- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইয়েমেন: শেখ, নারী এবং নিউ ইয়র্ক টাইমস

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইয়েমেন, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, মানবাধিকার, লিঙ্গ ও নারী

আমাদের এ পোস্টটি ইয়েমেন প্রতিবাদ ২০১১ [1]- সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ

গত বছর ইয়েমেনি মহিলারা [2] তাঁদের দেশের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক মিছিলের অগ্রভাগে তাঁরা ছিলেন এবং অধিকার আদায়ে তাঁরা সাহসিকতা ও অনমনীয়তার ভালো উদাহরণ সৃষ্টি করেছেন। আল ইসলা’র রাজনৈতিক দলের সদস্য শেখ হামিদ-আল-আহমার ইতোমধ্যে ইয়েমেনি বিপ্লবী নারীদের সম্পর্কে একটি আপত্তিকর বিবৃতি প্রদান করে নেটিজেনদের উস্কে দিয়েছেন। ২৩ মে  শিরোনামে নিউইয়র্ক টাইমসে “ইয়েমেনের একটি বড়  অংশ পরিবর্তনের জন্য  অধৈর্য হয়ে অপেক্ষা করছে” [3] মর্মে তিনি মন্তব্য করেন।

আপত্তিকর মন্তব্যটি ছিল:

কিন্তু যখন তাকে চত্বর সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি ধারালো গলায়  বলেন, “এটা ছিল খারাপ আচরণ। যা চত্বরকে ডিস্কোথেক – এ পরিণত করেছিল! মহিলারা তাঁদের পুরুষ বন্ধুদের নিয়ে  প্রেমিকের মত হাত ধরে সেখানে যেতে চাচ্ছিল। এটা ঠিক নয় এবং আমাদের ধর্ম বিরুদ্ধ।”

ইয়েমেন এর একজন সক্রিয়তাবাদী আতিয়াফ আলওয়াজির, শেখ এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেন। তিনি টুইট করেন:

@উইমেনফ্রমইয়েমেন [4]: নিউ ইয়র্ক টাইমসে দেওয়া বক্তব্যে বিপ্লবী মহিলাদের অপমানজনক কথা বলায় হামিদ আল-আহমার এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনার দাবি জানাই। #ইয়েমেন

বিশিষ্ট ও অভিজ্ঞ সক্রিয়তাবাদী সিসটারস আরব ফোরাম ফর হিউম্যান রাইটস (এস এ এফ) এর সভাপতি আমাল আলবাসা শেখ এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করে ব্লগ পোস্ট [5] করেন (আরবি )। তিনি লেখেন:

الجدير بالذكر أن الإساءة والتعريض بالثائرات اليمنيات في ساحات الثورة منذ إندلاعها في بداية العام الماضي ليس بالأمر الجديد علينا, إنما الجديد في الأمر الآن هو ان تأتي هذه المرة من طرف يقدم نفسه كثائر ومدافعاً وداعماً للثورة وساحاتها ومسيراتها برجالها ونسائها وهذا أقسى وأمر
গত বছরের শুরুতে বিপ্লব আরম্ভের সময় থেকেই ইয়েমেন চত্বরে বিপ্লবী নারীদের গালাগালি চলছে, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এখন নতুন হলো  এই যে  বিপ্লবী, প্রতিবাদী এবং   চত্বরের  নারী পুরুষের মিছিলের সঙ্গে – সমর্থক  বলে দাবীদার এমন কার নিকট থেকে পাওয়া এ ধরণের  মন্তব্য। এটা আরো কঠিন এবং আরও তিক্ত।

সামার নাসের আতঙ্কের সাথে টুইট করেন:

@সামারনাসের [6] : #ইয়েমেন: খারাপমুখী মহিলারা আমাদের ধর্মবিরুদ্ধ। এধরনের চিন্তা ভাবনা আমাদের ধর্মবিরুদ্ধ। কাজেই, (চলবে)

@সামারনাসের [6]: #ইয়েমেন: কাজেই, হামিদ যা বলেছেন তা ভিত্তিহীন এবং আমাদের ধর্মবিরুদ্ধ।

তিনি বিস্ময় প্রকাশ করেন:

@সামারনাসের [7]: আল-আহমারের বিবৃতির সময় বিশ্ব কোথায় ছিল @তাওয়াক্কালকার্মান?

লুয়াই আহমেদ রাগান্বিত হয়ে টুইট করেন:

@জাস্টলুয়াই  [8]: হামিদ আল-আহমারের দিকে পচা ডিম ছোঁড়া উচিত… ইটের মত ডিম।

সাম ওয়াদ্দাহ বলেন:

@সামওয়াদ্দাহ [9]: #ইয়েমেন এর সাহসী নারীরা সারা বিশ্বকে চমকে দিয়েছে সেখানে অর্বাচীন আল-আহমার এর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমাকে অপমানিত করেছে! বিরক্তিকর!

একই সন্ধ্যায় শেখ হামিদ আলআহমার এর [10] টুইটার একাউন্ট থেকে সেই বিবৃতির অস্বীকৃতি জানিয়ে টুইট করা হয়।

المكتب الإعلامي للشيخ حميد الأحمر ينفي صحة مانشر بصحيفة نيويورك تايمز —————————– أعرب… ‎http://fb.me/1FGZ11oxx [11]
শেখ হামিদ আলআহমার এর প্রেস অফিস থেকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিবৃতি অস্বীকার করা হয়…..

আফরাহ নাসের [12] নিউইয়র্ক টাইমস এর উদ্দেশে ইয়েমেনি নারীবাদী রাজনৈতিক কর্মী সারাহ জামাল [13]কে শেখ’এর বিবৃতির অস্বীকৃতির অনুবাদসহ একটি চিঠি  তাঁর ব্লগে পোস্ট [14] করেন।

সারাহ সন্মানিত প্রকাশনী থেকে প্রত্যুত্তর দাবি করেন:

আমরা সত্য জানার জন্য কেবলমাত্র নিউ ইয়র্ক টাইমস এর কল্যাণকামী সাংবাদিকদের সাহায্য আশা করছি । হামিদ আল-আহমার সেই সাক্ষাৎকারে ঠিক কি বলেছিলেন তা আমরা জানতে চাই। আমরা তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে যাচ্ছি, আমাদের থামানোর একমাত্র উপায় হলো তাঁর যদি কোন সাক্ষাতকারের রেকর্ডিং থাকে যা থেকে প্রমাণিত হয় যে তিনি যা বলেননি সে সব  তাঁর মন্তব্য হিসেবে ছাপা হয়েছে । আমি পূর্ণ বিশ্বাস নিয়ে আপনাদের উত্তরের আশা করছি। এই সংবাদপত্রটির সাথে আমি বেড়ে উঠেছি।

ইতোমধ্যে, মারওয়ান আলমুরাইসি নিউ ইয়র্ক টাইমস এর উদ্দেশে টুইট করেন:

@আলমুরাইসি [15]: প্রিয়@ নিউইয়র্ক টাইমস আপনারা কি দয়া করে সেই সাক্ষাত কারের অডিও রেকর্ড টি আমাদের সাথে শেয়ার করবেন? http://bit.ly/KI2jAz #ইয়েমেন

৩১ মে আতিয়াফ আল ওয়াজির টুইট করেন:

@উইমেনফ্রমইয়েমেন [16]: @নিউইয়র্কটাইমস আপনারা কি দয়া করে হামিদ আল-আহমার তার বক্তৃতার উদ্ধৃতির জালিয়াতি নিয়ে যে অভিযোগ করেছেন, সে সম্পর্কে এখানে (http://www.nytimes.com/2012/05/24/wor [3]) কিছু বলবেন #ইয়েমেন।

৪ঠা জুন তিনি আবার টুইট করেন:

@উইমেনফ্রমইয়েমেন [17]: @নিউইয়র্কটাইমস ইয়েমেনি বিপ্লবী নারীদের নিয়ে প্রকাশিত পূর্বের একটি আর্টিকেল  # ইয়েমেন এন্ড উওম্যান-এর অসংখ্য জিজ্ঞাসার কোন সাড়া দেয়নি।

একই দিন সারাহ জামাল টুইট করেন:

@সারাহ_ সানা [18]: #নিউইয়র্কটাইমস আপনারা দয়া করে #হামিদআলআহমার এর ভুল উদ্ধৃতির দাবি নিয়ে কিছু বলু্ন..

আফরাহ নাসের টুইট করেন:

@আফরাহনাসের [19]: @নিউইয়র্কটাইমস খ্যাতির বিড়ম্বনায় আছে। তারা যে উদ্ধৃতি প্রকাশ করেছে হামিদ আল-আহমার তা অস্বীকার করেছেন। #ইয়েমেন

৪ মার্চ সানাতে ইয়েমেনি নারীদের ভূমিকাকে সম্মান প্রদর্শন করে মিছিল করা হয়। মিছিলে মহিলাদের প্রতি অবিচারের নিন্দা জানানো হয় শেখ হামিদ আলআহমার এর কাছ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করা হয় এবং নিউইয়র্ক টাইমস কে বিষয়টি পরিষ্কার করতে বলা হয় । (আহরারতাগীর১ [20]ভিডিও পোস্ট করেন)

http://www.youtube.com/watch?v=WRdP7vH3nQM&feature=youtu.be

আমি নিচের টুইট করেছি:

@নুনএরাবিয়া [21]: নিউইয়র্ক টাইমসের নেয়া শেখ হামিদ আল-আহমার এর সাক্ষাতকারের অডিও রেকর্ডিং  এর জন্য আমরা অপেক্ষা করছি এবং উভয়পক্ষ থেকেই খুব শীঘ্রই ক্ষমাপ্রার্থনার জন্য আমরা অপেক্ষা করছি। # উওম্যান অব # ইয়েমেন

এই পোস্ট লেখা পর্যন্ত প্রতিষ্ঠিত প্রকাশনীটি ইয়েমেনি সক্রিয়তাবাদীদের বিষয়টি স্পষ্ট করার দাবি এড়িয়ে গেছে।

আমাদের এ পোস্টটি ইয়েমেন প্রতিবাদ ২০১১ [1]- সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ