জর্জিয়াতে প্রথমবারের মতো ১৭ই মে সমকামীতা আতংকের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এসময় গোঁড়া খ্রিস্টানদের একটি দল রাজধানী তিবলিসির শহরতলীতে সেখানকার এলজিটিবিটি (লেসবিয়ান, সমকামী, উভকামী, বহুগামী) একটিভিস্টদের আটকে দেয়।
খ্রিষ্টানপ্রধান দেশটিতে নতুন প্রজন্মের মধ্যে নৈতিক ভ্রষ্টাচার সৃষ্টিতে প্রণোদনা যোগাতে পারে এই অভিযোগে পুরোহিতদের নেতৃত্বে সনাতন (অর্থডক্স) পিতা-মাতাদের ইউনিয়ন (ইউওপি) মিছিলটি বন্ধের দাবি করে।
জবাবে এলজিটিবিটি একটিভিস্টরা মিছিল চালিয়ে যাওয়ার জন্যে তাদেরকে পথ পরিষ্কার করে দিতে বলে। কিন্তু ইউওপি এবং পুরোহিতরা নিকটবর্তী পুলিশকে মিছিলটি থামাতে রাজি করাতে ব্যর্থ হলে একটি হাতাহাতির ঘটনা ঘটে।

ছবি, টিএসপ্রেস.জিই

একজন এলজিটিবিটি একটিভিস্ট গোঁড়া আক্রমণকারী্দের বিরুদ্ধে যুদ্ধ করছে। ছবি: রয়টার্স

জর্জিয়ার পুলিশ একজন এলজিটিবিটি একটিভিস্টকে তাদের হেফাজতে নেয়। ছবি: রয়টার্স
@গ্যাবো_গে: პოლიციამ იდენტობის სამი აქტივისტი დააკავა მათ შორის ლევან გერიანიძე
@তেমুচিন২২: მმკ ხალხს სცემს და ნაცემი ხალხი მიჰყავთ განყოფილებაში. მიმიფურთხებია ასეთი სამართალდამცავი ორგანოსთვის! მოვითხოვ მმკელების დაპატიმრებას!
@লিশতোতাহ: “প্রথম গর্বটি ধারণ” করার মধ্যে সীমিত এলজিটিবিটি এক্টিভিজম শুধু #সমকামীতা আতংক উস্কে দিবে #তিবলিসিতে: এখানে (আরো) উটকো (মনে হবে):
@জনহেসলউড: আপনার মূল যুক্তিটি যদি হয় ‘আপনি কীভাবে রাস্তায় এরকম কিছু প্রবর্তন করতে পারেন’ তবে আমিও আপনাদের – খ্রিস্টানদের – একই জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবো #তিবলিসি
ফেসবুকে অনেকেই এই সংঘর্ষের নিন্দা এবং এক্টিভিস্টদের সমর্থনে তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।