উগান্ডা: জাতীয় দলকে নেটনাগরিকদের টুইটার, ফেসবুকে সমর্থন

সর্বশেষ ১৯৭৮ সালে উগান্ডা সারস আফ্রিকা কাপ অব নেশনস-এ নিয়ে ফাইনালে পৌছেছিল কিন্তু শেষ করেছিল দ্বিতীয় হয়ে। গত বছর উগান্ডা প্রায় করেই ফেলেছিল প্রায় উগান্ডা প্রণীত এটা, কিন্তু গত বাছাইপর্বের খেলায় কেনিয়ার সাথে ২:১ গোলে হেরে যায়। ঘটনাটি অনেক উগান্ডা বাসীর মন ভেঙ্গে দেয়। অনেকেই ভেবেছিলেন উগান্ডা সারসদের আর কোন সমর্থন থাকবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে মনে হচ্ছে যে জনগণ তাদের দলের প্রতি সমর্থন ত্যাগ করতে এখনো প্রস্তুত নয়। অচিরেই সারসরা এঙ্গোলা যাবে তাদের ২০১৪ সালের বিশ্বকাপ কাপ বাছাই পর্ব শুরু করার জন্যে। খেলাটি হবে ৩রা জুন উগান্ডা প্রতি বছরের যে তারিখে উগান্ডার শহীদ দিবস পালন করে সেই একই দিনে। উগান্ডার শহীদেরা ছিলেন ধর্মান্তরিত খ্রিস্টান। (ধর্মীয়) বিশ্বাসের কারণে ঐতিহাসিক রাজ্য বাগুন্ডা’তে তাদের হত্যা করা হয়।

ভগ্নহৃদয় উগান্ডাবাসী। ছবির সৌজন্যে এচওয়ালুফটোগ্রাফি.ওয়ার্ডপ্রেস.কম/

টুইটার এবং ফেসবুক ব্যবহার করে উগান্ডা সারসদের প্রতি তাদের অফুরন্ত সমর্থন প্রদর্শন করে:

টুইটার: @২৫৬উগান্ডা উগান্ডা সারসদের সমর্থন করে বলেছেন:

@২৫৬উগান্ডা: আমরা যাব আমরা যাব ‪‪#উগান্ডাসারস আসুন শাসন করি‪ ‪#লুয়ান্ডা http://www.kawowo.com/index.php/foot …

@পলিকার্পএম জিজ্ঞাসা @১৯৮৬__থেকে, @টিজো৫ এবং @জেসিক্যাটো:

@পলিকার্পএম: @১৯৮৬__থেকে তারপর আপনার খেলার পরিকল্পনা কী, বসে বসে দেখবেন (শুধু)? @টিজো৫ @জেসিক্যাটো

@টিজো৫ জবাব দিয়েছেন:

@টিজো৫: @পলিকার্পএম হাঁ আমাকে এবং @১৯৮৬__থেকে টোওয়াকুওয়া, আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, আপনারা আমাদের কী করতে বলেন, অন্তত আমরা সমর্থন ‪করি #উগান্ডাসারস @জেসিক্যাটো

@পিংকেট৮৮৮ উল্লেখ করেন যে উগান্ডা আফ্রিকার অন্যান্য জাতীয় দলগুলোর মতো কোন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেনি:

@পিংকেট৮৮৮: @ওয়াসিকেআব্দু @আয়েশাআরয়ার৯ মহাদেশের অন্যান্য প্রতিটি দেশ প্রীতি ম্যাচ খেলেছে‪ #উগান্ডাসারস ছাড়া, ওয়াও। দেখা যাক কী হয়!

@২৫৬উগান্ডা মনে করেন এবার দেশ হয়তো আরো ভালো করবে কারণ রাজনীতিবিদেরা গত বছরে তারা যেমন করেছিলেন তেমন ক্যাম্প পরিদর্শনে ব্যস্ত নন:

@২৫৬উগান্ডা: গত বছর এই সব রাজনীতিবিদেরা #উগান্ডাসারসদের ক্যাম্পগুলো ঘুরে বেড়াতেন। বা’তুকুবা নেবিসিলানি [তারা (রাজনীতিবিদেরা) দুর্ভাগ্য বয়ে এনেছিলেন]

@২৫৬উগান্ডা আশা ভক্ত তাদের অর্থের জন্যে ভাল মান পাবেন:

@২৫৬উগান্ডা: এইবারে আশা করি আমি আমার ৮০০০০/= [প্রায় ৩২ ডলার] টাকার মূল্য পাবো ‪ http://www.নিউভিশন.কো.ইউজি/মোবাইল/বিস্তারিত. …‪#ফুফা‪#উগান্ডাসারস ‪#ওয়েগো ‪#ওয়েগো

টিকেটের মূল্যের বিষয় নিয়ে একই ধরনের আলোচনা, @শন_মুবিরু বলেছেন:

@শন_মুবিরু: ফুফা দুটি টিকেট একসঙ্গে বিক্রি করে আমাদের সমর্থন কিনে ফেলেনি এবং আপনি আমাদের ‪#উগান্ডাসারসদের স্বত্ত্ব কিনতে পারেন না। যদি আমরা চাই, আমরা আসবো!

@শন_মুবিরু হতাশাপূর্ণভাবে বলেন:

@শন_মুবিরু: এখন ‪#উগান্ডাসারসরা এই অব্যাহত জখমগুলো  এবং ববি উইলিয়ামসনের [সারসদের স্কটিশ প্রশিক্ষক] উচ্চারণ নিয়ে  উগান্ডাকে কী সাফল্য উপহার দিতে পারবে?

ফেসবুক: আমানিয়া ওসবার্ট সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমর্থকদের সাবধান করেন:

যা আশেপাশে ঘুরাফেরা করে তা ফিরে আসে। প্রিয় বন্ধুগণ, আমরা এই মহান সপ্তাহান্ত পার করার সময় ক্যাডন্ডো রাগবি মাঠে কী ঘটেছিল সেটা স্মরণ করবো। কালিতা বাসে করে একজন আল শা-বাব কেনিয়া থেকে দেশে ঢুকে পড়েছিল। দয়া করে হুঁশিয়ার এবং সতর্ক থাকুন কারণ চারিদিকে শত্রুরা রয়েছে। আমরা মহান ৩রা জুনে প্রবেশ করছি বলে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, উগান্ডা সারস বনাম কঙ্গো ব্রাজাভিল উপভোগ করুন। কারণ স্বাধীনতার জন্যে আমরা ৫০ বছর অপেক্ষা করেছি। কিন্তু সর্বোপরি, এই দেশের জন্যে এখনো আপনাকে প্রয়োজন। “ঈশ্বর এবং আমার দেশ”-এর জন্যে এবং আপনাদের জন্যে অনেক অনেক ভালবাসা রইল।

উইলিয়াম গুমিসিরিজা বলেছেন:

জাবুউউউউউউল্লাআআআআনি আফ্রিকা…. কিনাকো… এবার আমাদের সময়, উগান্ডা সারস….. চলুন সবাই এটা করি…

যাই হোক না কেন, আসিমউই লিলিয়ান সারসদেরকে সমর্থন করতে প্রস্তুত:

আমরা কী উগান্ডা সারসদের সমর্থন করবো! আপনি কী প্রস্তুত!

নিওয়ামানিয়া ইতো’ও স্যামুয়েল শহীদ দিবসের সঙ্গে খেলাটিকে যুক্ত করেছেন:

নিওয়ামানিয়া ইতো’ও স্যামুয়েল: সহযোগী তীর্থযাত্রী, শুভ শহীদ দিবস, এবং আপনি তাদের জন্যে পবিত্র প্রার্থনায় গিয়ে শুধু উগান্ডা সারসদের কথা অন্তর্ভুক্ত করে এই কঠিন মাসে তাদের জন্যে উত্তম কামনা করুন

ময়াইন জর্জ বিশ্বাস করেন যে উগান্ডাবাসীরা প্রমাণ করবে যে তারা সকারে এ্যাঙ্গোলার চেয়ে বেশি ভালো:

ময়াইন জর্জ: যারা কখনো উগান্ডা সারসদের সমর্থন করেছেন এবার আমরা এ্যাঙ্গোলার কাছে প্রমাণ করবো যে আমরা একটি ভাল দল।  উগান্ডা সারস ওয়েএএএএএএএএএএএ। তোমাদের সেখানে দেখবো জনাব।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .