- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কাতার: কেনাকাটা এবং ফোনের অনুমতি!

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., কাতার, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি, লিঙ্গ ও নারী

কাতারের মহিলাদের কেনাকাটা করার অনুমতি এবং প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নেই দাবি করে সিডনি মর্নিং হেরাল্ডের ওয়েবসাইটে একটি প্রবন্ধ প্রকাশিত হলে কাতারের নেটনাগরিকেরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

২৩শে মে প্রকাশিত “প্রযুক্তি-বিষয়ক চা-চক্রগুলো মহিলাদের বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে” নামের নিবন্ধটিতে কিছু কিছু দেশে প্রযুক্তিতে মহিলাদের প্রবেশাধিকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ করার মতো প্রথম দেশটি হলো কাতার; ম্যাথু হল লিখেছেন [1]:

মহিলা হলে আপাতদৃষ্টিতে তুচ্ছ একটি ফোন কেনার কাজটি কিছু কিছু দেশে আপনার জন্যে তা কলংকের বিষয় হতে পারে। কাতারে মহিলারা সাধারণতঃ শুধু পরিবারের সদস্য পুরুষদের সাথে যোগাযোগ করতে পারেন। দোকানে যাওয়া অধিকাংশ ক্ষেত্রেই সীমার বাইরে। এটা মহিলাদের প্রযুক্তি বিপ্লবে যোগদান থেকে বিরত করে রেখেছে, অথচ অন্যান্য জায়গায় তাদের বিপরীত পক্ষ ইতোমধ্যে সেটা অবাধে ভোগ করছে। সমাধান? প্রযুক্তি-বিষয়ক পণ্যের গৃহস্থালী বিক্রয় মেলার মতো বিভিন্ন অনুষ্ঠান, যেমন ভোডাফোনের মহিলা বিক্রয়কর্মীরা কাতারের রাজধানী দোহাতে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে যেগুলো আয়োজন করেছে।

“সাংস্কৃতিক বিষয়গুলো নানাভাবে কাজ করে,” বলেছেন মার্কিন পররাষ্ট্র বিভাগের নারী ও প্রযুক্তি বিষয়ক সিনিয়র উপদেষ্টা এবং প্রযুক্তি থেকে নারীদের উপকারলাভের অধিকারের সমর্থক এন মেই চ্যাং। “স্বামী বা ভাই বা পিতারা হয় উদ্বিগ্ন যে নারী এবং বালিকারা তাদের জীবনে মোবাইল ফোন বা ইন্টারনেটে প্রবেশাধিকার পেলে তারা নৈতিকতা হারিয়ে ফেলবে। তাই অনেক সুবিধা সত্ত্বেও তারা এগুলোতে তাদের প্রবেশাধিকার চায় না। “

ভিলাজ্জিও মল, দোহা, কাতার। [2]

ভিলাজ্জিও মল, দোহা, কাতার। ছবি, ফ্লিকার ব্যবহারকারী ফ্রেডারিক গ্লুর (সিসি-বাই-এনসি-এসএ ২.০)

দোহা সংবাদ ব্লগে শাবিনা খাত্রি সিডনি মর্নিং হেরাল্ড প্রকাশিত নিবন্ধের জবাব দিয়েছেন। তিনি বলেছেন [3]:

কাতারের উপর সাংবাদিকদের খুবই শোচনীয়, দুঃখজনক এবং ভুল রিপোর্টের সর্বশেষ উদাহরণটিতে হল দেশটিকে পুরুষদের আটকে রাখার কারণে মহিলারা প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত এমন একটি স্থানের উদাহরণের অন্তর্ভূক্ত করেছেন। নিবন্ধটির প্রথম কয়েক অনুচ্ছেদে শুধু কাতারের উল্লেখ করা হয়েছে মূলতঃ ভোডাফোনের জন্যে এখানকার বাড়ি বাড়ি গিয়ে কাজ করা মহিলা বিক্রয়কর্মীদের কারণে। কিন্তু এই বিক্রয়কর্মীদের কাতারে প্রযুক্তি-বিষয়ক পণ্যের গৃহস্থালী বিক্রয় মেলার মতো অনুষ্ঠান আয়োজনের কারণ সম্পর্কে অনুমানটি সম্পূর্ণভাবে ভুল। […] বেশিরভাগ সম্ভব ভোডাফোনের কাতারি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করার যুক্তিসঙ্গত আরো যথেষ্ট কারণ রয়েছে, একারণে নয় যে এই মহিলারা বাইরে গিয়ে নিজেরাই একটা চমৎকার ফোন (অথবা দু-তিনটে) কিনতে পারে না। নিবন্ধটির বাকি অংশে নারীদের প্রযুক্তিতে প্রবেশাধিকার থেকে দূরে রাখা যে আসলেই সমস্যা এমন বিভিন্ন দেশের অত্যন্ত বাস্তব উদাহরণ দেয়া হয়েছে। কিন্তু কেউ এখানে কোন মলে শুধু পাঁচ মিনিট অপেক্ষা করলেই কাতারকে – যেখানে সম্প্রতি একটি জাতীয় মহিলা বাস্কেটবল লিগ চালু হয়েছে – প্রত্যায়ন করবেন যে এটি ঐ জায়গাগুলোর একটিও নয়।

টুইটারে অবিশ্বাস এবং ব্যঙ্গাত্মক থেকে শুরু করে অবমানিত বোধ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া রয়েছে।

জেনান জিজ্ঞেস করেছেন:

@দাল্লা৩আহ [4]: কি যুগ তারা আমরা বসবাস করছি মনে হয়?!!!

ভেলভেটাইন কাতার টুইট করেছেন:

@ভেলভেটাইনকাতার [5]: আসলেই? পড়ার পর আমার কাছে “কাতার কাতার মনে হয়েছে? অনেকটা আমি যেখানে থাকি এমন! অনুপস্থিত করা আবশ্যই আমি কিছু একটার অভাব বোধ করছি!”

সিবিল নক্স বলেছেন:

@সিবএনদোহা [6]: হতভাগার হতভাগা কাতারি মহিলারা… শুধু তারা কানে খেলনা ব্ল্যাকবেরী ধরে রাখে? আমি খুবই বিভ্রান্ত।

তিনি আরো যোগ করেছেন:

@সিবএনদোহা [7]: তাদের [সিডনি মর্নিং হেরাল্ড] “সমালোচনা করার” জন্যে আরো গুরুতর কিছু প্রয়োজন। ‪ # মূর্খতা

সারাহ মন্তব্য করেছেন:

@কুইজি_এমজে [8]: হাস্যকর। তাদের জানা উচিৎ যে প্রতিটি কাতারির অন্ততঃ একটি ব্ল্যাকবেরি অথবা আইফোনের মালিক এবং তারা প্রায়ই কেনাকাটা করতে যায়।

ইতোমধ্যে ভাল্লাথ কাতারের মহিলাদের সম্পর্কে পরবর্তী প্রবন্ধের বিষয়টি কল্পনা করেছেন:

@ভাল্লাথ [9]: তারা অন্ততঃ সৃজনশীল হচ্ছে। পরবর্তীতে: কাতারে শুধুমাত্র মহিলাদের জন্যে ইন্টারনেট চালু হবে।