আইভরি কোস্টঃ জাতীয় ফুটবল দলের ম্যানেজার পরিবর্তন নিয়ে বিতর্ক

[ উল্লেখ ছাড়া সকল লিঙ্ক ফরাসী ভাষার]

সোমবার, ২৮ মে, ২০১২ তারিখে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ বা ফিফ) জাতীয় ফুটবল দলের প্রধানের পদে এক পরিবর্তনের কথা ঘোষণা প্রদান করে:

La Fédération Ivoirienne de Football informe de ce que, à partir de ce jour, Monsieur Sabri LAMOUCHI est nommé Sélectionneur et Entraîneur de l’Equipe nationale A, en remplacement de Monsieur François ZAHOUI.

ফিফ আমাদের জানাচ্ছে যে আজ থেকে সাবরি লামোচি জাতীয় এ দলের কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। তিনি ফ্রাসোয়া জাহুই-এর স্থলাভিসিক্ত হবেন।

আইভরি কোস্টের জাতীয় ফুটবল দলের নতুন কোচের সাথে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে সাবরি লোমোচি এবং দিদিয়ের দ্রগবা।

এই ঘোষণা আইভরি কোস্টের সংবাদপত্র এবং একই সাথে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সাইরিয়াক গাবোগু তার ব্লগে বিস্ময় প্রকাশ করেছে:

Pourquoi Zahoui François a t-il été limogé?

কেন ফ্রাসোয়া জাহুইকে বরখাস্ত করা হল?

ফ্রাসোয়া জাহুই-কে ফিরিয়ে আনার দাবীতে ফেসবুকে একটি পাতা তৈরী করা হয়েছে। একই ভাবে, এমন কি লামোচি দিনের আলো দেখার আগে “লামোচিকে না বলুন” নামে ইন্টারনেটে একটি দরখাস্ত প্রদান করা হয়। বাম্বা মোউসা ইন্টারনেটের ব্যবহারকারীদের এই দরখাস্ত পাঠের আহ্বান জানাচ্ছে:

@Be_hem: Si toi aussi tu n'aime pas les foutaises de la FIF http://fb.me/1sROmb5Uw 

@ বি_ হেম : @বি_ হেম: এমনকি আপনিও ফিফ-এর এই উল্টাপাল্টা কাজ পছন্দ করবেন না http://fb.me/1sROmb5Uw 

টুইটারে আসা মন্তব্যসমূহ খুব একটা সহনশীল ছিল না। আইভরি কোস্টের নাগরিকরা বোঝার চেষ্টা করেছে কেন ফিফ, জাহুইকে পাল্টে একজন কম অভিজ্ঞ ম্যানেজারকে নিয়োগ প্রদান করল, যেমনটা ক্রিস্টিয়ান রোল্যান্ড–এর টুইটারে দেখা যাচ্ছে:

@chroland: @ConstyBlack  @macmady mieux vaut un #zahoui‬ qui a des resultats qu'un lamouchi qui viens se faire la main

@সিএইচরোল্যান্ড: @কনোস্টিব্লাক  @মাসিমেডি অনভিজ্ঞ লামোচির চেয়ে জাহুই উত্তম, যে কিনা সফলতা প্রাপ্ত হয়েছিল #জাহুই।

যদিও কেউ কেউ বিশ্বাস করে যে জাহুইকে অপসারণ করার প্রয়োজন ছিল, তবে লামোচিকে বেছে নেওয়ার ক্ষেত্রে খুব কম লোকেরই অনুমোদন রয়েছে,যেমন উদাহরণ হিসেবে বলা যায় @কাদেটিয়ান-এর কথা:

@Kadotien: @Lord225 je suis contre lamouchi sans etre pour Zahui. Zahui c syndrome domenech lamouchi c Zero #civ2010‬

@কাদোটিয়ান: @লর্ড ২২৫ আমি জাহুই ছাড়া লামোচির বিপক্ষে। জাহুইর ক্ষেত্রে ডমেনেখ-এর লক্ষণ দেখা যাচ্ছে। লামোচির ক্ষেত্রে কিছুই ঘটবে না। # সিআইভি ২০১০।

অথবা @জাস্টিস, যে অভিযোগ করছে:

@Justice: Alors qu'il n'a aucune expérience comme entraîneur, Sabri Lamouchi succède à François Zahoui à la tête de la #civ2010 ‬http://www.lequipe.fr/Football/Actua …

@জাস্টিস:যদিও ম্যানেজার হিসেবে সাবরি লোমাচির কোন সাফল্য নেই, তারপরেও ফ্রাসোয়া জাহুই-এর উত্তরসুরি হিসেবে সে আইভরি কোস্ট ফুটবল দলের প্রধান হয়েছে # সিআইভি২০১০

এই ভিডিও, হস্তি নামে পরিচিত আইভরি কোস্ট ফুটবল দলের সাথে ফ্রাসোয়া জাহুই-এর সম্পর্কচ্ছেদের সংবাদ প্রদান করছে:

ধারাবাহিক ভাবে অভিযোগ আসছে, এই ধরনের এক অভিযোগে লর্ড ২২৫, ফিফ-এর এই অবিবেচনা প্রসূত ম্যানেজার পরিবর্তনের নিন্দা করেছে:

On ne construit pas une équipe forte en remplaçant l'entraîneur après chaque compétition #civ2010‬ #foot‬ #zahoui‬

প্রতিটি প্রতিযোগিতার পরে ম্যানেজার বদল করে আপনারা কোন শক্তিশালী দল গঠন করতে পারেন না। #সিআইভি২০১০ #ফুট #জাহুই।

আর আন্তোনিও মিয়ান-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, সে এই চিন্তার পেছনের কারণ বুঝে উঠতে পারছে না:

@Mianseh: Je n ‘arrive pas à suivre la logique de la #FIF‬ RT @FernandDdeh @djiboua7 Zahoui a été remplacé par Sabri Lamouchi à la tête des Eléphants.

@মিয়ানেশহ:আমি #ফিফ-এর এই কাজের যুক্তি খুছে পাচ্ছি না, আরটি@ @ফার্নানডেডহ@ ডিজিবুয়া৭, সাবরি লামোচিকে হস্তিদের প্রধান হিসেবে জাহুই-এর স্থলাভিসিক্ত করা হয়েছে।

যখন এই লেখাটি লেখা হচ্ছিল, তখন এই বিষয়ে প্রতিক্রিয়ার পর প্রতিক্রিয়া আসছিল এবং ফিফের নিজস্ব ওয়েবসাইটের পাতায় যেখানে এই পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে, সেখানে ক্ষুব্ধ মন্তব্য করার ঘটনা এখনো চলছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .