এই পোস্ট আমাদের বিশেষ কভারেজ তিউনিসিয়া বিপ্লব ২০১১ এর অংশ বিশেষ।
কমিউনিটি ব্লগ নাওয়াত এবং আইএফইএক্স-টিএমজি (আন্তর্জাতিক ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জের তিউনিসিয়ার মনিটরিং শাখা) মিলে তিউনিসিয়ায় মত প্রকাশের স্বাধীনতা ক্যাম্পেইন শুরু করেছে। গত বছর থেকেই এই ক্যাম্পেইন চালুর উদ্যোগকে হুমকি দেয়া হচ্ছিল।
নাওয়াত ক্যাম্পেইনের পরিচিতি [ফরাসি ভাষায়] প্রসঙ্গে জানায়:
À l’occasion de la Journée mondiale de la liberté de la presse et en soutien à la libre parole en Tunisie, une campagne publique en faveur de la liberté d’expression est lancée du 1er au 15 mai 2012. Cette campagne est menée par Nawaat et le Groupe d’observation de la Tunisie organisé par l’Échange international de la liberté d’expression (TMG de l’IFEX), une coalition de 21 membres de l’IFEX. Cette campagne est également soutenue par l’Union européenne et Oxfam Novib
তিউনিসিয়ার সংবাদপত্রে, রাস্তার বিলবোর্ডে ক্যাম্পেইনের বিজ্ঞাপন, এবং এই উদ্যোগের অংশ হিসেবে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়াও ফ্লিটিং ওয়ার্ডস নামের একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে, যেখানে জাইন এল আবেদিন বেন আলীর শাসনকালে এবং তার পরের সময়কালে বিভিন্নজনের লেখা প্রবন্ধ, কলাম এবং কবিতা স্থান পেয়েছে। তাছাড়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বেশকিছু ট্রেনিং এবং ওয়ার্কশপ রয়েছে।
মত প্রকাশের স্বাধীনতার বিরোধী জাইন এল আবেদিন বেন আলীর শাসনক্ষমতা থেকে উত্খাত হওয়ার ১৮ মাস পরে এই ক্যাম্পেইন শুরু হলো। এই ১৮ মাসে মত প্রকাশের স্বাধীনতা অনেকটাই প্রতিষ্ঠিত। এ সময়ের অর্জনের মধ্যে রয়েছে সেন্সর ছাড়াই ইন্টারনেটে প্রবেশাধিকার, প্রতিবাদ জানানোর সংস্কৃতি চালু, গণমাধ্যমের সংখ্যাবৃদ্ধি এবং ক্যারিকেচারের মতো আর্টের উত্থান। বেন আলীর পলায়ন নিয়ে প্রচুর ক্যারিকেচার হয়েছে এ সময়ে।
তবে পুরোনো সংস্কৃতি এখনো পুরোপুরি দূর করা যায় নি। ফেব্রুয়ারি মাসে আরবি ভাষার দৈনিক পত্রিকা অ্যাটিউনিসিয়ার তিন সাংবাদিককে গ্রেফতার করা হয় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার সামী খেদিরা ও তার মেয়েবন্ধুর নগ্ন ছবি পত্রিকার প্রথম পাতায় প্রকাশ করার জন্য। মে মাসের ৩ তারিখে (বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস) তিউনিসিয়ার একটি কোর্ট ইরান-ফরাসী অ্যানিমেটেড ছবি পারসেপলিস সম্প্রচার করার জন্য নেসমা টিভির মালিককে জরিমানা করে।
সেন্সরশিপ ইনডেক্সে আইএফইএক্স-টিএমজি একজন সদস্য মন্তব্য করেন:
বেসরকারি মালিকানাধীন নেসমা টিভির পরিচালক নাবিল কারুইকে ব্লাসফেমি এবং পাবলিক অর্ডার ভঙ্গের অভিযোগে আদালত কর্তৃক অভিযুক্ত হওয়ার প্রেক্ষিতে এই সেক্টরে আমাদের সবসময় কাজ করে যেতে হবে।
এই পোস্ট আমাদের বিশেষ কভারেজ তিউনিসিয়া বিপ্লব ২০১১ এর অংশ বিশেষ
1 টি মন্তব্য