২৮ মার্চে, ভিডিও একটিভিস্ট আলি মাহমোদ ওথমানকে, হোমসের বাবা আমর-এর প্রচার মাধ্যমের সদর দপ্তর থেকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গী একটিভিস্টরা বিশ্বাস করেন যে তার গ্রেফতারের পর তার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে। ২৫ এপ্রিলে, সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন ওথমানের-এক বিশেষ সাক্ষাতকারের ঘোষণা করে, যা শীঘ্রই প্রচারিত হবে।
রাষ্ট্রিয় টিভি চ্যানেল আদদোনিয়ায় এই সাক্ষাৎকারের প্রচারের আগে এর যে টুকরো অংশ প্রচার করছিল, তাতে আলিকে প্রথমে তারা কারাকক্ষে দেখা যায়, এরপর রাফিক লাতিফকে সাক্ষাৎকার প্রদানের জন্য আলিকে বাইরে নিয়ে আসা হয়, এর সাথে এক নাটকীয় মিউজিক বাজতে থাকে এবং উপরে একটা লেখা ভাসতে থাকে “ আমাদের সাথে থাকুন…বাবা আমার-এর ভেতরের ঘটনা জানুন” (বাবা আমর হচ্ছে হোমসের একটি এলাকা যেখানে সরকারি বাহিনী গণহত্যা চালিয়েছে)। জোর করে ক্যামেরার সামনে স্বীকারোক্তি প্রদান করানো, সিরিয়ায় অত্যন্ত সাধারণ এক ঘটনা, এটি হচ্ছে অন্যদের বিরোধীদের দলে যোগদানে নিরুৎসাহিত করার এক পন্থা।
এই ভিডিও, যা ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় পাওয়া যাবে, তা স্বয়ং নিজেই কথা বলছে:
ওথমান, যে তার বন্ধুরা কাছে “আল জেড” (দাদা) নামে পরিচিত, মূলত সে এক সব্জি বিক্রেতা এবং সিরিয়ার গণ জাগরণের শুরু থেকে সে এই ঘটনার বিষয়বস্তু নথিভুক্ত করা শুরু করে। যারা বাবা আমর-এর সংঘর্ষের ঘটনা উপর সংবাদ প্রদান করছিল, তাদের জন্য সে ছিল দারুণ এক সাহায্যকারী, উক্ত এলাকার ভেতরে অবস্থান করতে থাকা আর্ন্তজাতিক সাংবাদিকদের এলাকা ত্যাগে সাহায্য করেছে ।
এমনকি যখন সিরিয়ার সামরিক বাহিনী উক্ত এলাকা পুনরায় দখল করে, তখন সে বাবা আমর-এ থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে।
শনিবার, ২৮ এপ্রিল তারিখে সিরিয় সময় রাত ৯টায়, “আমরা সবাই একটিভিস্ট আলি ওথমানের মত বীর” এই স্লোগানের মাধ্যমে আলি ওথমানের প্রতি একাত্মতা প্রদর্শন করে একটি “অনলাইন বিক্ষোভের” সূচনা করা হয়। বাবা আমর নিউজের সূত্রানুসারে:
সিরিয়ার প্রচার মাধ্যম আলিকে ব্যবহার করেছে এবং নাগরিকদের বলছে এমন এক অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন যা কিনা “ বাবা আমর-এর গোপনীয়তা উন্মোচন করবে”। আমরা জানি আলি দেখতে কেমন ছিল এবং তার ওজন কত ছিল, এটা পরিষ্কার যে তার উপর অত্যাচার করা হয়েছে এবং তার সাথে খারাপ আচরণ করা হয়েছে। এখন তাকে আদালতে নিয়ে যাওয়া হবে না, তাকে টিভিতে দেখানো হবে।
স্পেনের সাংবাদিক মনিকা জি. প্রিয়েটো টুইট করেছেন:
@monicagprieto: Patético. A Al Jed, jefe del equipo d periodistas ciudadanos de #BabaAmr, le obligan a ‘confesar’ sus crímenes en TV
তবে অনেক নেট নাগরিক এই সংবাদে স্বস্তি প্রকাশ করেছে যে, ওথমান এখনো জীবিত, কারণ গ্রেপ্তারকৃত অন্যদের এখনো কোন সংবাদ পাওয়া যাচ্ছে না। ফ্রি সিরিয়ান টুইট করেছে:
@ হামাইকো : একটিভিস্ট নউরা আল- জিজাউয়ি এবং আলি ওথমান এখনো গ্রেফতার হয়ে আছে, কিন্তু আমরা অন্তত জানি যে আলি এখনো জীবিত। তুরস্কের দুই সাংবাদিক এখনো নিখোঁজ।
এই অনলাইন দরখাস্তের মাধ্যমে নেটনাগরিকরা ওথমানের ক্রমাগত মুক্তির দাবী করে যাচ্ছে।