- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভেনিজুয়েলা: ইন্টারনেটে পথের শিল্প

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলা, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত

নাগরিক মিডিয়ার সংস্পর্শে আসায় পথশিল্পী ও বাদ্যকারদের দর্শক-শ্রোতা বেড়ে গিয়েছে। ভেনিজুয়েলাতে সঙ্গীত এবং থিয়েটার দৈনন্দিন  জীবনে ট্রাফিক এবং বাসের মতোই অংশ। বেশ কয়েকজন নাগরিক সাংবাদিক শহুরে জীবনকে রঙ্গিন করা এসব শিল্পীদের  সঙ্গে তাদের সাক্ষাতের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।

একইভাবে এসব শিল্পীরাই স্বল্পদৈর্ঘের ছবি এবং তথ্যচিত্র বানিয়ে তারা বিভিন্ন পথশিল্পীদের পরিবেশনাগুলো প্রদর্শন করে।

এই ভিডিওটিতে আপনি সারাদেশের বিভিন্ন শহর থেকে আসা সঙ্গীতকারদের একসঙ্গে দেখতে পাবেন, যেটা পথ গায়কদের উৎসবের  জন্যে শিল্পীরা নিজেরাই রেকর্ড করেছে:

এরই মাঝে সিনেতিকা১৩ মেরিদা [1] শহরের পথশিল্পীদের একটি অত্যন্ত  জনপ্রিয় পরিবেশনা ভাগাভাগি করেছেন।

ভেনিজুয়েলার পথশিল্প জগতে থিয়েটারেরও একটা স্থান রয়েছে। পেরুচো মোরালেস তার ইউটিউব একাউন্টে মেরিদার শহরেরই “কমেদিয়ান্তা” দলের পরিবেশনা ভাগাভাগি করেছেন।

থাম্বনেইল [2] “পথের সূর, মেরিদা, ভেনিজুয়েলা” ফ্লিকার ব্যবহারকারী ডেভিড হার্ণান্দেজের। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স [3]-এর মৌলিক অবাণিজ্যিক-সমান ভাগাভাগি কৃতজ্ঞতা ২.০ ২.০ (সিসি-বাই-এনসি-এসএ ২.০) –এর আওতায় ব্যবহৃত।