- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কলম্বিয়া: কারমাতা রুয়া আদিবাসী সংরক্ষিত এলাকা্ ভ্রমণ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, আদিবাসী, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

সম্প্রতি কলম্বিয়ার মাল্টিমিডিয়া ওয়েব চ্যানেল তোদোলোকেয়াই [1] [স্প্যানিশ] ক্রিষ্টেন্ডোম (খ্রিষ্টীয়) নামে পরিচিত এম্বেরা-চামি আদিবাসী সংরক্ষিত এলাকা্র একটি স্বল্পদৈর্ঘ্য দৃশ্যমান যাত্রা পোস্ট করেছে। এখানকার অধিবাসীরা বর্তমানে এই নামের পরিবর্তে তাদের পৈতৃক নাম “কারমাতা রুয়া” হিসেবে পরিচিতি পাওয়ার চেষ্টা করছে।

আন্দিজ এবং জারদিন শহরের মধ্যে অবস্থিত সংরক্ষিত এলাকাতে চ্যানেলটির জন্যে একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র রেকর্ডিংয়ের সময় দানিয়েল কিনতেরো ছোট, প্রায় নীরব ভিডিও ধারণের [2] সুযোগ গ্রহণ করেছেন:

Estando allí, Daniel Quintero usó su tiempo para apuntar su cámara y capturar colores, actividades y gestos de los habitantes de este resguardo que cuenta alrededor de 150 años de existencia y hoy acoge a cerca de 1600 personas.

 

সেখানে থাকার সময় দানিয়েল কিনতেরো প্রায় ১৫০ বছরের পুরোনো এবং আজ প্রায় ১৬০০ মানুষকে স্বাগত জানানো এই সংরক্ষিত এলাকার বাসিন্দাদের রং, কর্মকাণ্ড এবং অভিব্যক্তি ধারণ করার জন্যে তার ক্যামেরা তাক করতে যথেষ্ট সময় নিয়েছিলেন।