বাহামাবাসী দেশের সাধারণ নির্বাচনে সোমবার (৭ই মে) ভোট দিবে। ভোটের দিনের এক সপ্তাহেরও কম সময় হাতে থাকায় ব্লগাররা তাদের রাজনৈতিক পছন্দ সম্পর্কে তাদের চিন্তা পোস্ট করতে শুরু করেছে।
ওয়েবলগ বাহামাতে লিখতে গিয়ে রিক লো’ও মুক্ত জাতীয় আন্দোলনের (ক্ষমতাসীন) একজন সাবেক মন্ত্রি পরিষদ সদস্যের প্রধানমন্ত্রী হিউবার্ট ইনগ্রাহাম’কে “অবিশ্বস্ত” দাবির প্রতিটি যুক্তিকে পরীক্ষা করে একে “বাহামার রাজনীতির একটি আকর্ষণীয় সময়” হিসাবে অভিহিত করেছেন:
এটা কী অবিশ্বস্ততা নাকি এভাবেই সংখ্যাগরিষ্ঠতার শাসন কাজ করে? এফএনএম-এর ৫১% ভাগের বেশি আমাদেরকে নয়, জনাব ইনগ্রাহামকে সমর্থন করেছে। কিন্তু আমরা কী এখনো ক্ষোভ লালন করবো বা আমাদের ক্ষত পুষে রেখে চলতে থাকবো?
এগুলো একটি প্রশ্ন দাবি করে। জনাব ইনগ্রাহাম ও তার সমর্থকরা কী মনে দাপাচ দলটিকে বিশ্বাস করা যায় না? সব কিছু ফিরে দেখার পর এটিকে বেশ যুক্তিসঙ্গত মনে হয়।
পরিস্থিতি এবং তথ্য দৃষ্টিকোণ পালটে দেয়। আমি জানি যে সময়ের সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিকোণ বদলেছে এবং আমার অনুমান বাস্তবতায় পর্যবসিত হচ্ছে যে সরকার যত বড় হবে আমরা তত খারাপ নাগরিক হিসাবে প্রতীয়মান হব।
কিন্তু আমাদেরকে ধরাশায়ী করা হলে আমাদেরকে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে আবার সবকিছু শুরু করতে হবে। আজকে যারা এখানে রয়েছেন তাদের এবং ভবিষ্যত প্রজন্মের জন্যে আমাদের দেশটিকে একটি ভালো জায়গায় পরিণত করার জন্যে আমি একরকম আমার রাজনৈতিক ক্ষত পুষছি এবং জননীতি সম্পর্কে জানার, চিন্তা এবং সমালোচনা করার এবং বিকল্প উপস্থাপনের জন্যে আমার অবসর সময় ব্যয় করছি।
ইতোমধ্যে রাজনৈতিক বাহামা ব্লগ রিপোর্ট করেছে যে এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক জোটটি বাহামার পেট্রোলিয়াম কোম্পানীর সঙ্গে অভিযুক্ত যোগাযোগের কারণে প্রগতিশীল উদার দলের নেতা পার্সিভাল “পেরি” ক্রিস্টির অর্থাৎ বিরোধীদলীয় নেতার পদত্যাগের আহবান জানাচ্ছে।
যখন ওয়েব্লগ বাহামার এডওয়ার্ড হাচেসন ভাবছেন “১৯৮৪ সালে ভিন্ন কিছু পছন্দ করা হলে জাতিকে বর্তমানে কেমন দেখাতো”, সেসময় বাহামা প্রজাতন্ত্র আসন্ন নির্বাচন সম্পর্কে “একটি শেষ ভবিষ্যদ্বাণী” করা ঠিক মনে করছে:
বর্তমানের মতোই নির্বাচনের পর বাহামাতে বরাবর একই সরকার আসছে। কিছুই পরিবর্তন হবে না। আমি ঠিক সেটাই বলছি। তবে: তার মানে এই নয় যে আমি বিশ্বাস করি যে এফএনএম জয়লাভ করবে, হিউবার্ট ইনগ্রাহাম আবার প্রধানমন্ত্রী হবেন। এটা বলা হচ্ছে বলার অপেক্ষা রাখে না যেই সংসদে বেশি সদস্য পাঠাক না কেন অথবা প্রধানমন্ত্রীর নাম হিউবার্ট ইনগ্রাহাম, পেরি ক্রিস্টি বা ব্র্যানভিল ম্যাকার্থি যাই হোক না কেন, আমাদের সামনে পেশ করা নীতি এবং শাসনের ধরনের উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না।
বাহামা তোমার আরো ভাল কিছু পাওয়ার যোগ্য। তবে তুমি ভাল কিছু দাবি না করলে সেই পুরোনোটিই, একই পুরোনোটিই পাবে।