- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশরঃ ছবিতে চূড়ান্ত পর্বের রাষ্ট্রপতি নির্বাচন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, নাগরিক মাধ্যম, নির্বাচন, প্রতিবাদ, রাজনীতি

এই প্রবন্ধটি মিশরের নির্বাচন ২০১১/২০১২-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ। [1]

সুপ্রিম কাউন্সিল ফর দি আর্মড ফোর্সেস-এর [এসসিএএফ- মিশরের সম্মিলিত সামরিক শাসক] রাজনৈতিক অঙ্গনের মাঝে কঠোরভাবে ছড়ি ঘুরানোর প্রচেষ্টার মাঝেও ১৬ জুন তারিখে মিশরীয় নাগরিকদের দ্বিতীয় দফা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদানের আহবান জানানো হয় [2]। যখন সংসদ বিলুপ্ত [3] এবং নতুন সংবিধানের ঘোষণা [4] প্রদান করার মধ্যে প্রায় দিয়ে সকল ক্ষমতা এসসিএএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে, তার মাঝে রাষ্ট্রপতি হিসেবে মুসলিম ব্রাদারহুড-এর প্রার্থী মোহাম্মদ মোরসি এবং শাসক গোষ্ঠীর প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মাঝে একজনকে বেছে নেওয়া ছিল এমনকি আরো বেদনাদায়ক।

বাস্তবতা হচ্ছে, দৃশ্যত উভয় প্রার্থীকে কাঙ্ক্ষিত নন [5], কারণ এদের মধ্যে একজন হচ্ছে বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারকের রয়ে যাওয়া অবশিষ্ট অংশের প্রতীক আর দ্বিতীয় জনকে বিপ্লবের সাথে প্রতারণার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। .

নীচে এই ঐতিহাসিক নির্বাচনী দিনটির কয়েকটি ছবি প্রদান করা হল, যেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে নেট নাগরিকরা পোস্ট করেছে :

[6]

বাণী হাতে তরুণ মিশরীয়, যার মানে “ আমি এক খ্রিস্টান এবং আমি শফিককে ভোট প্রদান করব না”। ছবি খালেদ মোহাম্মদ-এর (ফেসবুক থেকে নেওয়া)।

[7]

এক বালক শফিকের পোস্টার হাতে ধরে আছে। ছবি জোনাথান রাশাদ-এর (ছবি ফ্লিকার থেকে নেওয়া, সিসি বাই-এনসি এসএ ২.০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।)

[8]

মিশরীয় নাগরিকরা চুড়ান্ত দুই প্রার্থী মোরসি এবং শফিক-এর পোস্টার ধরে আছে। ছবি জনাথান রাশেদের (ছবি ফ্লিকার থেকে নেওয়া, সিসি বাই-এনসি এসএ ২.০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।)

[9]

ভোট দেবার পর মিশরীয় এক প্রবীণ নাগরিক তার কালি মাখানো আঙ্গুল প্রদর্শন করছে। ছবি জোনাথান রাশাদ-এর ( ছবি ফ্লিকার থেকে নেওয়া, সিসি বাই-এনসি এসএ ২.০-এর অধীনে ব্যবহার করা হয়েছে।)

মিশরীয় টুইটার ব্যবহারকারী @দিমিনজ রসাত্মক বাণী যুক্ত কিছু নষ্ট করে ফেলা ব্যালটের ছবি একত্রিত করেছে [10]:

[11]

মিশরীয় ভোটাররা ভোটে দাড়ানো প্রার্থীদের বদলে বেলিড্যান্সার হায়াতেমকে ভোট প্রদানের ইচ্ছে প্রকাশ করেছে। ছবি @ শাহহির-এর (টুইটার থেকে নেওয়া)।

[12]

মিশরীয় এক নাগরিক নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং “আমি তোমাকে ভালবাসি সারা” নামক ব্যালটের প্রতি তার ভালবাসা প্রদর্শন করেছে। ছবি @ কোয়াতিব-এর (টুইটার থেকে নেওয়া)।

[13]

মোরসি এবং শফিকের বদলে ভোটাররা ব্যাটম্যানকে ভোট দিতে ইচ্ছুক। ছবি @ওয়াসসেম_এস-এর (ওয়াইফ্রগ থেকে নেওয়া ) ।

এই সমস্ত ব্যালটের কয়েকটি আবার আরো অনেক বেশী রাজনৈতিক আদর্শের বাণী বহন করেছে:

[14]

একজন ভোটার একটি নষ্ট ব্যালট নিয়ে দাঁড়িয়ে, যেখনে উল্লেখ করা আছে “ কোন আক্রমণ নয়, তবে সচেতনতার স্বর কষ্ট দেয়”। ছবি @ ইয়োসারাসেলিম-এর (টুইটার থেকে নেওয়া)।

[15]

আরেকজন ভোটার নিজের ভোটটি নষ্ট করে সেখানে এই লেখাটি লিখে এই ধরনের নির্বাচনের প্রতি সাধারণ নাগরিকের যে অনুভূতি তা তুলে ধরেছে “ একজন খুনী এবং একজন বিশ্বাসঘাতক-এর মাঝে আমি একজনকেও বেছে নেব না। সামরিক শাসন নিপাত যাক, শহিদের মর্যাদার প্রতি”। ছবি মোবটেলুন-এর (ফেসবুক থেকে নেওয়া হয়েছে)।

[16]

একজন ভোটার একটি স্টিকার লাগিয়ে তার ভোট নষ্ট করেছে, যেখানে লেখা আছে “শূন্য”। ছবি @আমিরাএলএক্স-এর (টুইটপিক থেকে নেওয়া)।

[17]

ব্যঙ্গাত্মকভাবে, একটি ব্যালট এই মন্তব্য বহন করছে “ পছন্দনীয় দুটি প্রার্থী এত দারুণ যে, আমি এদের একজনকেও বেছে নিতে পারলাম না। এসসিএএফ, আপনাদের ধন্যবাদ”। ছবি মবটেলুন–এর (ফেসবুকের পাতা থেকে নেওয়া)।

এই প্রবন্ধটি মিশরের নির্বাচন ২০১১/২০১২-এর বিষয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]