সাব-সাহারা আফ্রিকায় বিজ্ঞান ব্লগিং

ব্লগিং সাব সাহারা আফ্রিকায় জনপ্রিয় সংস্কৃতির একটি অংশ কিন্তু বিজ্ঞান নিয়ে ব্লগিং এখনো পেছনে পড়ে আছে। আফ্রিকার বিজ্ঞান বিশ্বে অংশীদারিত্বের সংস্কৃতি বৃদ্ধির অনেক উদ্যোগ নেয়া হয়েছে, তদুপরি আফ্রিকার বিজ্ঞান ব্লগ, বিশেষত গবেষণা বিষয়ে যথেষ্ট নয়।

জনগণের আগ্রহ কম?

বিজ্ঞান ব্লগের এই স্বল্পতার সম্ভাব্য কারণ এই মহাদেশে বিজ্ঞান গবেষণার অসম উন্নয়ন; সর্বজন জ্ঞাত যে আরও গবেষণার প্রয়োজন। বি রুয়েল তার ব্লগে ব্যাখ্যা করেছেন [ফরাসী]:

Le niveau de développement atteint par l’Asie du Sud-Est devrait pousser les Africains à investir dans la science et la technologie ; la science et la technologie représentent la seule voie d’évitement de la perpétuation de la faiblesse de l’Afrique dans le commerce international ; c’est aussi, dans un monde inégalitaire où racisme et xénophobie perdurent, la condition de l’affirmation de la part des Africains dans l’un des phares de la connaissance humaine.

দক্ষিণপূর্ব এশিয়া উন্নয়নের যে স্তরে পৌঁছেছে আফ্রিকার দেশগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ প্রয়োজন; বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে আফ্রিকা দুর্বলতা দূর করে টিকে থাকতে পারে; এটি ক্রম বর্ধনশীল অসম পৃথিবীতে গোষ্ঠীগত অশ্রদ্ধা ও দাঙ্গা দূর করার একমাত্র পথ; বিশ্ব জ্ঞান ভাণ্ডারে আফ্রিকার অবদান রাখার একমাত্র উপায়।
সেনেগালের ডাকারে কাইখ আন্টা দিওফ বিশ্ববিদ্যালয় ছবি মারিয়াম লুভিয়ট

সেনেগালের ডাকারে কাইখ আন্টা দিওফ বিশ্ববিদ্যালয় ছবি মারিয়াম লুভিয়ট (সিসি লাইসেন্স – বাই)

এই মহাদেশে মেধাবী বিজ্ঞানীর সংখ্যা কম নয়। বার্নাড কম আফ্রিকার বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা [ফরাসী] তৈরি করেছেন এবং তাদের মধ্যে কিছু ওয়েবেও সক্রিয়।

জাক বনজাও ক্যামেরুনের প্রকৌশলী যিনি আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের (AUV) পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন [ফরাসী]:

L’UVA a été conçue comme un système d’éducation à distance à travers Internet dont la mission est précisément de former une masse critique d’africains à des coûts faibles, grâce à des économies d’échelle ; une formation moderne et de qualité au terme de laquelle l’étudiant devient immédiatement opérationnel sur le marché de l’emploi.

আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়কে (AUV) একটি সম্পূর্ণ দূরপাঠ্য অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় স্বল্প ব্যয়ে আফ্রিকার প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে গড়ে তোলা। আমরা আধুনিক মানসম্পন্ন পাঠ্যক্রমের ব্যবস্থা করেছি যার লক্ষ্য হচ্ছে ছাত্রদেরকে শ্রম বাজারের জন্য দ্রুত কর্মক্ষম করে গড়ে তোলা।

মালাউয়ির জামোজে গন্ডওয়ি বিজ্ঞানে আফ্রিকার অধিকতর অংশগ্রহণের বিষয় উপলব্ধি করেছেন। ব্লগের বিষয়বস্তু হচেছ, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষগণ। তিনি বর্ণনা করেছেন যে লক্ষ্য তিনি অর্জন করতে চান:

বিজ্ঞানে যেসমস্ত আফ্রিকার বিজ্ঞানী উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, আফ্রিকার বিজ্ঞানের বীরপুরুষদের তথ্য মুদ্রণ, চিত্র প্রদর্শনী এবং চলচ্চিত্রের মাধ্যমে সংরক্ষণ করেছি। এইভাবে, আমি আশা করছি আফ্রিকার বিজ্ঞানের অর্জন নিয়ে গর্ব করার অনুভূতি সৃষ্টি করতে এবং বিজ্ঞানের সাথে জনসাধারণের সম্পর্ক বৃদ্ধি করতে।

পাখির খাঁচায় আফ্রিকার গবেষণা? 

প্রধান ধারার গণমাধ্যমে আফ্রিকার বিজ্ঞানের সংবাদ যখন আসে, সেটি সাধারণত পরিবেশগত কর্মসূচী, গণস্বাস্থ্য অথবা ভিনদেশীয় প্রাণী নিয়ে গবেষণা সম্পর্কিত হয়ে থাকে। একটি আদর্শ উদাহরণ হচ্ছে সাম্প্রতিককালে গবেষণা প্রবন্ধে প্রকাশিত মাদাগাস্কারে স্ত্রী ধূসর মাউস লেমুরএর যৌন আচরণ অনলাইন মিডিয়ায় বহুলভাবে প্রচারিত হয়েছে। সাধারণ পাঠকদের দৃষ্টি আকর্ষণের জন্য এটির শিরোনাম ছিল “স্ত্রীর নিয়ন্ত্রণে অপরিচ্ছন্ন স্তন্যপায়ীর মূল্যবান সেক্স”।

এটি প্রকাশের পরে, এই গবেষণা থেকে প্রজাতির টিকে থাকার কৌশল সম্পর্কে আকর্ষণীয় সারমর্ম যেমন সারা রিয়াডন সায়েন্স নাউ এ ব্যাখ্যা করেছেন:

দলগত সিদ্ধান্ত হচ্ছে, বহুগামী আচরণের মাধ্যমে স্ত্রী বিবর্তনের দিক থেকে কিছু অজ্ঞাত সুবিধা পেয়ে থাকে অথবা শুধুমাত্র বিনোদনের জন্য এটি করে থাকে।

অন্যান্য বিষয়ে আফ্রিকার বিজ্ঞান ও প্রকৌশল আরও বেশী অবদান রাখছে। ব্লগ আফ্রিকাগেজেট নির্দিষ্ট সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রকৌশল বিষয়ে বিশেষভাবে উল্লেখ করেছে। এইজাতীয় একটি প্রকল্প হচ্ছে কেনিয়ায় বায়োগ্যাস প্রকল্প স্থাপন।

পলা কেহামবা বর্ণনা করেছেন কিভাবে পিকি পিকি (কিসওহালিতে মোটর বাইক) দক্ষভাবে গোবর বিতরণে সাহায্য করে:

যে সমস্যাটি আমি মোকাবেলা করেছি তা আশেপাশের অনেক জাতিগোষ্ঠীর মধ্যে দেখেছি, আমরা বাসা ভাড়া করেছি কিন্তু আমাদের কোন গবাদি পশু নাই। কিন্তু আমাদের চারপাশে অসংখ্য গবাদি পশুর খামার আছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দ্রুত ও দক্ষভাবে বর্জ্য অপসারণের সমাধান নিয়ে ডমিনিক এগিয়ে এসেছে।

আফ্রিকামাট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার বিজ্ঞান ও তার উদ্ভাবকদের সম্পূর্ণ ইতিহাস লিপিবদ্ধ করা। আরও সুস্পষ্টভাবে, উল্লেখ করা হয়েছে [ফরাসী]:

Notre démarche vise donc essentiellement à démontrer qu’il est profondément arbitraire d’exclure systématiquement l’Afrique noire de l’historiographie universelle lorsqu’il est question des sciences

বিশ্বের বিজ্ঞানের ইতিহাস থেকে গভীরভাবে নির্বিচার থেকে বিধিবদ্ধভাবে কালো আফ্রিকা বাদ দেওয়ার প্রক্রিয়া প্রদর্শন করা আমাদের লক্ষ্য।

এই ভিডিওতে, ইউটিউব ব্যবহারকারী হোয়াইট আফ্রিকান ঘানার প্রকৌশলী কিলিয়ান ডেকু কর্তৃক উদ্ভাবিত পানিতে ক্লোরিনের পরিমাণ নির্ধারণের যন্ত্র প্রদর্শন করছে:

উন্মুক্ত প্রকাশনা

মাদাগাস্কারের মানুষের চেয়ে লেমুর নিয়ে অনেক শিরোনাম হয়েছে। তদুপরি, এটি অনুল্লেখ করা ঠিক নয় যে বিজ্ঞান ব্লগিং গোষ্ঠী কাজ শুরু করেছে। বেশ কিছু প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশের বৈজ্ঞানিক সম্পদ সংগ্রহ করা ও তা জনগণের কাছে সহজ প্রাপ্য করা।

এনজ রাকোটোমালালা থেসে মালাগাছে অঁ লিনে[mg] ওয়েবসাইটের উদ্দেশ্য বর্ণনা করেছেন:

Ho hitanao eto ireo vokam-pikarohana tontosa teto amin'ny firenentsika nanomboka tamin'ny taona 2002.

এই ওয়েবসাইটে, ২০০২ থেকে প্রকাশিত সকল থিসিস ও গবেষণাপত্র আপনি খুঁজতে সক্ষম হবেন।

বিজ্ঞানী সম্প্রদায়ের ব্লগ আমারবিজ্ঞানকর্ম এর উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানীদের মাঝে আদান প্রদানের সংস্কৃতি গড়ে তোলা [ফরাসী]:

Pour construire la culture scientifique de demain, la science doit devenir toujours plus multidisciplinaire. Elle doit s’adresser aux amateurs de science, au public, aux professionnels de la recherche [..] En 2011, nous avons publié les textes d’étudiants en informatique des pays d’Afrique du Nord, de chercheurs en communication d’université belge, de doctorants en neurosciences, en agronomie, d’exobiologistes de renom [..] Parce que nous croyons que la culture générale doit inclure les savoirs scientifiques, nous vous remercions chaleureusement. Faites passer le message : « partager c’est vivre ».

আগামী দিনের প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কৃতি গঠনের লক্ষ্যে, বিজ্ঞানকে বহুমুখী করার জন্য সংগ্রাম করতে হবে। এটি অবশ্যই বিজ্ঞান মনস্ক, সাধারণ জনগণ, গবেষক বিজ্ঞানীদের কাছে সহজ প্রাপ্য হতে হবে[..] ২০১১ সালে, আমরা স্বনামধন্য বেলজিয়ান গবেষকদের সাথে যোগাযোগের ভিত্তিতে, উত্তর আফ্রিকার দেশগুলো থেকে তথ্য প্রযুক্তির উপর এবং পিএইচডি ছাত্রদের নিকট হতে স্নায়ুবিজ্ঞান, কৃষিতত্ত্ব এবং এক্সোবায়োলজির উপর প্রবন্ধ প্রকাশ করি [..] আমরা এটি করেছি কারণ আমরা বিশ্বাস করি সাধারণ জ্ঞান বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করে এবং পঠনের জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে প্রচার করুন “বিতরণই জীবন”।

আফ্রিকার সুপরিচিত একজন বিজ্ঞানী, কাইখ আন্টা দিওফ এর মতে, আফ্রিকামাটে বর্ণিত [ফরাসী] আফ্রিকায় বিজ্ঞান নিয়ে সর্বশেষ কথা হচ্ছে:

En attendant, les spécialistes africains doivent prendre des mesures conservatoires. Il s’agit d’être apte à découvrir une vérité scientifique par ses propres moyens en se passant de l’approbation d’autrui, de savoir conserver son autonomie intellectuelle

একইসঙ্গে, আফ্রিকার বিশেষজ্ঞরা অবশ্যই যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের মেধা স্বত্ব স্বশাসন রক্ষার জন্য, অন্যের অনুমোদন ছাড়াই এবং আমাদের নিজেদের দ্বারাই বৈজ্ঞানিক তথ্যানুসন্ধানে সক্ষম হতে হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .