মিশরঃ প্রথমবারের মত স্বাধীন প্রেসিডেন্ট নির্বাচন

এই অনুচ্ছেদটি মিশর নির্বাচন ২০১১/২০১২ এর উপর আমাদের বিশেষ প্রতিবেদনের অংশ।

মিশরীয়রা দেশের প্রথম স্বাধীন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদান করছে। ভোটদান প্রক্রিয়া ২৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে এবং ১৬ ও ১৭ জুন প্রয়োজনে চূড়ান্ত নির্বাচন হবে।

আনুমানিক পাঁচ কোটি মানুষ ভোটদানে অংশ নিচ্ছে। নিচ্ছে। যদিও কিছু ভোটকেন্দ্রে এ ব্যাপারে লাইন হয়েছে, তারপরও তা ২০১১ এর নভেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের চেয়ে কম। এটি প্রার্থীদের আশাকে নিরাশায় পরিণত করতে পারে।

তারেক শালাবি এই নিম্নমুখী উৎসাহের উপর মন্তব্য করেনঃ

@তারেকশালাবি: ১৯ মার্চ [সাংবিধানিক গণভোট], আমি এই স্কুলের পাশে লাইনে ছিলাম। এখন সে জায়গা জনমানবহীন। হয়তো পরে…

কোন লাইন নেই। ছবিটি @তারেকশালাবি কর্তৃক পাঠানো

সাংবাদিক এরিন কানিংহ্যাম উত্তর পূর্ব মিশরের ইসমাইলিয়াতে এই অনাগ্রহের উপর মন্তব্য করেনঃ

@এরিককানিংহাম: আমি দেখলাম ইসমাইলিয়াতে ভোটকেন্দ্রের চেয়ে বেকারিগুলোতে লম্বা, শোরগোলপূর্ণ লাইন। ‪#Egyelex‬ ‪#breadpolitics

নাদিন সাবরি এই নিম্ন উৎসাহের একটি কারণ দিয়েছেনঃ

@এনসাবরি: প্রধান পার্থক্যের কারণ হল আবহাওয়া। আমি গতবার দুপুর ২টায় গিয়েছি কিন্তু আজ ৬:৩০-৭ টায় খালি ও ঠান্ডা না হওয়া পর্যন্ত যাব না

কায়রোতে আমিরাতি সুলতান আল কাসেমি ভ্রমণ করছেন ও এই ছবিটি তুলেছেনঃ

ডক্কির ওরমান স্কুলে সব পুরুষ ভোটারদের ভোটকেন্দ্রে লম্বা লাইন। ছবিটি @SultanAlQassemi কর্তৃক পাঠানো

কায়রোতে করিম হোসেম মন্তব্য করেনঃ

@আকাহোয়েজি: আমি সেই দিনের স্বপ্ন দেখি যেদিন পুরুষ ও মহিলা ভোটাররা কোন কষ্ট ছাড়াই এক লাইনে ভোট দেয়ার জন্য দাঁড়িয়েছে। লিঙ্গ পৃথকীকরণ অতীত হয়ে যাওয়া উচিত। ‪#EgyElex

সুয়েজে সাংবাদিক অ্যাডাম ম্যাকারি আমাদের ভোটদান পদ্ধতিতে নিয়ে গিয়েছেনঃ

@অ্যাডাম এ ক্যারি: প্রথমে, আপনি ভোটে নিবন্ধিত নম্বর আপনার নম্বরের সাথে মিলিয়ে দেয়ার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র দেখাবেন। তারপর আপনি সই করবেন ‪#Suez‬ ‪#EgyElex

ভোটার কার্ড ও সই

ছবিটি @অ্যাডাম এ ক্যারি কর্তৃক পাঠানো।

@অ্যাডাম এ ক্যারি: দ্বিতীয় ধাপ, আপনার ভোটদানের কার্ডটি নিন। ‪#Suez‬ ‪#EgyElex

ভোটার কার্ড সংগ্রহ

ছবিটি @অ্যাডাম এ ক্যারি কর্তৃক পাঠানো।

@অ্যাডাম এ ক্যারি: এবং আপনি অপেক্ষা করুন…হাতে ব্যালট ও কলম নিয়ে। ‪#Suez‬ ‪#EgyElex‬

ছবিটি @অ্যাডাম এ ক্যারি কর্তৃক পাঠানো।

@অ্যাডাম এ ক্যারি: বক্সে আপনার পছন্দের প্রার্থীকে টিক দেয়ার পর, আপনার ব্যালটটি একটি সিল করা বাক্সে ফেলে দিন। ‪#Suez‬ ‪#EgyElex

ব্যালট বাক্স

ছবিটি @অ্যাডাম এ ক্যারি কর্তৃক পাঠানো।

@অ্যাডাম এ ক্যারি: সবশেষে, আপনি আপনার পরিচয়পত্রটি সংগ্রহ করুন, আঙুলে স্থায়ী বেগুনি কালি লাগিয়ে টিপসই দিন এবং তারপর যেতে পারেন। ‪#Suez‬ ‪#EgyElex

ভোটার আইডি ও অমোচনীয় কালি

ছবিটি @অ্যাডাম এ ক্যারি কর্তৃক পাঠানো।

লিলজ ভোট দিয়েছেন, এবং মন্তব্য করেনঃ

@বুকি_লিলজ: এই রঙে কি কারো ত্বকে প্রতিক্রিয়া হচ্ছে? আমার মনে হচ্ছে আমার প্রদাহ হবে! ‪#EgyElex‬ ‪#EgyPresElection

কায়রোতে নাদিন হাফিজ গর্বের সাথে ভোট দিয়েছেনঃ

@নাদিনহাফেজ: ভোট দিতে সাড়ে তিন ঘন্টা লেগেছে। পুরোপুরি দরকার ছিল। সব তোমার জন্য, মিশর! ‪#EgyElex‬ ‪#PresidentialElections

ওমার এলিমাম মিশরে এই পরিবর্তন বিশ্বাস করতে পারছেন নাঃ

@এলইমাম_ও: সত্যি, আমি এখনো মানতে পারছি না যে আমি মিশরের প্রেসিডেন্টের জন্য ভোট দিতে যাচ্ছি। ‪#egyelex

বিবিসি মধ্যপ্রাচ্য সম্পাদক জেরেমি ব্রাউন একজন ভোটারের সাথে কথা বলেছেনঃ

@জেএফজেবোয়েন: আমি ভোট দেয়ার লাইনে এক নারীকে জিজ্ঞাসা করেছিলাম কতদিন তিনি অপেক্ষা করেছেন। ৩০ বছর তিনি অট্টহাসি দিয়ে বললেন। ‪#EgyPresElection

প্রেসিডেন্ট নির্বাচনের আরো খবর জানতে অ্যাস্টেরিস মাসোরাসের এই আর্টিকেলটি দেখুন।

এই আর্টিকেলটিমিশর নির্বাচন ২০১১/২০১২ এর উপর আমাদের বিশেষ প্রতিবেদনের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .