- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কেনিয়াঃ বেক ব্লগ পুরস্কার ২০১২

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কেনিয়া, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি

৫ মে ২০১২-এ, ব্লগার অ্যাসোসিয়েশন অফ কেনিয়া (বেক) [1] সেই সমস্ত ব্লগারদের পুরস্কার প্রদান করছে, যারা নিয়মিতভাবে লিখে থাকেন, চমৎকার এবং প্রয়োজনীয় সব লেখা, যে সমস্ত লেখা সৃষ্টিশীল এবং উদ্ভাবনী চিন্তায় ভরপুর। গুণগত মানসম্পন্ন লেখাকে তুলে ধারার প্রচেষ্টার অংশ হিসেবে বেক এই পুরস্কার প্রদান করেছে।

ব্লগার অ্যাসোসিয়েশন অফ কেনিয়া হচ্ছে:

বেক হচ্ছে কেনিয়ার ওয়েবে যে সমস্ত লেখা আসে সেগুলোকে তুলে ধরার একটি মাধ্যম এবং কেনীয় বংশদ্ভূত একদল লেখক এখানে কাজ করেন, যাদের কেউ প্রবাসী, আবার কারো বাস কেনিয়াতে এবং তারা যা চায়, তা হচ্ছে:

তারা যে সমস্ত লেখা তৈরী করে, তার একটা সিন্ডিকেট তৈরী করা,
এই ধরনের লেখকদের সাথে এক যোগাযোগ তৈরী করা,
কেনিয়ার ব্লগার অ্যাসোসিয়েশনের আইনগত এবং সম্প্রদায়গত প্রতিনিধিত্ব লাভ করা।

নেজরি ওয়াঙ্গারির তার নিজস্ব ব্লগে বেক ব্লগ পুরস্কারের কথা ঘোষণা করতে গিয়ে লিখেছেন [2]:

২০০৬ সালে কেনিয়ার ব্লগারদের প্রথম এবং শেষবারের মত পুরস্কার প্রদান করা হয়।

কেনিয়ার ব্লগের এক এ্যাগ্রোগেটার সাইট কেনিয়ান ব্লগ ওয়েবেরিন (কেবিডাব্লিউ) এর পৃষ্ঠপোষক কেনিয়া আনলিমিটেড এই পুরস্কার প্রদান করেছিল। ২০০৬ সালে যখন এই কেইবি নামক পুরস্কার প্রদান করা হয় তখন কেনিয়াতে খুব সামান্য সংখ্যক ব্লগের দেখা পাওয়া যেত এবং বেশীর ভাগ ব্লগাররা একে অপরকে নামে চিনত।

সে সময় বেশ কয়েকটি বিভাগে যারা পুরস্কার জিতেছিল, তাদের অনেকে এখনো ব্লগিং করছে, তবে এমন অনেকে রয়েছে, যারা আরো (বড়) পরিসরে চলে গেছে এবং তারা এখন আর নিজেদের ব্লগার বলে মনে করে না।

বানকেলেলে (ডানে) সেরা বাণিজ্য ব্লগের পুরস্কার লাভ করেছে। ছবি নেজরি ওয়াঙ্গারির সৌজন্য।

নিম্নলিখিত ধাপে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে:

১ মনোনয়ন গ্রহণ

১৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বেক, প্রতিযোগিতার ১৪টি বিভাগের জন্য মনোনয়ন গ্রহণ করেছে।

২ বিচারকরা সেরা ৫টি ব্লগকে বাছাই করেছে

২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ব্লগের বিচার কাজে নিয়োজিত বিচারক এবং প্রচার মাধ্যমের বিশেষজ্ঞরা পরবর্তী রাউন্ডের জন্য ১৪ টি বিভাগের প্রতিটির জন্য সেরা পাঁচটি ব্লগ বাছাই করে। এই সমস্ত ব্লগগুলো বেক ব্লগ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

অনলাইন ভোটিং

১০ এপ্রিল তারিখে ভোট প্রদানের জন্য ব্যালট বাক্স খোলা হয় এবং ২৬ এপ্রিল ছিল ভোট প্রদানের শেষ দিন। ভোট প্রদানের জন্য ভোটারদের ফেসবুক বা টুইটারের যে কোন একটি বেছে নিয়ে এর মাধ্যমে লগইন করে ভোট দিতে হবে, আর প্রতিটি বিভাগে একটি মাত্র ভোট প্রদান করা যাবে।

৪ আর পুরস্কার বিজয়ীরা হচ্ছে…

২৮ এপ্রিলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে [ পরিবর্তিত তারিখ ৫ মে-তে এই পুরস্কার প্রদান করা হয়]

নাইরোবির সেরেনা হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান এই অনুষ্ঠানের কর্পোরেট স্পনসর ছিল, যেমন সাফারিকম, গুগল +, মাইক্রোসফট, ভার্চুয়াল সিটি, স্যামসং, এক্সেস কেনিয়া এবং ক্যাপিটালএফএম কেনিয়া ওয়েব সাইটে তা সরাসরি প্রচার করা হয়।

এবং ২০১২-এর বেক ব্লগের পুরস্কার বিজয়ীরা [3] হচ্ছে:

Bake logo

বেক-এর লোগো, ছবির উৎস : http://bloggers.or.ke/।

সেরা বাণিজ্য ব্লগ
http://bankelele.blogspot.com
সেরা কৃষি ব্লগ
http://emmiekio.blogspot.com
সেরা সৃষ্টিশীল লেখনি ব্লগ
http://www.crazynairobian.com
সেরা ফ্যাশান ব্লগ
http://www.nanciemwai.com
সেরা খাদ্য ব্লগ
http://healthylivingkenya.wordpress.com
সেরা সাধারণ ব্লগ
http://muruginjehia.blogspot.com/
সেরা সংবাদপত্র ব্লগ
http://www.my254.com
সেরা কর্পোরেট ব্লগ
http://blog.batakenya.com
সেরা ফটোগ্রাফি ব্লগ
http://www.mutuamatheka.co.ke
সেরা রাজনীতি ব্লগ
http://www.dennisitumbi.com
সেরা ক্রীড়া ব্লগ
http://www.michezoafrika.com
সেরা প্রযুক্তি ব্লগ
http://www.moseskemibaro.com
সেরা টুইটারকারী- কর্পোরেট
http://twitter.com/KenyaRedCross
সেরা টুইটারকারী – ব্যক্তিগত
http://twitter.com/KoinangeJeff

বেক ব্লগ পুরস্কার-২০১২-এর বিজয়ীদের গ্লোবাল ভয়েসেস-এর অভিনন্দন।