তুর্কমেনেস্তান: রুশ মোবাইল কোম্পানির ফিরে আসা রাষ্ট্রীয় মোবাইল কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব খর্ব করবে

মে মাসের শুরুতে রাষ্ট্রপতি গুরবানগুলি বেরদিমুহামেদভ-এর এক মৌখিক চুক্তির ঘোষণা সম্বন্ধে জানার পর তুর্কমেনিস্তানের নাগরিক উত্তেজিত হয়ে পড়ে, এই চুক্তি অনুসারে জনপ্রিয় রুশ মোবাইল কোম্পানি এমটিএস শীঘ্রই আবার তুর্কমেনিস্তানে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তুর্কমেনিস্তান সরকার কোন ধরনের ব্যাখ্যা প্রদান ছাড়াই ২০১০ সালে কোম্পানিটি বন্ধ করে দেয়।

২০০৫ সালে এমটিএস তুর্কমেনিস্তানের বাজারে প্রবেশ করে, যখন সে দেশটির কার্যক্রম পরিচালনা করা এক আমেরিকান মোবাইল কোম্পানী কিনে নেয়, যা ছিল সেদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন পরিচালনা করা কোম্পানী। শীঘ্রই রুশ কোম্পানিটি তুর্কমেনিস্তানের সবচেয়ে বড় এবং সফল মোবাইল ফোন পরিচালনা করা কোম্পানিতে পরিণত হয়। কোম্পানির ব্যবসা বৃদ্ধি পায় এবং তারা দেশটির মোবাইল মার্কেটের ৮৫ শতাংশ শেয়ার অর্জন করে, আর ২০১০ সালে তাদের মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ২০ লক্ষ ৪০ হাজারে পরিণত হয় [রুশ ভাষায়]।

এর বিপরীতে, তুর্কমেনিস্তানের সরকারের নিজস্ব মোবাইলে কোম্পানী আলটাইয়ান আসইয়ার–এর ২০১১-এর শুরুতে গ্রাহক সংখ্যা ছিল ৫০০,০০০ জন। দেশটিতে এমটিএস-এর সেবা অত্যন্ত জনপ্রিয় ছিল কারণ এই কোম্পানী তাদের গ্রাহকদের মোবাইলে ওয়েব উপাদান সহ মোবাইল সেবা প্রদান করতে, যার মধ্যে সামাজিক প্রচার মাধ্যমেও অর্ন্তভুক্ত ছিল, যা কিনা সরকারিভাবে ইন্টারনেট সরবরাহকারী কোম্পানীসমূহে নিষিদ্ধ। যার ফলে, এমটিএস মোবাইল কোম্পানি তুর্কমেনিস্তানের অনেকে নাগরিকের কাছে “বিশ্বের জানলা হিসেবে বিবেচিত হয়”।

Cell phone by Johnathan Lyman (CC BY-NC-ND 2.0)

মোবাইল ফোন, ছবি জোনাথন লেইম্যানের (সিসি বাই-এনসি-এনডি-২.০)

তবে তুর্কমেনিস্তানের যোগাযোগমন্ত্রী ডিসেম্বর ২০১০-এ এমটিএস–এর লাইসেন্স বাতিল করে দেয়, আর এর জন্য কোন কারণ প্রদান করা হয়নি। এই সেবা প্রত্যাহার করে নেওয়ার ঘটনা দেশের অর্ধেক জনগোষ্ঠী, প্রায় ৫০ লক্ষ নাগরিকের ক্ষেত্রে প্রভাব ফেলে। যার ফলে তেমন বিকল্প না থাকা বেশীর নাগরিক আলটাইয়ান আসইয়ার-এর সেবা নিতে বাধ্য হয়। প্রাক্তন এমটিএস-এর গ্রাহকরা রাষ্ট্র পরিচালিত এই কোম্পানীতে যুক্ত হবার সাথে সাথে কোম্পানির সেবা প্রদানে ব্যাপক বিঘ্নের সৃষ্টি হয়, কারণ কোম্পানির কাঠামো এর জন্য প্রস্তুত ছিল না।

এটি কোন বিস্ময়কর বিষয় নয় যে এমটিএস-এর পুনরায় কার্যক্রম শুরুর সংবাদ, নেট নাগরিকরা উষ্ণতার সাথে স্বাগত জানিয়েছে।

তুর্কমেনিস্তানে এমটিএস-এর ফিরে আসা বিষয়ক আসগাবাত.নেট-এর সংবাদের নীচে ডোম কুহনাইয়া মন্তব্য করেছে [রুশ ভাষায়]:

Ураааааааа! Поздравляю! Будет конкуренция – будет нормальная связь!

হুররে! অভিনন্দন! [মোবাইল কোম্পানির] মাঝে প্রতিযোগিতা বেড়ে যাওয়া মানে আরও মোবাইল সংযোগের বৃদ্ধি।

আরেকজন পাঠিক আনাসতাসিয়া-এর সাথে যোগ করেছে [রুশ ভাষায়]:

Супер новость, еще бы они вернули нам наши старые номера.

এটা একটা দরুন সুন্দর সংবাদ! এমনকি বিষয়টি আরো ভালো হবে, যদি তারা আমাদেরকে আগের পুরোনো নাম্বার ফিরিয়ে দেয়।

কুরতয় এই সংবাদের তেমন একটা উৎসাহী নয়, সে পরিহাসক্রমে লিখেছে [রুশ ভাষায়]:

Вау, воры возвращаются!

ওয়াও! চোরেরা আবার ফিরে আসছে!

ভ্লাদিমির যার উত্তর প্রদান করেছে [রুশ ভাষায়]:

Какая разница воруют они или нет[?] вы думаете Алтын асыр не ворует[?] да все и везде воруют. Да и не знаю остались ещё честные люди.

তারা চুরি করেছে কি করেনি, কেন তা একটি বিষয়ে পরিণত হয়েছে। আপনি কি মনে করেন আলটাইয়ান আসইয়ার চুরি করেনি? সকলে চুরি করেছে! সন্দেহ আছে, যে আদৌও আর কোন সৎ নাগরিক অবশিষ্ট আছে কিনা।

লেয়লা এক ছাত্রী, যে কিনা বিদেশে পড়াশুনা করছে, সে এভাবে উপসংহার টেনেছে [রুশ ভাষায়]:

Наконец я смогу поговорить с родственниками.В Туркмении,что сотовая связь,что АТС г…о.

অবশেষে বাবা মা সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমার একটা সুযোগ তৈরী হল। তুর্কমেনিস্তানের বর্তমান মোবাইল এবং টেলিফোন সেবা ব্যবস্থা সব কিছু শুষে নেয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .