চীন-ফিলিপাইন: স্কারবোরো জলসীমা নিয়ে উত্তেজনা বাড়ছে

চীন দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি সহ্য করবে না – রাষ্ট্রনিয়ন্ত্রিত চীনা গণমাধ্যম এই রিপোর্ট করার পর থেকে স্কারবোরো মগ্নচড়া বা হুয়াঙ্গিয়ান দ্বীপের বিতর্কিত জলসীমা নিয়ে চীন এবং ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে।

৮ই মে, ২০১২ তারিখে চীনা দৈনিক এর মন্তব্যে স্কারবোরো মগ্নচড়া বিতর্ক সম্পর্কে এর চীন “অসহনীয় কিছু সহ্য করবে না” শিরোনামের উপর জোর দেয় [ঝংওয়েন – চীনা ভাষা] এবং দক্ষিণ চীন সাগরে চীনা সরকারের সার্বভৌমত্ব প্রদর্শনের কূটনৈতিক কৌশল প্রকাশ করে।

জাতীয়তাবাদী কর্মক্ষমতা

জাতীয়তাবাদী চীনা গণমাধ্যমের মুখপত্র গ্লোবাল টাইমসের ৯ই মে তারিখের সম্পাদকীয়তে বলা হয়েছে যে [চীনা ভাষায়] “এই মোকাবেলা সামরিক সংঘাতে পর্যবসিত না হলে তা হবে বিস্ময়কর।”

স্থানীয় সংবাদপত্র আরো জানিয়েছে যে চীনা নৌবাহিনীর জাহাজ মগ্নচড়া থেকে ফিলিপাইনের জেলেদের তাড়িয়ে দিয়েছে [চীনা ভাষায়]। চীন স্কারবোরো মগ্নচড়া বিতর্ক সমাধানে সামরিক পন্থা অবলম্বন বা ঘরোয়াভাবে চীনা অনলাইন জাতীয়তাবাদ ব্যবহা্রের কোনটিই করবে না – ফিলিপাইনের সামরিক বিশেষজ্ঞদের দাবিটির [চীনা ভাষায়] প্রতিক্রিয়া হিসেবে জাতীয়তাবাদী মন্তব্যগুলো এসেছে।

ডংফ্যান স্টার টেলিভিশনের একজন প্রতিবেদক স্কারবোরো মগ্নচড়ার প্রধান প্রাচী্রে একটি চীনা পতাকা দাঁড় করিয়ে সার্বভৌমত্বের সর্বশেষ কর্মটি সম্পাদন করেছেন:

“黄岩 岛” (হুয়াঙ্গিয়ান  দ্বীপ) শব্দটি খোঁজা হলে চীনা সামাজিক মিডিয়া জাতীয়তাবাদী অনুভূতিতে ছেয়ে যায় এবং মূলধারার মিডিয়া এতে ঘৃতাহুতি দান করেছে। নিচে বিষয়টি সম্পর্কে বাছাই করা কিছু সাধারণ ওয়েইবো মন্তব্য রয়েছে:

周指辉:估计我国要实际控制黄岩岛——这是一个好机会,希望能顺手把菲占的其他岛也给一并拿了!

@周指辉 [চীনা ভাষায়]: মনে হচ্ছে যে আমাদের দেশ হুয়াঙ্গিয়ান দ্বীপের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এটা একটা সুবর্ণ সুযোগ, আমি আশা করি আমরা যেন আরো অন্যান্য দ্বীপেরও নিয়ন্ত্রণ নিতে পারি।

醉想丽华:[1/2]中国疆域领土确实很大,但没有一寸是多余的,关于领土问题没有谈判,只有战争,如果不准备动武就不要拿起武器,一旦遭人欺负,就应当瞬间回击;对于黄岩岛问题别每天总是在说是中国固有的领土,固有、固有听着就烦了,都已被人家欺负到这份上了,还无动于衷,不给一点颜色瞧瞧还真的以为好欺负,

@醉想丽华 [চীনা ভাষায়]: চীনা এলাকা আসলেই প্রকাণ্ড আর এর প্রতিটি ইঞ্চি পবিত্র। রাষ্ট্রীয় এলাকার বিষয়ে কোন আপস নেই, কেবল যুদ্ধই সমস্যাটির সমাধান করতে পারে। আমাদের অস্ত্র ধরতে এবং প্রস্তুত থাকতে হবে। যেহেতু আমাদের হুমকি দেয়া হয়েছে, আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রতিদিনই মিডিয়া বলছে যে হুয়াঙ্গিয়ান চীনের একটি অবিচ্ছেদ্দ অংশ। এটা খুব হতাশাজনক… আমাদের হুমকি দেয়া হয়েছে এবং আমরা কথা বলতেই থাকবো। এখন আমাদের কিছু রং দেখাতে হবে যেন তারা আমাদের শক্তি পরীক্ষা না করে।

黑匣子陈廖宇:黄岩岛问题特别满足各种国人从各方面的意淫。所以还是不要解决的好。

@黑匣子陈廖宇 [চীনা ভাষায়]: হুয়াঙ্গিয়ান সমস্যাটি বিভিন্ন দেশের [রাজনৈতিক এবং জাতীয়তাবাদী] কল্পনার খোরাক। তাই সমস্যাটির সমাধান না করাই ভাল।

佳琦-半正太V:对于最近的南海诸问题,中国一直都忍让,但这次黄岩岛和菲律宾闹的有点大。我想,是不是想拿来它试试刀,镇一下越南和小日本呢,

@佳琦-半正太V [চীনা ভাষায়]: চীন দক্ষিণ চীন সাগর সমস্যা মোকাবেলা করা ব্যাপারে খুবই ধীরস্থির। তবে ফিলিপাইন হুয়াঙ্গিয়ান দ্বীপের সমস্যাটি উস্কে দিয়েছে। আমার মনে হয় আমরা আমাদের ছুরির ধার পরীক্ষা করে দেখতে পারি ভিয়েতনাম এবং জাপানকেও কিছুটা সতর্ক করতে পারা যায় কিনা।

একজন মিডিয়াকর্মীর প্রতিক্রিয়া

গুয়াংঝু’র মিডিয়াকর্মী সু শাওজিন [চীনা ভাষায়] মিডিয়াতে জাতীয়তাবাদী আবেগ জ্বলে উঠার সমালোচনা করছেন:

如同我严厉批评我所任职的媒体机构一样,作为媒体及公众人物在此刻为民族主义情绪张目,确能两头讨好:政治上正确,也能获市场掌声。但这种功利思维或不自觉做法背后可能产生的灾难性后果,您应比我更有切肤之痛。这大概是我会使用“知识能力不足”的原因——因为这如果不是天真的话,就是别有用心。

মিডিয়াকর্মী এবং নাগরিক ব্যক্তিত্ব হিসেবে আমরা বাজার থেকে বাহবা কুড়াতে এবং এই মুহূর্তে জাতীয়তাবাদী অনুভূতিতে তেল দিয়ে নিজেদের রাজনৈতিকভাবে সঠিক থাকা উপভোগ করতে পারি। তবে এধরনের উপযোগবাদ দেশের জন্যে দুর্যোগ বয়ে আনবে এবং আমার চেয়ে আপনার [সম্ভবত আরো অভিজ্ঞ কোন মিডিয়াকর্মীকে নির্দেশ করে] আরো [বেশি] বেদনাদায়ক অভিজ্ঞতা রয়েছে। আমি বলি কি [হুয়াঙ্গিয়ান] সমস্যা মোকাবেলার ক্ষেত্রে জ্ঞান এবং ক্ষমতার অভাব রয়েছে – কারণ এটা যদি অনভিজ্ঞতা না হয় তবে এর [প্রতিবেদন এবং মন্তব্যগুলোর পিছনে] লুকানো কিছু বিষয় রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .