- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি আরব: নায়েফের মৃত্যুতে প্রতিক্রিয়া

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, আন্তর্জাতিক সম্পর্ক, তাজা খবর, নাগরিক মাধ্যম, রাজনীতি, সরকার

সৌদি আরবের সিংহাসনের উত্তরাধিকারী এবং স্বরাষ্ট্র মন্ত্রী যুবরাজ নায়েফ বিন আবদুলআজিজ আল সাউদ, যার বয়স হয়েছিল ৭৮ বছর, তাকে আজ মৃত ঘোষণা করা হয়েছে। নেট নাগরিকরা এই সংবাদে তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

মিশরীয় ব্লগার মাহমোদ সালেম উল্লেখ করেছে:

@স্যান্ডমাঙ্কি [1]: এই অঞ্চলে, মিশরের নির্বাচনের চেয়েও যুবরাজ নায়েফর মৃত্যু অনেক বেশী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সৌদিতে যে ক্ষমতার খেলা চলছে তা এখন ব্যাপক।

তিনি এর সাথে যোগ করেছেন:

@@স্যান্ডমাঙ্কি [2]: দারুণ। সৌদি আরব এখন অনুবাদ সঙ্কটে ভুগবে। তবেও আমি ঠিক নিশ্চিত নই যে সৌদি নাগরিকরা কি এই চিন্তায় বেদনার্ত যে নায়েফ তাদের শাসন করতে পারবে না।

মৌরতানিয়ার নাগরিক নাসের ওয়েড্ড্যাডি মন্তব্য করেছেন :

@ওয়েড্ড্যাডি [3]: সিংহাসানের উত্তরাধিকারী যুবরাজ নায়েফ পশ্চিমের দ্বৈততার মাঝে নিজেকে আবদ্ধ করে ফেলেছিল, তিনি সন্ত্রাসবাদীদের প্রতি কঠিন অবস্থান গ্রহণ ছিলেন, যাদের তিনি সৃষ্টি করেছিলেন, তাদের তিনি অর্থ প্রদান করতেন এবং ভালবাসতেন, আবার মানবাধিকারের প্রতি তিনি ছিলেন কঠোর। # সৌদি

এবং চাথাম হাউজের, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক উর্ধ্বতন গবেষক, জেন কিননিনমোন্ট উল্লেখ করেছেন:

@জেনকিননিনমোন্ট [4]: যুবরাজ নায়েফ বাহারাইন এবং ইয়েমেন বিষয়ক সৌদি নীতির চালিকা শক্তি ছিলেন। (সৌদি আরবের প্রতিবেশী হিসেবে, এই দুটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়াবলী আংশিকভাবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে)।

ভদ্রমহিলা এর সাথে যোগ করেন:

@জেনকিননিনমোন্ট [5]: সৌদি নীতিতে দ্রুত কোন পরিবর্তনের আশা করবেন না; এটা এক ধরনের সতর্কতা, এই সব নীতি পারিবারিক চৈতন্যে দ্বারা নির্মিত এবং এই বিষয়ে এখনো অনেক কঠিন বাস্তবতা রয়েছে। দয়া করে তা উপলব্ধি করুন।

সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সুলতান আল কাসেমি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন:

@সুলতানআলকাসেমি [6]: ২০১১ সালের অক্টোবরে যুবরাজ সুলতানের মৃত্যুর পর, নায়েফ হচ্ছে সিংহাসনের উত্তরাধিকারী দ্বিতীয় যুবরাজ যিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলেন।

এবং আমজাদ সালিম রসিকতা করেছেন:

@কর্পোরেটসুফি [7]: মনে হচ্ছে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ হবার মাঝে কিছু পেশাদারী সমস্যা রয়েছে। দ্বিতীয় মৃত্যুর আগে হয়ত সে দ্বিতীয়বার চিন্তা করবে।

এদিকে রাজা আসলান টুইট করেছে :

@রেজাআসলান [8]: মনে হচ্ছে সৃষ্টিকর্তা # সৌদিআরবের সম্ভাব্য বাদশা হিসেবে নায়েফকে খারিজ করে দিয়েছে, উগ্র মনোভাবাপন্ন সিংহাসনের উত্তরাধিকারী সৌদি যুবরাজ গতকাল মৃত্যুবরণ করেছেন।