- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানঃ “আমাদের অশ্রু দ্বারা বাঁচাই উর্মিয়া হ্রদ”

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নাগরিক মাধ্যম, পরিবেশ, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি

Protest banner for Lake Urmia in Khoy

ইরানে আন্দোলনকারীরা উর্মিয়া হ্রদকে চিরস্থায়ী পরিবেশ দূষণ থেকে বাঁচানোর উদ্যোগ ছেড়ে দেয় নি [1]। ২০১২ সালের ২১শে মে আরো একবার উর্মিয়ার এবং ইরানের আজারবাইজানের কয়েকটি শহরের জনগণ বিশ্বের সর্ববৃহৎ লবণাক্ত পানির হ্রদগুলোর মধ্যে একটি একটি মৃতপ্রায় উর্মিয়া হ্রদকে [2] বাঁচানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। খয়ে (নিম্নোক্ত ছবি) আন্দোলনকারীরা “হ্রদ উর্মিয়ার মৃত্যু মানে আজারবাইজানের মৃত্যু” শিরোনামে একটি ব্যানার একটি সেতুতে ঝুলিয়ে দিয়েছে [3]দিয়েছে। এক ব্লগার “আমাদের অশ্রু দ্বারা বাঁচাই উর্মিয়া হ্রদ” বলে [4] একটি কার্টুন প্রকাশ করেছেন।

এখানে উর্মিয়ার বিক্ষোভ ছড়িয়ে পড়া নিয়ে ইরানিয়ান নাগরিকদের দ্বারা প্রকাশিত কয়েকটি ভিডিও রয়েছে।

কড়া নিরাপত্তার উপস্থিতি

এবং এক পুলিশের পাল্টা আঘাত