ভিডিও: আদিবাসী ভিডিও উৎসবে অন্তর্ভূক্তি শুরু

২০১২ সালের শেষ ত্রৈমাসিকে কলম্বিয়াতে অনুষ্ঠিতব্য আদিবাসী জনগণের একাদশতম আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসব আদিবাসী এবং প্রথম মানুষ সমস্যা ও বিষয়ের উপর অডিওভিজুয়াল উপাদান অন্তর্ভূক্তির আহবান জানিয়েছে।

পেরুর আদিবাসী সংস্কৃতি কেন্দ্র তাদের ব্লগের মাধ্যমে উৎসবটিকে এগিয়ে নিচ্ছে। তারা ঘটনাটির সারসংক্ষেপ করেছে এভাবে:

Colombia será la sede del XI Festival Internacional de Cine y Video de los Pueblos indígenas a realizarse en Bogotá del 23 al 30 de septiembre y en Medellín del 03 al 06 de octubre del presente año. Con el lema “Por la Vida Imágenes de Resistencia”, el festival tiene como objetivo visibilizar la extinción de los pueblos indígenas, la violación del territorio y a sus sitios sagrados naturales, como un espacio de análisis de la crisis humanitaria que atraviesan los pueblos indígenas.

কলম্বিয়া চলতি বছরের ২৩ থেকে ২৭শে সেপ্টেম্বর বোগোটাতে ০৩ থেকে ৬ই অক্টোবর মেডেলিনে অনুষ্ঠিতব্য আদিবাসী জনগণের একাদশতম আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবের পৃষ্ঠপোষকতা করবে। “জীবনের জন্যে প্রতিরোধের ছবি” থিম সম্বলিত এই উৎসবটির একটি উদ্দেশ্য হলো আদিবাসী জনগণের বিলুপ্তি, সংরক্ষিত এবং তাদের প্রাকৃতিক পবিত্র এলাকার সীমানা লঙ্ঘনকে দৃশ্যমান এবং আদিবাসী জনগণের মানবিক সংকট বিশ্লেষণের একটি জায়গা তৈরী করা।

উৎসবের জন্যে জমা দেয়া ভিডিও অথবা চলচ্চিত্রগুলো ২০১০ সালের ১লা জানুয়ারীর পরে তৈরী এবং পূর্বে কখনো আদিবাসী জনগণের আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিডিও উৎসবে অংশগ্রহণ করেনি এমন হতে হবে। এগুলোকে শিশুশ্রম, বাস্তুবিদ্যা (প্রতিবেশ), শিক্ষা, ইতিহাস, আদিবাসী ঔষধ, আত্ম-পরিচয়, ভূমি এবং সংরক্ষিত এলাকা, রাজনৈতিক অংশগ্রহণ, আদিবাসী জনগণের অধিকার, নারী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গী ভিত্তিক হতে হবে এবং এগুলো  অ্যানিমেশন, তথ্য-কাহিনী, তথ্যচিত্র, কথাসাহিত্য হতে পারে, এছাড়াও পরীক্ষামূলক ভিডিও, সঙ্গীত ভিডিও, ভিডিও শিল্প, বা টেলিভিশনের অনুষ্ঠান হতে পারবে। জমা দেয়ার সর্বশেষ সময়সীমা ২১শে মে, ২০১২ এবং জমাটি কোথায় পাঠাতে হবে এবং আবেদনপত্র পাওয়া যাবে সেটা তাদের পৃষ্ঠায় পাওয়া যাবে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .