- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিও: এডোবি যুবকণ্ঠস্বর পুরস্কারের ভোট শুরু

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ক্যারিবিয়ান, মধ্যপ্রাচ্য ও উ. আ., ল্যাটিন আমেরিকা, ইরাক, উরুগুয়ে, কানাডা, বনএয়ার, ডিজিটাল অ্যাক্টিভিজম, দেশান্তর ও অভিবাসন, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, যুবা, শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্য

এডোবি যুবকণ্ঠস্বর পুরস্কার [1] হলো বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত বিভিন্ন কমিউনিটির সঙ্গে এডোবি ফাউন্ডেশনের কাজগুলো প্রদর্শনের একটি প্রতিযোগিতা। এটা হলো বিদ্যালয় বা বিদ্যালয়ের বাইরের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুব ক্ষমতায়ন। এখানে তারা নিজেদের প্রকাশ করার জন্যে মাল্টিমিডিয়া হাতিয়ারের (টুল) ব্যবহার শিখে নিজেদের সম্ভাবনা প্রদর্শন এবং চিন্তা-ভাবনা ভাগাভাগি করতে এবং তাদের কমিউনিটিগুলোর পরিবর্তনে নেতৃত্ব দিতে পারে।

এডোবি যুবকণ্ঠস্বরের বৈশ্বিক নেটওয়ার্কে বর্তমানে ৭৫০টিরও  বেশি সাইট এবং ৫০টি দেশের ক্রমেই বেড়ে চলা একটি বিশাল সংখ্যক অনুদানগ্রহীতা ও সংগঠন অন্তর্ভুক্ত। শুরু থেকে এপর্যন্ত এডোবি যুব কণ্ঠস্বর বিদ্যালয় বা বিদ্যালয়বহির্ভূত বিভিন্ন কর্মসূচীতে ১,৫০,০০০ তরুণ-তরুণী এবং ৮২,০০০ শিক্ষাবিদকে যুক্ত করেছে।

ভিডিওসহ চুড়ান্ত ১৬০টি পণ্য [2] অনলাইনে ফেসবুক এবং টুইটারের  মতো বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে  দেখা  এবং  ভাগাভাগি করা যাবে। তথ্যচিত্র, সঙ্গীত ভিডিও, কবিতা, অডিও, গ্রাফিক ডিজাইন, আখ্যান,  এনিমেশন এবং ফটোগ্রাফির মতো প্রতিটি বিভাগশ্রেণীতে দর্শক-শ্রোতাদের একটি  পুরস্কার রয়েছে যেখানে প্রতিটি ভাগাভাগি, টুইট এবং পুণঃটুইট এক  ভোট  হিসেবে গণ্য হবে। ৮ই জুন, ২০১২ পর্যন্ত ভোটদান  চলবে।

http://www.youtube.com/watch?v=QbnAXzLMaoU [3]

উদাহরণস্বরূপ, এই তথ্যচিত্রটি [4] তে উরুগুয়ের ১৮ বছর বয়সী স্টেলা সারাজীবনের জন্যে সিন্ড্রোমটি বয়ে বেড়ানো সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে তার বোনের সঙ্গে ডাউন সিন্ড্রোমের অভিজ্ঞতাটি ভাগাভাগি করেছেন।

গৃহ অন্বেষণ [5] হলো ইরাকী মের মাহেরের একটি  আখ্যান, যেখানে সহিংসতা ও যুদ্ধের কারণে তার পরিবারের অভিবাসনের – বিশ্বের বিভিন্ন স্থানে বহুবার যাত্রাবিরতি করে শেষপর্যন্ত কানাডাতে একটি নতুন বাড়িতে খুঁজে পাওয়ার – গল্পটি বলা হয়েছে।

বোনেয়ার থেকে জাঁভিয়ে জাঙ্গা [6] কোন ব্যক্তির নিজের পরিবর্তন থেকে কীভাবে পরিবর্তন শুরু হয় সে সম্পর্কে একটি অ্যানিমেশন ভাগাভাগি করেছেন।

Adobe Youth Aspire Awards [2]

এডোবি যুবকণ্ঠস্বর পুরস্কার