গ্লোবাল ভয়েসেসের একজন সহকারী সম্পাদকের প্রয়োজন

Russian cursive alphabetগ্লোবাল ভয়েসেস রাশিয়ান নাগরিক মাধ্যমের উপর প্রতিবেদনের জন্য একজন খণ্ডকালীন সহকারী সম্পাদক খুঁজছে।

রুনেট প্রকল্পে রাশিয়ান-ভাষী অনলাইন সমাজের উপর ব্যাপক ও প্রগাঢ় প্রতিবেদন এবং বিশ্লেষণ রয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল রাশিয়ান ভাষার ব্লগদুনিয়া, অনলাইন ভাষণ ও সামাজিক নেটওয়ার্কের উপর আমাদের প্রতিবেদন ও বিশ্লেষণ আরো গভীর করা।
  • রাশিয়ান-ভাষার নেটের উপর আমাদের প্রকৃত বিশ্লেষণ, গবেষণা ও প্রতিবেদন করা।
  • সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের সর্বোচ্চ গবেষণার মাধ্যমে নির্বাচিত বিষয়গুলো যাচাই করা।
  • নাগরিক সমাজের পদক্ষেপ, ওয়েবসাইটও জীবনধারা পর্যালোচনা করা।

আমাদের প্রতিবেদন ও বিশ্লেষণের মূল লক্ষ্য রাশিয়ান ফেডারেশনের ব্যাপারে রাশিয়ান অনলাইন রচনাগুলো। দ্বিতীয়ত, সাবেক সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে রাশিয়ান লেখাগুলো সংগ্রহ, কারণ তা রাশিয়ান ফেডারেশনের সাথে সম্পর্কযুক্ত।

সহকারী সম্পাদকের কাজ হল কর্মশালার জন্য বিষয় সম্পর্কিত লেখা, অনুবাদ এবং নেটওয়ার্কিংসহ নতুন লেখা ও সম্পাদনা। সম্পাদককে প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ বিষয়, অনুষ্ঠান ও লেখা বের করে এর উপর নতুন কোন লেখা বা এর সম্পাদনা করতে হবে। এই কাজের মধ্যে থাকবে রুনেটের মধ্যে চলমান বিষয়, ধারণা এবং সামাজিক ও রাজনৈতিক সাম্প্রতিক ব্যাপার নিয়ে ব্যাখ্যা ও সনাক্ত করার জন্য ব্যাপক অনুবাদ, বিশ্লেষণ, এবং পুনরায় মূল গবেষণা ও প্রতিবেদন।

কর্মশালা সম্পাদকের আরো কাজঃ

  • রুনেট কর্মশালা থেকে চলমান বিশেষ প্রতিবেদনকে সংক্ষেপন ও সুবিন্যাস করার জন্য সাহায্য করা।
  • গ্লোবাল ভয়েসের রাশিয়ান-কেন্দ্রিক সম্পাদক ও লেখকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা।
  • রাশিয়ান ব্লগার ও লেখকদের সাথে ঐক্যমত্যের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা।
  • প্রয়োজনে, রাশিয়ান অনলাইন বিশ্বের সাথে সম্পর্কিত সম্মেলন ও কর্মশালায় উপস্থিত থাকা।

প্রার্থীদের সফল হওয়ার জন্য অবশ্যই নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবেঃ

  • ইংরেজি ও রাশিয়ান ভাষায় পারদর্শিতা। অনুচ্ছেদগুলো সামান্য পরিমার্জনের মাধ্যমে ইংরেজিতে প্রকাশ হবে। আবেদনপত্রের সঙ্গে লেখার নমুনা প্রযোজ্য।
  • রাশিয়ান ব্লগসমূহ, রাশিয়ান সামাজিক নেটওয়ার্ক, এবং রাশিয়ান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এবং সংস্কৃতির চলমান বিষয়ের সাথে পরিচিত থাকতে হবে।
  • রাশিয়ান অনলাইন বিশ্ব সম্পর্কে প্রতিবেদন, বিশ্লেষণ, এবং ব্যাখ্যা করার ক্ষমতা থাকতে হবে।
  • অগঠিত পরিবেশে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে, এবং ভার্চুয়াল জগতের সাথে কাজ করতে হবে।
  • কম্পিউটারে দক্ষ হতে হবে, প্রোগ্রামারদের সাথে ও প্রযুক্তিগত ভাষা ব্যবহারে সহজ হতে হবে। প্রোগ্রামিং বা এইচটিএমএল আবশ্যক নয় কিন্তু অনলাইন সামাজিক মাধ্যমগুলোর খুঁটিনাটি(ব্লগিং-এর জায়গা, সমন্বয়ক, আরএসএস শিরোনামের ব্যবহার, এবং নির্দিষ্টকরণ) সম্পর্কে উচ্চ ধারণা থাকা গুরুত্বপূর্ণ।

আগ্রহী প্রার্থীগণ অনুগ্রহপূর্বক সিভি এবং আপনি কেন এই পদে আগ্রহী তা জানিয়ে চিঠি পাঠানঃ admin AT globalvoicesonline DOT org

রুনেটের অনুবাদ ওপেন সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে চালিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .