গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সম্মেলন ২০১২: নাইরোবির জন্যে ক্ষণগণনা

আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, ক্যামেরুন, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কিউবা, ডেনমার্ক, মিশর, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ঘানা, গ্রিস, গুয়াতেমালা, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি আইভরি কোস্ট, জাপান, কেনিয়া, লেবানন, মেসিডোনিয়া মাদাগাস্কার, মালাওয়ি, মালয়শিয়া, মালি, মেক্সিকো, মলদোভা, মরক্কো, মোজাম্বিক, নেদারল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন্স, পোল্যান্ড, পর্তুগাল, পুয়ের্তো রিকো, রাশিয়া, সৌদি আরব, সেনেগাল, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাজিকিস্তান, তানজানিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তুরস্ক, ইউক্রেন, যুক্তরাজ্য, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ভেনেজুয়েলা।

আপনি উপরে যা দেখছেন, এগুলো হল ৭০টিও বেশি দেশ যারা এ বছরের গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

আগামী ২ জুলাই, ২০১২, পৃথিবীর চারটি কোণ হতে ২৫০ এর বেশি মানুষ গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সম্মেলন ২০১২ এর জন্য কেনিয়ার নাইরোবিতে একত্রিত হবে। বিশ্বে এত লোকের সমাগমের জন্য কিছু করণীয় আছে, আর এ জন্যে আমাদেরকে, ভিলনিয়াস, বামাকো, লা পাজ, কলকাতা এবং নেপিডো থেকে নাইরোবিতে লোকজনকে আনা, ভিসার আয়োজন করা, এবং, সবচেয়ে বড় কথা, সম্মেলন কর্মসূচি সঠিকভাবে পরিচালনা ও পরিমার্জন করার কাজ এই গত কয়েক মাসে করতে হয়েছে। এখন আবার পরিমার্জন করা হয়েছে।

নাইরোবি দিগবলয়, মিউতুয়া মাথেকার সৌজন্যে

নাইরোবি দিগবলয়, মিউতুয়া মাথেকার সৌজন্যে (অনুমতি ক্রমে ব্যবহৃত)

এ বছরের সম্মেলনের মূল বিষয়গুলো হলঃ

- গুগল সমর্থিত ব্রেকিং বর্ডার্স অ্যাওয়ার্ড কর্তৃক বিজয়ীর নাম ঘোষণা

- গ্লোবাল ভয়েসেসের সাংগঠনিক সভার সমান্তরালে সিটিজেন মিডিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষার কর্মশালা “ডিজিটাল মিডিয়া এবং ডিসরাপটিভ পাবলিকস

- ব্লগারস অ্যাসোসিয়েশন অফ কেনিয়ার সাম্প্রতিক ব্লগ অ্যাওয়ার্ড বিজয়ীসহ অসংখ্য কেনিয়ান ব্লগার, এবং আমাদের ব্লগ প্রতিযোগিতার বিজয়ীগণ

এ বছরের অনুষ্ঠানে পুরো আলোচনা হবে, বিষয়ভিত্তিক দলগত আলোচনা, উন্মুক্ত “অ-সম্মেলন” ধরণের বিভাগ ও হাতে কলমে প্রশিক্ষণের কর্মশালা। আমরা অনলাইন, প্রত্যক্ষ অংশগ্রহণের সুবিধা প্রদান করব এবং এ কাজের অংশ হিসেবে আমরা সভার ছবি, অনুবাদ, এবং জ্ঞান ও কথোপকথন প্রকাশ করব।

আপনি যদি নাইরোবিতে আমাদের সাথে যোগ দিতে চান, তাহলে এখনও সুযোগ রয়েছে। আপনি সম্মেলন ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে পারেন। আফ্রিকার বাইরে অংশগ্রহণকারীদের জন্য ৭৫ মার্কিন ডলার, কেনিয়ার বাইরে আফ্রিকার অংশগ্রহণকারীদের জন্য ৫০ মার্কিন ডলার, এবং কেনিয়ার অধিবাসীদের জন্য ২,৫০০ কেস

আপনি যদি আমাদের সাথে যোগ দিতে চাচ্ছেন কিন্তু পারছেন না, তাদের জন্য আমরা ২-৩ জুলাই এর কর্মসূচির অংশ প্রচার করব। গ্লোবাল ভয়েসেস কমিউনিটির ব্লগ আর্টিকেলগুলো এবং সম্মেলন ওয়েবসাইটে আমাদের বক্তাদের দেখতে থাকুন এবং টুইটারফেসবুকে আমাদের অনুসরণ করুন।

গ্লোবাল ভয়েসেস সিটিজেন মিডিয়া সম্মেলন করা সম্ভব হয়েছে গুগল, ম্যাকআর্থার ফাউন্ডেশন, ওপেন সোসাইটি ইন্সটিটিউট, নাইট ফাউন্ডেশন, হিভোস, অ্যাডেসিয়াম ফাউন্ডেশন এবং ইয়াহু! এর সহায়তায় এবং আইহাবের সমর্থনে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .