এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশর নির্বাচন ২০১১/১২-এর অংশ।
মিশরীয় প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে শুধু মিশর নয় আরববিশ্বের সব স্থান থেকেই টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্কের দাবি উঠছে। ২০০৫ সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় মুবারক এধরনের বিতর্কের আহবান অস্বীকার করেন। কিন্তু বর্তমানে প্রথমবারের মতো একটি সত্যিকারের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় মিশরীয় ভোটাররা তাদের দেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানের মতো বিতর্ক দেখার অপেক্ষায় রয়েছে।
২২শে এপ্রিল তারিখে টুইটার ব্যবহারকারীরা “মোনাজারাত” (“বিতর্ক”) ধারণাটি নিয়ে আলোচনা করে এবং টেলিভিশনে মিশরের রাষ্ট্রপতি বিতর্কের আহবান জানায়।

১৯৬০ সালে টেলিভিশনে প্রচারিত প্রথম মার্কিন রাষ্ট্রপতি বিতর্কে সিনেটর জন এফ. কেনেডি এবং ভাইস প্রেসিডেন্ট রিচার্ড এম. নিক্সন। উইকিমিডিয়া কমন্স থেকে নেয়া ছবি।
বাসেম সাব্রি টেলিভিশনে রাষ্ট্রপতি বিতর্ক দাবি করে প্রচারাভিযান শুরু করেন এবং টুইটারে হ্যাশট্যাগ (#মোনাজারাত) ব্যবহার করেন।
সাফওয়াত সাফি টুইট করেছেন [আরবী]:
সাংবাদিক মোহাম্মদ আবদেল কোদোস তার ব্লগে লিখেছেন [আরবী]:
ব্লগার সারা লাবিব তার বিস্ময় প্রকাশ করেন [আরবী]:
টুইটার ব্যবহারকারী তা৭রিরো বিতর্কের কিছু বিষয় প্রস্তাব করেছেন:
@খেলালি: স্বাস্থ্য, বস্তি, রাস্তার শিশু, সাংস্কৃতিক ঐতিহ্য, উদ্ভাবন
লেখক মারওয়া এলনাগার প্রেসিডেন্ট নির্বাচনে পোস্টার উন্মত্ততার সমালোচনা করে টুইট করেছেন [আরবী]:
আয়াদ এলবাগদাদি কৌতুক করেছেন:
@আয়াদ_এলবাগদাদি: অন্ততঃ #মিশর-এর রাষ্ট্রপতি বিতর্ক আমাদের বিদ্যমান কৌতুক অভিনেতাদের কিছু নতুন রসদ সরবরাহ করবে!
হেশাম আলকুরাইনি বিশ্বাস করেন এধরনের বিতর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে [আরবী]:
এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মিশর নির্বাচন ২০১১/১২-এর অংশ।