তিউনিশিয়া: রাষ্ট্রীয় টেলিভিশনের চ্যানেলের ভবিষ্যৎ প্রশ্নে সংঘর্ষ

রাষ্ট্রীয় টেলিভিশনের সামনে আট সপ্তাহ ধরে চলা অবস্থান ধর্মঘটের ২৫ এপ্রিলে পরিসমাপ্তি ঘটেছে। প্রতিবাদকারীদের দাবী যে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ওয়াতানিয়া বিতাড়িত স্বৈরশাসক বেন আলিকে সমর্থন করেছে এবং বিক্ষোভাকারীরা চ্যানেল কে শুদ্ধি অভিযানের দাবী জানায়। যখন সরকারে তাদের দাবীর প্রতি নজর দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে, তখন অবশেষে বিক্ষোভকারীরা স্থানত্যাগ করতে রাজী হয়।

সমালোচকেরা যুক্তি প্রদান করেছেন যে বিশেষ করে আল ওয়াতানিয়ার গুরত্বপূর্ণ সময়ের সংবাদে শাসক দল এননাহাদার বিরুদ্ধে সংস্কারমূলক মনোভাব পোষণ করে। এই চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সরকারের কাজকে ঠিক মত তুলে ধরে না। ওয়াতানিয়ার বাইরে যে বিক্ষোভ, তা ক্রমশ উত্তেজনাপূর্ণ আকার ধারণ করে, তারা জড়ানো কাপড় এবং ব্লিচের বোতল ছুঁড়ে মারতে থাকে, তারা সংবাদ প্রদানকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান দাবী করে এবং সাংবাদিকদের উপর হামলা চালায়।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্ভাব্য বেসরকারিকরণের বিষয়ে এন্নাহাদার এক প্রতিনিধির ঘোষণা এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি করে। এরপর বিক্ষোভকারীদের এলাকা ত্যাগ করতে বলা হয়, এবং সরকার তাদের দাবীর প্রতি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে, যার মধ্যে অর্থনৈতিক ও প্রশাসনিক দূর্নীতির বিষয় নজর দেওয়ার এবং অতীতে বেন আলীর সময় যে সমস্ত কর্মচারী তার হয়ে প্রচারণা চালিয়েছে, তাদের অপসারণ করার মত দাবী রয়েছে।

তিউনিশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে তাবু।

তিউনিশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে তাবু। ছবি তিউনিকালচার.নেট-এর (সিসি বাই–এনসি এসএ ৩.০)

বিলমিরসাদ এই অবস্থান ধর্মঘটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেছে:

@Boukacheche_TN: أن تطالب بتطهبر ذاتي للتلفزة دون الكشف عن عناصر الفساد فيها فذلك يعني أن هدفك ابتزاز موظفيها بملفاتهم ليكونوا في صفك ‎‪#Tunisie‬‏ ‎‪#TTN‬‏
কোন ধরনের দূর্নীতির ঘটনা উন্মোচন না করে টেলিভিশনে স্বয়ং শুদ্ধি অভিযানের দাবী করার মানে হচ্ছে যে এখানকার কর্মীদের তাদের নথির মাধ্যমে ব্লাকমেইল করা, যাতে তারা আপনাদের দলে ভিড়তে বাধ্য হয়।

যখন প্রতিবাদকারীরা তাদের অবস্থান ধর্মঘটের অবসানের ঘোষণা প্রদান করে, এরপর সরকার প্রচার মাধ্যম সংক্রান্ত এক জাতীয় সম্মেলনের আহ্বান জানান। টুইটার ব্যবহারকারী@ টিএন_ রেভো টুইট করেছে:

@tn_revo: فضيحة: الحكومة تستعين لإصلاح الاعلام بأشخاص ساهموا في تدجينه
কেলেঙ্কারী: প্রচার মাধ্যমের সংস্কারের বিষয়, সরকার তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে, যারা একে বশ করার কাজে অবদান রাখছে!

কর্মকৌশল বিষয়ক পরামর্শদাতা সেলিম তানফোস টুইট করেছে:

Sinon.personne ne trouve que la privatisation de la #TTN est une énième tentative de dérouter l opinon publique vers d autres occupations?

কেউ কি আবিষ্কার করতে পারছে না যে #টিটিএন [ তিউনিশিয়া ন্যাশনাল টেলিভিশন] হচ্ছে অন্যদের প্রাক দখলের বিষয়টি থেকে সবার মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বেসরকারী করণের এই আয়োজন?
তিউনিসিয়ার টেলিভিশন চ্যানেল বিক্রির জন্য রাখা আছে।

তিউনিসিয়ার টেলিভিশন চ্যানেল বিক্রির জন্য রাখা আছে। ছবি ফ্লিকার ব্যবহারকারী মোরাদ দাচরোয়ি (সিসি বাই–এনসি-এসএ ২.০)

প্রচার মাধ্যমের প্রতি সরকারের যে অসন্তোষ, মোহাম্মদ নিদাল বেতাইব তার সমালোচনা করেছে:

@NidhalBettaieb: Sinon le #tnGov n'arrête pas d'insulter la #TTN , mais ne cesse d'être présent sur ses plateaux

তিউনিশিয়ার সরকার # টিটিএনকে অপমান করা বন্ধ করেনি, কিন্তু ক্রমাগত সে তার মঞ্চে অবস্থান গ্রহণ করে আছে।

মেহেদি চারফি টুইট করেছে:

@___mehdi: bcp de bruit sur privatisation des medias publics.. je pense que meme pas en rêve, et ils le savent tres bien, c juste pour “faire peur”#TTN

রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বেসরকারিকরণ নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়েছে…আমি মনে করি না এমনকি তাদের স্বপ্নেও তারা তা কল্পনা করতে পারে, এবং তারা তা ভালো করে জানে, আমি মনে করি এটা শ্রেফ ভয় ধরানোর জন্য

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .