সৌদি আরব : “অন্তরীণদের মুক্ত কর অথবা বিচারের সম্মুখীন কর!”

সৌদি রাজবন্দীদের পরিবারের সদস্যরা গত রাতে (৬ জুন ২০১২) রাজধানী রিয়াদের দুইটি শপিং সেন্টারে তাদের স্বজনদের মুক্তি অথবা বিচারের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভটি শহরের অন্যতম জনবহুল এলাকার সাহারা মল এবং হায়াত মল এ অনুষ্ঠিত হয়, সব বয়সের নারী পুরুষ এতে অংশগ্রহণ করে তাঁদের স্বজনদের মুক্তি দাবি করেন। এদের অনেককে কোন অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী করা হয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দেন “বন্দীদের মুক্ত কর”, যা মহানবী মোহাম্মদ (সাঃ) এর একটি হাদিস

নেটিজেনরা খবরটি কভার করছেন এবং টুইটার ও ইউটিউবে আমাদের আপডেট  জানিয়েছেন।

এখানে এসফ্রি আরব এর একটি ভিডিও আছে যা ফটোগ্রাফ এবং ভিডিও দৃশ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে :

টুইটারে সৌদিরা তাঁদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে কি ঘটছে তার বিবরন দিয়েছেন। নিচে তাঁদের কিছু  মন্তব্য উপস্থাপন করা হল :

@সাউতালসাবএফ#مظاهرات_صحارى_مول‬ اي امه نحن بدل ان نكرم مجاهديننا نعتقلهم ؟؟ الهاذا الحد وصلنا
আমরা কি ধরনের জাতি? আমাদের যোদ্ধাদের পুরস্কৃত করার পরিবর্তে আমরা বন্দী করছি?
 @আলতামিমি১৪ ঃ#مظاهرات_صحارى_مول‬ ‎‫#رجب16‬ طوال عمري مقتنع بأن ‎‫#المظاهرات‬ لا تسمن ولا تغني من جوع! بل تزيد الطين بلّه! سواء بالسعودية أو أي دولة بالعالم!
আমি সবসময় বলি যে প্রতিবাদ অনর্থক, তাঁরা জিনিসটা আরো খারাপ করছে সৌদি কিংবা অন্য কোন দেশে!
 @ফ্রিডম৭০০৭
‎‫#مظاهرات_صحارى_مول‬ ‎‫#رجب16‬ تجمع ناجح وتنظيم سريع ومكان موفق ونقل جيد للحدث. مالم يفك عشرات الألاف من علماء وشباب الأمة فإن الأمور ستزداد حدة~
ভাল, সুসংগঠিত, নিখুঁত অবস্থান এবং উত্তম প্রচার। যদি হাজার হাজার পণ্ডিত ও তরুণ তরুণীর মুক্তি না হয়, তাহলে এটা আরো খারাপ হবে।
 @ জউডি৯২_#مظاهرات_حياة_مول‬ ‎‫#مظاهرات_صحارى_مول‬ مريضين جداً يا جعلهم يمسكونكم واحد ورى الثاني و معد تشوفون أهاليكم لهدّرجه الدنيا فوضى ؟ و في سوق ؟
অসুস্থ মানুষ!! তাঁরা কি তাঁদের সবাইকে বন্দী করতে পারেন! তাঁরা কি তাঁদের পরিবারকে কখনই দেখতে পারবে না! এটা বিশৃঙ্খলা ! একটি শপিং মলে ? সত্যি সত্যি ?
@জোজো২জোজো #مظاهرات_صحارى_مول‬ ماذا تقولون عن أطفالي عندما داهمونا المباحث وزوجي مقيد أمامهم واختطفوه وهل هذا من الأمن !! وهذا من اقل ما يفعلون
আপনি আমার বাচ্চাদের কি বলবেন যখন তাদের চোখের সামনে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে!! এটা কে কি আপনি নিরাপদ বলতে পারেন? অন্তত আমরা বন্দীদের জন্য এছাড়া আর কিই বা করতে পারি।
বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এরকম কিছু খবর সৌদী জিনস তার ব্লগে পোস্ট করেছেন।

আহমেদ আল ওমরান লিখেছেন:

মোহাম্মাদ আল-আবদুল আজিজ টুইটারে বলেন, তাঁর ভাই এবং তাঁর ভাইয়ের পরিবার (স্ত্রী ও তিন সন্তান) কে গ্রেপ্তার করা হয়েছে।  বলা হয় আরো মানুষ গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মাদ আল-আবদুল আজিজ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার বিষয়ে টুইট করেন:

@এমএইচ ডি _ এস: @ ইবিথাল মুবারক أخي وزوجته وأولاده الثلاثة .. ولا أعرف أحد غيرهم وبالتأكيد هناك آخرين
আমার ভাই, তাঁর স্ত্রী ও তিনজন বাচ্চা… আমি অন্যদের সম্পর্কে অবগত নই কিন্তু আমি নিশ্চিত তাঁরা সংখ্যায় অনেক।

অন্যান্য টুইটার ব্যবহারকারীরা আরো গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

@ আই আর_৮৮
ممن اعتقل هذا اليوم عبد الله عبد الرحمن العيدان ، هيلة عبد الله العيدان وخادمتها ، إلهي كن لهم واحفظهم بحفظك ومن معهم جميعًا ‎‫#رجب16‬
আজ গ্রেপ্তার হয়েছেন: আবদুল্লাহ আবদুল রহমান আলেদান, হাইলা আবদুল্লাহ আলেইদিন এবং তাঁর পরিচারিকা.. আল্লাহ তাঁদের নিরাপদে রাখুন।

সকাল চারটায়, মোহাম্মাদ আল-আবদুল আজিজ ঘোষণা করেন:

@এমএইচ ডি _ এস: بخصوص النساء والأطفال يبدو أنه سيفرج عنهم قريباً (أقل من ساعة) ومن ضمنهم زوجة أخي وأولاده
আমার ভাইয়ের স্ত্রী ও তাঁদের সন্তানসহ মহিলা ও বাচ্চাদের আপাততঃ  তাঁরা মুক্তি দেবে(এক ঘন্টার মধ্যেই)

সকাল ৬টায় আর একটা আপডেট পাওয়া যায়:

@এমএইচ ডি _ এস: جميع النساء فقط بانتظار كفالة أهاليهن .. الرجال لست متأكد لكن بالنسبة لأخي سيخرج بإذن الله اليوم أو غداً حسب كلام الضابط ..
সকল মহিলা তাদের পরিবারের লোকদের জামিনের জন্য অপেক্ষা করছে। পুরুষদের ব্যাপারে আমি নিশ্চিত নই। অফিসার আমাকে বলেছেন আজ কালের মধ্যেই আমার ভাইকে ছেড়ে দেবে।

পরিশেষে ফাতিমা আল হাসীব বলেন:

@ফালহাসিব : بس كذا؟ بكل بساطة تجون وتضفونهم كلهم؟‎‫#مظاهرات_صحارى_مول‬ ‎‫#مظاهرات_حياة_مول‬
ঠিক এরকম? আসুন এবং প্রত্যেককে গ্রেপ্তার করুন!!

সৌদি বন্দীদের সম্পর্কে আরো জানতে @ সৌদি ডিটেনীজ এর টুইটার একাউন্ট দেখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .