আর্মেনিয়া: নির্বাচনী প্রচারণায় বেলুন বিস্ফোরণে বিশৃঙ্খলা

শুক্রবার,৪ মে তারিখে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে সংসদীয় নির্বাচনী প্রচারণায় এক বিপর্যয়ের ঘটনা ঘটে, যখন দৃশ্যত এক সিগারেট গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। সংবাদে বলা হয়েছে যে এই বিস্ফোরণে ১৪০ জনের বেশী নাগরিক আহত হয়েছে

সংসদীয় এক গুরুত্বপূর্ণ নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটল। এই অনুষ্ঠানে একটি কনসার্ট অনুষ্ঠিত হবার কথা ছিল, যা কিনা শাসক দল আয়োজন করেছিল এই আশায় যে, নির্বাচনে জিতে দেশটির ১৩১টি আসনের জাতীয় সংসদকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে।

@রিপসি:আর্মেনিয়ার ইয়েরেভান-এ @ নির্বাচন পূর্ববর্তী কনসার্টে আতঙ্ক তৈরী হয়েছে। এখানে আসলে কি হচ্ছে? # ইয়েরেভান# আর্মেনিয়া?

@এনএইচসি_ নো: নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ইয়েরেভান-এ রিপাবলিকান পার্টির শোভাযাত্রা, যা কিনা সংকীর্ণ রিপাবলিকান স্কোয়ারে অবস্থান করছিল, সেখানে গ্যাস বেলুনের বিস্ফোরণ-এ ১৪৪ জন আহত হয়েছে, #আর্মেইলেকশন।

@অয়ানওমফটো:শাসকদল এইচএইচকের শোভাযাত্রায় কনসার্ট-এর পর বেলুন বিস্ফোরণের ঘটনায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। http://bit.ly/J7EVMA #আর্মেইলেকশন।

@ইরস্তোমাশভিল: ভয়াবহ পরিস্থিতি… #ইয়রাভানে নির্বাচনী প্রচারণা বেলুন বিস্ফোরণে ১৪৪ জন নাগরিক হাসপাতালে। http://bit.ly/Kw3QFU ভায়া @ওয়ানওমফটো।

@দিসইজলেডিক্রিস: @ইরস্তোমাশভিলঃ @ওয়ানওমফটো:(শুনে মনটা খারাপ হয়ে গেল….আমি আসলেই ইয়েরেভানকে ভালবাসি। আশা করি তারা দ্রুত সেরে উঠবে।

@ইরস্তোমাশভিল: @দিসইজলেডিক্রিস @ওয়ানওমফটো আশা করি যেন তাই হয়। বিশেষ করে আমরা জানি যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

@ওয়ানওমফটো:হে যীশু, কোন নির্বোধ ঐ বেলুনগুলোতে কোন ধরনের গ্যাস ভরেছে। ছবিতে দেখা গেছে যে রিপাবলিকান স্কোয়ারে প্রচণ্ড বেলুন বিস্ফোরণ ঘটেছে। http://bit.ly/Km60y4 # আর্মেইলেকশন #আর্মেনিয়া

@আনজিপডব্লগ:পৃথিবীর কোন বস্তু দিয়ে এই সব বেলুনগুলো পূর্ণ করা হয়েছিল? # স্যাডএন্ডএ্যাংরি# আর্মেনিয়া# আর্মেইলেকশন

@জেসন_ ব্লসার:সর্বদা নির্ভরযোগ্য @রয়টার্স বলছে বেলুনগুলো হিলিয়াম গ্যাস দিয়ে ভর্তি করার কারণেই বিস্ফোরিত হয়। হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এই বিষয়টি মেনে নেওয়া উচিত! এটা বিস্ফোরিত হয় না বন্ধুরা!

@ ফোটো : “@টেলিগ্রাফ: আর্মেনিয়ার এক কনসার্টে বেলুন বিস্ফোরণে ১৪০ জন আহত http://tgr.ph/IMSznD”, কেন তারা বেলুনগুলোকে হাইড্রোজেন দিয়ে ভর্তি করে রেখেছিল?

@ডেরেকআরাইডজ: @ফটো @ টেলিগ্রাফ, সম্ভবত আর্মেনিয়া বিজ্ঞানের ক্ষেত্রে খানিকটা পিছিয়ে আছে?

এর পরের দিন, এই ঘটনার ভয়াবহতা প্রদান করে, নরওয়েজিয়ান হেলসিঙ্কি কমিটি টুইট করেছে যে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছে, কেন এর পরেও শোভাযাত্রা এবং কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

এনএইচসি_ নো :গতকালের ঘটনার পর ইয়েরেভান স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ১০০-র বেশী লোক হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই নিয়ে আলোচনা চলছে যে কেন এই ঘটনার পরেও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে # আর্মেইলেকশন

আনজিপড এই ঘটনায় কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন:

আমার প্রথম প্রশ্ন:

পৃথিবীর কোন বস্তু দিয়ে এই সব বেলুন ভর্তি করা হয়েছিল?

অসমর্থিত এক সূত্র জানাচ্ছে যে হিলিয়ামের বদলে এগুলো সস্তা গ্যাস দিয়ে ভরা হয়েছে, আমি সংবাদের এই সংস্করণ বিশ্বাস করি।

আমরা দ্বিতীয় প্রশ্ন

কেন এ রকম এক ভয়াবহ ঘটনার পর “ কনসার্ট” চালিয়ে যাওয়া কি ঠিক? আর কেন, এ রকম একটা ঘটনার পর আর্মেনিয়ার রাষ্ট্রপতি তার পূর্ব নির্ধারিত ভাষণ এমন ভাবে প্রদান করে গেলেন যেন কিছুই হয়নি?

না, সব সময় অনুষ্ঠান “প্রদর্শন চলতে থাকার” বিষয়টি ঠিক নয়।
[…]
আমরা মতামত

মানব জীবনের প্রতি কি এক নির্মম অশ্রদ্ধা!!!
***
আমি অত্যন্ত বেদনার্ত এবং ক্ষুদ্ধ। আমার চিন্তা এই সব আহত লোকদের জন্য…

প্রচার মাধ্যমের সংবাদে পরে এই বিষয়টি যুক্ত করা হয় যে শাসক দলের অর্ন্তবর্তীকালীন সভাপতি সেরজে সারগাসিয়ান, হাসপাতালে আহতদের দেখতে যান। কিন্তু সংবাদে যখন জানা গেছে যে আহতদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫৪-এ পরিণত হয়েছে, তখন অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .