চীনঃ জাপানী পর্নো তারকা সোলা আইওকে টেলিভিশনে নিষিদ্ধ করায় প্রতিক্রিয়া

সম্প্রতি চীনের সরকারি রেডিও, ফ্লিম এবং টেলিভিশন সংস্থা (স্টেট এ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিও ফ্লিম এন্ড টেলিভিশন বা এসএআরএফটি প্রশাসন) যাদের “খারাপ ভাবমূর্তি” রয়েছে, তাদের সরাসরি অনুষ্ঠান প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে [চীনা ভাষায়], যার ফলে চীনের একটি টিভি অনুষ্ঠান থেকে জাপানী পর্নো তারকা সোলা আইওকে প্রত্যাহার করে নিতে হয়েছে।

সোলা আইও চীনের সবচেয়ে জনপ্রিয় পর্নো তারকা। সাংহাই এক্সপ্রো-২০১০ নামক মেলার ওয়েব পোর্টালে মেলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে সে এক মুখপাত্র হিসেবে কাজ করে। তার সিনো ওয়েবোর একাউন্টে [চীনা ভাষায়] দশ লক্ষের বেশী ভক্ত রয়েছে।

যদিও সোলা চীনের তার উন্নত “ভাবমূর্তি” তৈরীর জন্য অনলাইনের জন্য ছোট ছোট শৈল্পিক ছবিতে কাজ করছে, কিন্তু এই বাস্তবতা সত্ত্বেও সে এই নিষেধাজ্ঞা এড়াতে পারেনি। তবে এই ঘটনায় তার ভক্তরা নিদারুন হতাশ। সোলার প্রতি তাদের সমর্থন প্রকাশের জন্য, ১৭ এপ্রিল ২০১২ তারিখে গুয়াংজুর একটি ফুটবল ম্যচে তার উল্লেখযোগ্য সমর্থক একটি শ্লোগান প্রদর্শন করেন। এতে বলা হচ্ছে যে দিয়ায়ু দ্বীপ [এই দ্বীপের মালিকানা নিয়ে চীন এবং জাপানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে]। আমাদের, সোলা আইও বিশ্বের:

'Sola Aoi belongs to the world' banner. Photo by Weibo User Chen Zhaohua

“সোলা আইও বিশ্বের” নামক ব্যানার, ছবি ওয়েব ব্যবহারকারী চেন ঝাহুয়া-এর।

এই স্লোগান, যা কিনা একই সাথে জাতীয়তা ভাবাবেগ এবং দাইয়ু দ্বীপের উপর চীনের দাবীর বিষয়কে তুলে ধরছে এবং একই সাথে পর্নো তারকার সমর্থকদের প্রতি আন্তর্জাতিক একাত্মতার কথা ঘোষণা করছে, দ্রুত এই ঘটনা সবার প্রচণ্ড মনোযোগ আকর্ষণ করে এবং ইন্টারনেটের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে।

ওয়েব ব্যবহারকারী সং জায়েদুর মন্তব্যে চীনের সোলার সমর্থকদের হতাশার সর্বোৎকৃষ্ট রূপটি ফুটে উঠেছে [চীনা ভাষায়]:

宋祖德:封杀苍井空,非常愚蠢!苍作为一个艺人,并没有危害社会,相反在我国做了不少慈善事业,她比我国很多艺人更坦诚更勤奋,苍的粉丝素质不比其他大腕的差,祖德以为,广电总局应该干点自己该干的事,乱作为有时比不作为更有害!

@宋祖德 : সোলা আইওকে নিষিদ্ধ করা একেবারে নির্বোধের মত কাজ। একজন শিল্পী হিসেবে, সে সমাজের কোন ক্ষতি করেনি। এর বিপরীতে সে অনেক দাতব্য কাজের সাথে যুক্ত। সে চীনের অনেক শিল্পের চেয়ে অনেক সত্য এবং কঠোর পরিশ্রমী। চীনের অন্য যে সব জনপ্রিয় তারকা রয়েছে, সোলার ভক্ত তাদের ভক্তের চেয়ে কোন অংশে নিকৃষ্ট নয়। আমি মনে করি এসএআরএফটিএর উচিত দৃশ্যপটে বিশৃঙ্খলার সৃষ্টি না করে তাদের নিজের কাজে মনোযোগ প্রদান করা।

সং-এর মাইক্রো ব্লগে ১৮৬৬ টি মন্তব্য এসেছে, যার বেশীর ভাগই তার বক্তব্যের প্রতিধ্বনি:

@绿茶喝我:那些所谓的文人专家卫道士,天天窝家里快着进看片,有精彩的还回放。关了快播就骂这个 卷内个,说别人破坏河蟹 危害下一代,你才是虚伪无耻,道德沦丧!

@绿茶喝我:এই সব তথা কথিত বিশেষজ্ঞ এবং নৈতিকতার বিচারকরা, দ্রুত গতিতে রিমোট চালিয়ে [ফাস্ট ফরোয়ার্ড মুডে] পর্নো চলচ্চিত্র দেখে এবং তারা কাঙ্খিত দৃশ্যের ক্ষেত্রে টেপকে আবার সেই জায়গায় নিয়ে যায়। যখন তারা তা দেখে শেষ করে, তখন এই চলচ্চিত্রের টেপকে অভিশাপ দিতে থাকে, তারা বলতে থাকে এই ধরনের বিষয়গুলো সামাজিক পরিবেশের ক্ষতি করে এবং তরুণ প্রজন্মকে বিনষ্ট করে। এই সমস্ত লোকগুলো এতটাই নিলজ্জ এবং নৈতিকতাহীন।

@单骑千里:现在这个操蛋的社会,就指望苍老师带来一点快感,广电总局都不放过,封杀了苍老师,那些宅男们、那些新生代农民工们,业余生活都干嘛呢?干嘛呢

@单骑千里:আমাদের মত একটা হতাশাজনক সমাজে, শিক্ষক সোলা আইও আমাদের আনন্দের উৎস। সোলাকে নিষিদ্ধ করে এসআরএএফ-এর আমাদের এই আনন্দকে ধ্বংস করতে এতটাই উদগ্রীব। সোলা ছাড়া, ওটাকু [নেট পাগল বা গিকস] এবং গ্রাম্য অভিবাসী শ্রমিকরা কোথা থেকে আনন্দ পাবে?

朴永春:广电总局的爷们,本来就很无聊!又让我们的生活少了一份颜色,多了一层灰色!

朴永春:এসএআরএফটি-এর মামারা কোন কাজের না। এখন ধূসর রঙ পাল্টে আরেকটি রঙ আমাদের জীবনে আসছে।

Cesc黄泳斌:广电局你凭什么人家,至少也给一个合理理由,我看来真正应该被封杀的还是你们这班搬弄是非,吃饱饭没事干的人

Cesc黄泳斌:এই নিষেধাজ্ঞার কারণ কি? আমরা তাদের নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দেব, যারা অন্যদের ভুলের বিষয়ে সংবাদ প্রদান করে।

ইয়াং গুয়াং ব্যাখ্যা করেছে [চীনা ভাষায়], কেন সোলা আইও চীনে এত জনপ্রিয়:

@杨国英V:【苍井空被封杀】:低俗的事,少数人可以做,多数人却不可以看,即使从良也不可以看!苍井空在中国为什么红?源自民众对伪道德的反叛!

@杨国英V: [সোলা আইওর নিষেধাজ্ঞার ক্ষেত্রে]: [চীনে] কেবল সংখ্যালঘু নাগরিক অশ্লীল আচরণ করতে পারে, এদিকে সংখ্যাগরিষ্ঠরা এমনকি তা দেখতেও পায় না। এমনকি পর্নো তারকারা যদি চলচ্চিত্রে শুটিং করা বন্ধ করে দেয়, তারপরেও চীনে কেন সোলা এত জনপ্রিয়? কারণ নাগরিকরা মেকি নৈতিকতার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .