বেলারুশ, রাশিয়াঃ জনগণের সাথে বিক্রির জন্য একটি অনলাইন দাতব্য নিলাম

দাতব্য বিশ্বে আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে নিলামের ধারণা নতুন কিছু নয় – চিত্রকর্ম থেকে অভিজাত ভ্রমণ এভাবে বিক্রয় করা হয়। মাঝে মাঝে মানুষের জন্য বাজারও থাকেঃ তারকাদের সাথে নৈশভোজ এবং বিজনেস-ব্রেকফাস্ট নিলামের হাতুড়ি দ্বারা বিক্রয় হয়। উদাহরণস্বরূপ, ওয়ারেন বাফেট ২০০০ সাল থেকে তার সাথে মধ্যাহ্নভোজের জন্য নিলাম করছেন। সাম্প্রতিকতম(২০১১) উন্মুক্ত নিলামে ২,৬২৬,৪১১ ডলারে [রুশ ভাষায়] ইবেতে এটি বিক্রি হয়েছে। কিন্তু সেরকম বিনোদনে সবার সামর্থ্য নেই।

একটি বেলারুশিয়ান প্রকল্প মা সেন্স [রুশ ভাষায়], দুই ধরণের মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে, যার নিয়ম হল, দাতব্যের সাথে জড়িত না থাকা, অনলাইন সামাজিক নেটওয়ার্কের তরুণ সদস্য না হওয়া এবং ডেটিং সাইটগুলোর ভক্ত না হওয়া। সংক্ষেপে, মা সেন্স একটি দাতব্য নিলাম-ঘর এবং একটি ডেটিং সাইট। আগ্রহী যে কেউ আসতে পারেন এবং ‘লট’ হিসেবে নিবন্ধন করতে পারেন, সর্বোচ্চ নিলামকারীর সাথে কফি বা ভ্রমণে যাওয়ার প্রস্তাব দিতে পারেন। প্রস্তাবটি যার পছন্দ হবে তিনি সেই ‘লট’ নিলাম করতে পারেন এবং কিনতে পারেন। এটি চালু হওয়ার চার মাসের মধ্যে ১১,২০০ মানুষ এই প্রকল্পে নিবন্ধন করে ৪৫০,০০০ রুবলেরও(১৪,০০০ মার্কিন ডলার) বেশি অর্থ তুলেছে। সাধারণ ডেট ছাড়াও, সেখানে ব্যবসা মিটিং, এবং এমনকি ‘অভিজাত লটস’ (তারকা ও ব্যবসায়ীদের সাথে) সাইটটিতে রয়েছে।

goodwillion.ru থেকে দৃশ্য, ২৯ মে ২০১২

goodwillion.ru থেকে দৃশ্য, ২৯ মে ২০১২।

দশ বছর ধরে ক্যান্সার আক্রান্ত শিশুদের সেবা প্রদানকারী দাতব্য প্রতিষ্ঠান নাসতেঙ্কা [রুশ ভাষায়] ডেট নিলাম সাইট গুডউইলিওনের [রুশ ভাষায়] সাথে নতুন অংশীদার হয়েছে। একটি ডেট থেকে বিক্রয়লব্ধ অর্থ ডায়না চেরবাদঝি ও আন্দ্রেওশি অনিকিয়েঙ্কোর চিকিৎসা ফান্ডে দেয়া হয়।

সবচেয়ে উত্তেজক নিলাম লটগুলোর [রুশ ভাষায়] একটি পাশা কিরিলফ এর অধীনে রেডিও ম্যাক্সিমাম ডিস্কজকি যিনি নিজের সাথে সাক্ষাৎ এবং সাথে রেডিও ম্যাক্সিমাম স্টুডিওতে তার সান্ধ্য অনুষ্ঠান ‘পাশকভ ও কিরিলভ’-এ সময় বিক্রয় করেন।

আপনি এখানে থেকে কি লাভ করবেন?

মানুষ একে অপরকে জানছে, ভালো সময় কাটাচ্ছে, এবং আনন্দদায়ক বিস্ময় উপভোগ করছে(এবং যে কোম্পানি ঐ কর্মসূচির অংশগ্রহণকারীদের উপহার দিতে আগ্রহী তারা অংশীদার হতে পারবে) – সবকিছু অসুস্থ শিশুদের সাহায্য করার মাধ্যমে। এতে সবার বোধোদয় হচ্ছে!

মূল এখানে প্রথম প্রকাশিত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .