জাকার্তার গভর্ণর পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচনের উত্তাপে ফাউজি বোও’ বিতর্ক সৃষ্টি করেছেন । নেটনাগরিকরা তার মধ্যমাঙ্গুলি সালাম দেয়া একটি ছবি প্রকাশ করলে এই পরিস্থিতির উদ্ভব ঘটে।
দুই সপ্তাহ আগে গভর্নর জাকার্তা্র বাং কর্ণ স্টেডিয়ামে একটি যুব অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় ঘটনাটি ঘটেছে। একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে দাঁড়িয়ে থাকার সময় মেয়েটির ভঙ্গি অনুসরণ করে তাকে তার মধ্যমাঙ্গুলি উত্তোলন করতে দেখা যায়। অল্পবয়সী জনগণ আয়োজিত অনুষ্ঠানে সমর্থন দিয়ে সুনাম অর্জনের পরিবর্তে ফোকে নামে জনপ্রিয় ফাউজিকে একটি খারাপ উদাহরণ সৃষ্টি করতে দেখা গিয়েছে।
“অশোভন” আচরণে নেটনাগরিকরা তাদের বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করলে ফোকের মুখপাত্র বলেছেন যে গভর্নর একটি ব্যান্ড প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্যে জড়ো হওয়া অল্পবয়সীদের মাঝে কৌতুক করছিলেন মাত্র। গভর্নর দাবি করেন যে তিনি “ঐ ধরনের জিনিস বুঝেন” না।
অনেক নেটনাগরিক তাদের বিস্ময় লুকিয়ে রাখতে পারছেন না:
@vankaay baru nyadar, bapak fauzi bowo.. acungin jari tengah pas lagi rame rame sama komunitas motor. mau gaul atau gatau artinya pak?hualahh
@Ganyut Fauzi bowo mulai berkampanye dgn mempromosikan jari tengah,..hidup jari tengah paak!,..lanjuuuutttt!!
@ariefadjar jargon kampanye yang akan diserukan oleh Fauzi Bowo adalah “FOKE YOU!!!” sembari mengacungkan jari tengah. :)))”
প্যাঞ্জেরান শি্যাহান একটি কলাম লিখেছেন এবং বুঝতে চেষ্টা করছেন:
মধ্যমাঙ্গুলি উঁচিয়ে মুখে পিতৃতুল্য হাসির আঠা, এই একই হাসিটি সারা রাজধানী জুড়ে বিলবোর্ডে দেখা যায় যেখানে তিনি শান্ত এবং দৃঢ়। এটা একধরনের ভাষাহীন যোগাযোগ যাতে জনগণের প্রতি তার চিন্তাধারার প্রতিফলন ঘটেছে…
…সামান্য একটু বিভ্রান্তিকর হলো যে ভঙ্গিটি করার সময় গভর্নর সেটা চিন্তা করছিলেন না। তার কর্মী পরিষ্কার করে দিয়েছেন ফাউজি মধ্যমাঙ্গুলি অভিবাদনের ভাবার্থটির সঙ্গে পরিচিত ছিলেন না এবং তিনি তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যান্ড সদস্যদের অনুকরণ করছিলেন মাত্র।
১১ই জুলাই জাকার্তাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ফোকে অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নিচ্ছেন না। একটি টিভি বিতর্কে দেখা না দিয়ে গত সপ্তাহে তিনি ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রকাশ্য বিতর্কের মুখোমুখি হওয়ার সুযোগটিও ফিরিয়ে দিয়েছেন।