- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশ: সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার চেয়ে ব্লগাররা আবারো রাজপথে

বিষয়বস্তু: বাংলাদেশ, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, মানবাধিকার

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেছে। এখনো সে হত্যার কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ [1]। গত ১১ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন সাগর ও রুনি দম্পতি। সাংবাদিক দম্পতি হত্যা মামলা তদন্তে ডিবিকে “ব্যর্থ” বলে আখ্যায়িত করেছে দেশের উচ্চ আদালত। মামলার ভার এখন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর আরেকটি দল র‌্যাবের হাতে। ইতিমধ্যে কবর থেকে লাশ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। কিন্তু এখনো কোনো কূলকিনারা করা যায়নি মামলার।

এদিকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে ব্লগাররা আবারো রাজপথে নেমেছেন। গত ১১ মে ঢাকার শাহবাগে গণগ্রন্থাগারের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেন। এটা ছিল তাদের চতুর্থ কর্মসূচি। নিচের ভিডিওতে [2] দেখা যাচ্ছে ব্লগার প্রতিবাদী কণ্ঠে গান গাইছেন:

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, মোমবাতি জ্বালিয়ে ব্লগাররা [3] সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন:

পুলিশ শুরুতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে বাধা দেয়। অনুষ্ঠানস্থলে গাড়ি দাঁড় করিয়ে রাখে। বৈদ্যুতিক সংযোগ দিতে অস্বীকার করে। পরে ব্লগাররা খালি গলাতেই গান গেয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সেদিনের কর্মসূচি সম্পর্কে সোহেল মাহমুদ [4] জানাচ্ছেন:

নানা বাধা ডিঙিয়ে হয়ে গেলো বাংলাভাষার ব্লগারদের প্রতিবাদী সংগীতের আয়োজন। পুলিশের “কমিশনারের অনুমতি লাগবে” টাইপের বক্তব্য, বিদ্যুতের লাইন টানায় বাধা আর সন্ধ্যার কিছু ভাগে “হঠাৎ বৃষ্টি”। তবে, সব বাধা ডিঙিয়ে প্রতিবাদী এই সংগীতে যোগ দেন ব্লগার, সাংবাদিক, ছাত্র-ছাত্রী আর সাধারণ মানুষ।

পুলিশ সাংবাদিকদের ব্যারিকেড দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে ঢুকতে বাধা দিচ্ছে। [5]

পুলিশ সাংবাদিকদের ব্যারিকেড দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে ঢুকতে বাধা দিচ্ছে। ছবি ফিরোজ আহমেদ। সর্বস্বত্ত ডেমোটিক্স (১৫/৫/২০১২)

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবি দেশের সাংবাদিক সংগঠনগুলো ১৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেন। সেই কর্মসূচিতে ব্লগাররাও যোগ দেন। ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধা প্রদানের বেশকিছু ছবি সাগর-রুনি’র হত্যাকারীদের বিচার চাই ফেসবুক পেজে [6]আপলোড করা হয়েছে। ঘেরাও শেষে আগামী কর্মসূচি ঘোষণা দেয়া হয়। সাংবাদিক এবং ব্লগারদের ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে আছে-

১. ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবগুলো মিডিয়া হাউসে সভা-সমাবেশ।

২. ৫ জুন জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে স্মারকলিপি প্রদান।

৩.  ২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা।

৪. এরপরও সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না করা হলেও দেশের সব সাংবাদিক কর্মবিরতি কর্মসূচি পালন।