- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড সিকিউরিটি নেটওয়ার্ক (আইএসএন) এর অংশীদারে পরিণত হল

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, সুইটজারল্যান্ড, আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, ঘোষণা

ISN logo big [1]

গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং সুইজারল্যান্ডের আর্ন্তজাতিক সম্পর্ক এবং নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা (ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড সিকিউরটি নেটওয়ার্ক বা আইএসএন), বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ে নাগরিকদের কণ্ঠস্বরকে তুলে ধরার জন্য এক যৌথ অংশীদারিত্ব চালু করেছে [2]

আইএসএন ব্লগে [1] গ্লোবাল ভয়েসেস-এর ভিন্ন ভিন্ন মহাদেশের কিছু লেখকদের নির্বাচিত লেখা প্রকাশিত হবে। এবং আগামী বছর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ গ্লোবাল ভয়েসেস-এ তা প্রকাশিত হবে। এছাড়াও, আইএসএন গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়ার [3] স্প্যানিশ, ফরাসী, এবং আরব-এর প্রতিটি পোস্টে অর্থ প্রদান করবে।

আইএসএন হচ্ছে সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের [4] (ইএইচটি) একটি প্রকল্প, যা আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক পেশার সাথে যুক্ত নাগরিকদের জন্য বিশ্বের অন্যতম এক উন্মুক্ত তথ্য প্রাপ্তি কেন্দ্র।

আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ একদল পেশাদার পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ লাভের কারণে, আমাদের দিক থেকে আমরা উত্তেজিত, এর মাধ্যমে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে সক্ষম হব যা অনেক সময় আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রকাশিত হয় না।

আইএসএনের আরেকটি নতুন ব্লগ পার্টনার হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট [5], যারা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক পণ্ডিত এবং বিশ্লেষকদের মতামত সরবরাহ করে থাকে, সাথে মাসিক এক ক্যালেন্ডার।

আইএসএন সম্বন্ধে আরো তথ্য জানার জন্য, এখানে ক্লিক করুন [6]

এই যৌথ অংশদারিত্বের মাধ্যমে প্রকাশিত সকল প্রবন্ধ আমাদের বিশেষ কাভারেজের পাতাঃ ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড সিকিউরিটিতে প্রকাশিত হবে [7]