রক্ষণশীল নেতৃবৃন্দ ও চরমপন্থী দলগুলোর চাপের মুখে, যারা লেডি গাগাকে শয়তানের উপাসক হিসেবে উপস্থাপন করেছিল, ইন্দোনেশিয়ান পুলিশ ৫০,০০০ ভক্তকে হতাশ করে ঘোষণা দিয়েছে যে, জাকার্তায় লেডি গাগার সম্ভাব্য কনসার্টের জন্য অনুমতি দেয়া হবে না।
@HeyPotterhead:লেডি গাগার কনসার্ট বাতিল না হওয়াটাই ভালো। আমি ৮ ঘন্টা বিনা কারণে লাইনে দাঁড়িয়ে থাকি নি! নির্বোধ এফপিআই #IndonesiaSavesGaga #BTWBallGBK
এফপিআই বা ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট একটি প্রভাবশালী ধর্মীয় দল যা ‘অ-ইসলামিক’ কার্যকলাপ অ চিন্তাধারার বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায়। এই ক্ষেত্রে, তরুণ ইন্দোনেশিয়ানদের নৈতিকতায় কুপ্রভাব ফেলার জন্য লেডি গাগাকে দায়ী করা হয়েছে।
‘লিটল মনস্টার’ নামে লেডি গাগার এক ভক্ত, সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেনঃ
@ginaignasia: Apa hak nya. Gue yang nabung&cari calo susah2, nyekal2 seenaknya. #IndonesiaSavesGaga #GagaIsAmazing #monsterpower #BurnFPIdown
@আকিবারিউ: দানব মাতাকে বাঁচাও! মতপ্রকাশের স্বাধীনতাকে বাঁচাও! আমাদের দেশ কিভাবে তার গুরুত্ব হারাচ্ছে তার একটি প্রমাণ হল এই বাতিল।#IndonesiaSavesGaga!
@রে_প্যাঁচা: এফপিআই ইন্দোনেশিয়াকে আন্তর্জাতিকভাবে বিব্রত করছে! #IndonesiaSavesGaga RT @lanaaisya: এফপিআই ভন্ড হয়ে যাচ্ছে। #saveladygaga
@NickyYuventius:Yang bikin gue bingung adalah polisi yg beralasan gaga itu porno. APA KABAR KONSER DANGDUT? PREEEET!
ড্যাংডাট হল ইন্দোনেশিয়ায় তুমুল জনপ্রিয় ভারতীয় ধারার লোকগান। ড্যাংডাট পরিবেশনকারীদের নাচের তালগুলো প্রায়শই আবেদনময় ও অশ্লীল।
এর মধ্যে, খ্রিস্টান ইন্দোনেশিয়ান চার্চ কাউন্সিল (পিজিআই) কনসার্টকে সমর্থন দিয়েছে এই বলে যে, দেশের মতপ্রকাশের স্বাধীনতার এটি একটি অংশ।
তবে সব রাজনীতিবিদরা লেডি গাগার উপস্থাপনকে তীব্র ভাবেন নি। আইনপ্রণেতা আহমেদ বাসারাহ, যিনি মুসলমান, দি জাকার্তা গ্লোব পত্রিকাকে বলেছেন যে জাতীয় মূল্যবোধের প্রশ্নে পুলিশের অবশ্যই এগিয়ে আসা উচিত, সেটা উদার-ধনতন্ত্রবাদ বা মধ্যপ্রাচ্যের মতাদর্শের বিপক্ষেই হোক না কেন।
টুইটারে আরো কিছু প্রতিক্রিয়া আছে এখানেঃ
@danielvk: ধর্মীয় মাফিয়াগুলো গণতন্ত্র ও স্বাধীনতাকে অন্যদের স্বাধীনতাকে হনন করার জন্য ব্যবহার করে। অনুদারতাকে সহ্য করো না। #saynotohate #indonesiasavesgaga
@DanielZiv: এটি এর ব্যাপার নয়, এখানে ব্যাপার হল গাগা ইন্দোনেশিয়াকে বাঁচাতে পারবেন কিনা। এবং সত্যি, ইন্দোনেশিয়ার দরকার এই চরমপন্থী বোধহীন, গাগা বা গাগার অভাবের কাছ থেকে বেঁচে থাকা।