- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইয়েমেন: #কোনড্রোননয় প্রচারাভিযান

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইয়েমেন, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ

ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনযুদ্ধে [1]র প্রতি নিন্দা জানানোর জন্যে ইয়েমেনীরা টুইটারে একটি প্রচারাভিযান শুরু করেছে। তারা হ্যাশট্যাগ #কোনড্রোননয় [2] ব্যবহার করে টুইট করছে এবং অ-ইয়েমেনীদের প্রতিবাদ করে তাদের প্রচারণায় যোগদানের আহবান জানাচ্ছে।

ইয়েমেন থেকে মাই সালেহ টুইট করেছেন:

@এ৪(ফর)মাই [3]: এক মুহূর্ত ভেবেই আমাদের সঙ্গে চিৎকার করুন: কোনো জঙ্গলের আইন নয়, কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নয়, নয় কোনো নিরপরাধ বেসামরিক জনগণের হত্যাকাণ্ড #কোনড্রোননয়

ড্রোন আক্রমণ বন্ধ কর, প্রতিবাদের প্ল্যাকার্ড। [4]

ড্রোন আক্রমণ বন্ধ কর, প্রতিবাদের প্ল্যাকার্ড। ছবি, ফ্লিকা্রে (সিসি বাই ২.০) মিশাইপ্যান্টস

লন্ডন থেকে ব্রিটিশ-ইয়েমেনী এক্টিভিস্ট তালাল আহবান জা্নিয়েছেন:

@২৫ফেবস্বাধীনতা [5]: “সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ”-এর নামে #ইয়েমেনে #মার্কিন যুক্তরাষ্ট্র বেসামরিক জনগণ হত্যা করছে। খোদার দোহাই #ইয়েমেনে #ড্রোনবন্ধকর #কোনড্রোননয়

প্রচারাভিযানটি ১৩ই মে প্রেসিডেন্ট ওবামার সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ও. ব্রেনান যেদিন আব্দু রাব্বু মানসুর হাদি, ইয়েমেনের প্রেসিডেন্ট সঙ্গে সাক্ষাৎ [6] করেছে সেদিনই শুরু হয়েছে এবং পরের দিনই বাড়িয়ে দেয়া অভিযানে কথিত ১১ জন জঙ্গি নিহত হয়।

ইয়েমেন-ভিত্তিক ব্রিটিশ সাংবাদিক টম ফিন্ টুইট করেছেন:

@টমফিন২ [7]: মার্কিন সন্ত্রাসবিরোধী সম্রাট জন ব্রেনান সানা’তে উপস্থিত হলে ইয়েমেনীরা টুইটার একটি #কোনড্রোননয় প্রচারাভিযান শুর করে… #ইয়েমেন

মাই সালেহ ব্রেনানের উদ্দেশ্যে কিছু টুইট করেছেন:

@এ৪(ফর)মাই [8]: সফরকারী জনাব #ব্রেনানের প্রতি জরুরী বার্তা: #ইয়েমেন থেকে আপনার হাত গুটান এবং আমাদের আকাশ থেকে চিরতরে আপনার ড্রোন সরিয়ে নিন। ইয়েমেনী নাগরিক #কোনড্রোননয়

‏@এ৪(ফর)মাই [9]: প্রিয় জনাব ব্রেনান, #পাকিস্তানে আপনার নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে, আবার কেন এটা #ইয়েমেনে পরীক্ষা করছেন? ব্যর্থতাই এর নিশ্চিত পরিণতি, আন্তরিকভাবে #কোনড্রোননয়

ইয়েমেনীরা সন্ত্রাসবাদের নিন্দা করে এবং তারা বিশ্বাস করে মার্কিন ড্রোনের ব্যবহার একে  বাড়াবে মাত্র, ব্লগার আতিয়াফ আলওয়াজির উল্লেখ করেন:

@ইয়েমেনেরনারী [10]: কারণ আমি  #সন্ত্রাসবাদ এবং #চরমপন্থা’র বিরুদ্ধে, আমি #ড্রোন-এরও বিরুদ্ধে। এটা ফলাফল বিরোধী এবং চরমপন্থা আরো উস্কে দিবে। #কোনড্রোননয় #ইয়েমেন #মার্কিন

@ইয়েমেনেরনারী [11]: আমরা বলছি #কোনড্রোননয়, কারণ আমরা #ইয়েমেনে কোন জঙ্গি চাই না। ড্রোন জঙ্গিদের উৎপাটন করে না, (নবরং) তাদের উপস্থিতি প্রবল করে।

ইয়েমেন-ভিত্তিক ফরাসি সাংবাদিক বেঞ্জামিন ওয়াসেক টুইট করেছেন

@নেফেরমা’ত [12]: #মার্কিন ড্রোন এবং বিমান আক্রমণ পরিস্থিতির উন্নয়নের চেয়ে চরমপন্থা এবং অসন্তোষ আরো সৃষ্টি করে: ড্রোনকে না বলুন!! #কোনড্রোননয়

তিনি অবশ্য ইয়েমেনে অসামরিক হতাহত সম্পর্কে বড় একটা উল্লেখ করা হয় না এমন একটি ড্রোন হামলা সম্পর্কিত লিংক [13] টুইট করছেন।

আতিয়াফ আলওয়াজির যোগ করেছেন:

@ইয়েমেনেরনারী [14]: প্রতিটি শিরোনামে আপনি পড়বেন #ইয়েমেনে ড্রোন আক্রমণে “জঙ্গি” নিহত, (তাহলে) উল্লেখ করা হয় না এমন বেসামরিক জনগণ হত্যাকাণ্ডের কথা চিন্তা করে দেখুন #কোনড্রোননয়

সানা২(টু) আল-ইয়েমেন নামে একজন ইয়েমেনি নারী-সাংবাদিক ও কবি তার ঘৃণা টুইট করেছেন:

@সানাসিনো [15]: পৃথিবী জুড়ে মার্কিন কর্মকর্তারা আমাদের #ইয়েমেনের জনগণকে নিয়ে একটি ভিডিও গেম খেলছে, সেটা জেনে মনে ঘেন্না লাগে #কোনড্রোননয়

@সানাসিনো [16]: #ইয়েমেনে একটি #কোনড্রোননয় নীতি দিয়ে #যতদ্রুতসম্ভব [17] সমর্থন এবং ক্ষমতা কমাতে শুরু করতে করতে হবে

এবং সবশেষে, ইয়েমেনের শামস অনেক ইয়েমেনীর ভাগাভাগি করা একটি আশা টুইট করেছেন যে নতুন সরকার মার্কিন ড্রোন হামলা বন্ধ করবে:

@শামসআলশোমোস [18]: আমি আশা করি #হাদি তার জনগণের কল্যাণের পক্ষে কথা বলবেন এবং কাজ করবেন যা #সালেহ কখনো করেননি #কোনড্রোননয় #ইয়েমেনে

প্রচারাভিযানটি সম্পর্কে আরো জানতে হ্যাশট্যাগ #কোনড্রোননয় [2] অনুসরণ এবং এই গল্পায়ন [19] পাঠ করুন।