- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

স্পেইন: সেইন্ট জর্জেস দিবস, ক্যাটালান সংস্কৃতি এবং প্রতিবাদ

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, স্পেন, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

স্পেনের কাতালানে সেন্ট জর্জেস দিবস ( ডিয়াডা ডে সান্ট জর্ডি [কাতালান ভাষায়]) অত্যন্ত বিশেষ এবং ভিন্ন [1] এক উদযাপন। এই দিনের ঐতিহ্য [2] হচ্ছে উৎসবে বই এবং গোলাপ বিনিময় করা। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে একই সাথে ২৩ এপ্রিল তারিখটি হচ্ছে কাতালান ভাষা এবং সংস্কৃতির জন্য প্রতিবাদ [3] দিবস। এই বছর আমরা আরো বেশী বেশী প্রতিবাদ দেখতে পাব, কারণ নাগরিকরা সরকারের বাজেট কর্তন [4] -এর বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করতে যাচ্ছে, যা কিনা অন্য অনেক কিছুর সাথে শিক্ষা এবং কাতালান সংস্কৃতির উপর প্রভাব ফেলেছে।