাহায্য করেছে।
ভিডিও কর্মীদের সমর্থন ও অন্তর্দৃষ্টি দ্বারা নির্মিত পাঁচ খন্ডের ভিডিও সিরিজটি অধিকার আদায়ের আন্দোলন, সিরিয়ান বিপ্লব এবং অন্য খবরের মধ্যে ক্যামেরার সামনে নিজেকে যে কোন সময়ে আবিষ্কার করতে পারেন এমন যে কাউকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ভিডিও পাঁচটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, সঠিক উপকরণ নির্বাচন, দলীয়ভাবে চলচ্চিত্র আন্দোলন, মানসম্মত ছবি ও শব্দ গ্রহণ এবং সাক্ষাৎকার পরিচালনার মত বিষয় নিয়ে নির্মিত।
পরিবর্তনের জন্য ভিডিওসহ আমাদের এই সিরিজটি গত আমাদের সাথে ২০ বছর ধরে ৮০টি দেশে যুক্ত ৩০০র বেশি অংশীদারদের সাথে যথাসাধ্য সহযোগিতা করেছে। তারা জীবনের সত্যিকারের চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করে যা আমরা গত বছর বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপকেন্দ্রে কর্মীদের প্রশিক্ষণ ও তাদের সাথে কাজ করেছি। #video4change
এই প্রথম ভিডিওটিতেনিরাপদে এবং সক্রিয়ভাবে কিভাবে নিজের লক্ষ্য ও দর্শকদের আগ্রহ, নিজের ও জনগণ উভয়েরই নিরাপত্তা এবং ছবির বিস্তারিত ও তারিখ, সময় ও স্থান নির্দিষ্ট করে চলচ্চিত্র নির্মাণ করতে হয় তা দেখানো হয়েছে।
সিরিজের তৃতীয় ভিডিওটি একটি দলের অংশ হিসেবে চলচ্চিত্র নির্মাণের সুবিধার উপর নির্মিত। আপনার বিশ্বস্ত লোকদের নিয়ে, বিভিন্ন লোক চলচ্চিত্রে আলাদাভাবে বিভিন্ন চরিত্র চিত্রণ করতে পারে এবং সমস্যা বা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় একটি দল সমাধান করতে পারে যদি উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা করা হয়।
শেষ ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে সাক্ষাৎকার গ্রহণ করতে হয়, তা শুরু হয় প্রশ্ন করার জন্য ঐ ব্যক্তিটি ও বিষয়ের উপর গবেষণা করে, মতৈক্যে আসুন যাতে সাক্ষাৎকার প্রদানকারীরা একটি ভিডিওতে দৃশ্যমান হওয়ার ঝুঁকি ও বিপদ সম্পর্কে অবগত থাকেন এবং কিভাবে পরিচয় গোপন করতে হয় যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা কিভাবে দৃশ্যমান হতে চান নাকি হতেই চান না।