- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পানামাঃ দরিদ্ররা বিস্মৃত হয়নি, আর এর জন্য অনলাইন ভিডিওকে ধন্যবাদ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, পানামা, উন্নয়ন, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি, সরকার

পানামার কোলন [1] নামক স্থানের কাছে অবস্থিত কোকো সোলো [2] একসময় ছিল পানামা খাল এলাকায় যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর ডুবোজাহাজের ঘাঁটি। আজ, কোকো সোলো হল কিছু দরিদ্রতম ও পানামার সবচেয়ে প্রান্তিক নাগরিকদের বাসস্থান।

২০০৮ সালে রয়টার্স, কোকো সোলোর “দারিদ্য ও ক্ষয়” সম্পর্কে একটি কাহিনী প্রকাশ করে [3]। যেখানে জন ম্যাককেইন-এর ( ২০০৮ সালের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী) জন্ম:

ম্যাককেইন-এর জন্ম ১৯৩৬ সালে, কোকো সোলোর যুক্তরাষ্ট্র পরিচালিত এলাকার ডুবোজাহাজ ঘাঁটিতে, যেখানে তার পিতা নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।

এখন, শহরের শিশুরা খোলা নর্দমার পাশে খেলে, যেগুলো এই ঘাঁটি ও সেখানকার বৃহৎ গৃহসমুহকে ঘিরে নির্মাণ করা হয়েছিল। এই সব গৃহ একসময় এখানে কর্মরত আমেরিকান নাগরিকদের পরিবারসমূহের বাসস্থান ছিল। এখন তা পরিত্যাক্ত এবং এর এখানে সেখানে কিছু ধ্বংসপ্রাপ্ত ভবনের টুকরা স্তুপ হয়ে আছে ।

একঘেয়েমিতে আক্রান্ত যুবকের এখানে অনাবৃত শরীরে চারদিকে ঘুরে বেড়ায়, তাদের শরীরে দলের উল্কি আঁকা, যে উল্কি তাদের হাতে খুন হওয়া মানুষের সংখ্যা তুলে ধরে। এক সময় যা ছিল সফটবল খেলার মাঠ, এখন তা লম্বা লম্বা ঝোপে ভর্তি।

প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে:

১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে পানামা ক্রমান্বয়ে ঘাঁটি ও খালের অবশিষ্ট অংশের নিয়ন্ত্রণ ফিরে পেতে শুরু করে। পরে কোকো সোলোকে বিশাল কন্টেইনারের টার্মিনালে রূপান্তর করা হয়, যা মানযানিললো নামে পরিচিত। ১৯৯৯ সালে ওয়াশিংটন, পানামার কাছে তার সর্বশেষ ঘাঁটি হস্তান্তর করে।

কিন্তু রয়টার্সের এই বিবরণ ছাড়াও, কোথাও কোথাও কোকো সোলো সম্বন্ধে সামান্য উল্লেখ করা হয়েছে। অনলাইন প্রচার মাধ্যমে প্রাপ্ত কয়েকটি অনলাইন ভিডিও হচ্ছে এমন অল্প কিছু উপাদান, যেগুলোতে এই সম্প্রদায়ের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে:

একটি সংগঠন যা প্রায়শই কোকো সোলো সম্বন্ধে ভিডিও আপলোড করে তার নাম “কাম্বিও ক্রিয়েটিভো [4]” (সৃষ্টিশীল পরিবর্তন),

একটি শিক্ষামূলক প্লাটফর্ম রয়েছে যা চিন্তা এবং দক্ষতা বিনিময়ের মাধ্যমে জটিল চিন্তাধারা, দৃঢ়তা এবং সব-অভিব্যক্তির মত বিষয় সবার সমানে তুলে ধরে। কোকো সোলোতে (কোলন,পানামা) একদল বিজ্ঞ পরামর্শদাতা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিনিময়ের সুবিধার্থে আমরা একটি জায়গা করে দিয়েছি। কোলন, পানাম সিটি এবং বিদেশ থেকে আসা বিজ্ঞ পরামর্শদাতাদের দ্বারা প্রতিমাসে আন্তবিভাগীয় কর্মশালা পরিচালিত হয়। আমাদের বিশ্বাস করি যে জ্ঞান, সৃজনশীলতা এবং ইতিবাচক অভিজ্ঞতার প্রেরণার মাধ্যমে, অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিকল্প কিছু খুঁজে পাবে।

[4]

ছবি কাম্বিও ক্রিয়েটিভোর ওয়েবসাইট থেকে নেওয়া, অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে

দুই বছর আগে, কাম্বিও ক্রিয়েটিভোর অন্যতম প্রতিষ্ঠাতা রোজ ক্রমওয়েল, কোকো সোলোর বিষয়ে করা চলচ্চিত্রকার এরিক সউসেনিন এর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আপলোড করেন। সংবাদ ওয়েবসাইট লাতিনা লিস্টার মারিসা ত্রেভিনিও তথ্যচিত্রটির একটি সারাংশ প্রদান করেন এবং লিখেন:

কোকো সোলোতে যেসব নারী, পুরুষ এবং শিশু বাস করে, তাদের পানামার সমাজের এমন একজন হিসেবে বর্ণনা করা হয়। যারা এই অনুভূতিতে জীবনের আশা ত্যাগ করেছে যে তারা এখন বিস্মৃত। তারপরেও, কোকো সোলোর মানুষদের দুর্গতি সম্পর্কে সংক্ষিপ্ত এক তথ্যচিত্র নির্মাণ নিশ্চিত করেছে যে তাদেরকে ভুলে যাওয়া হয়নি এবং বিশ্ব তাদের সম্পর্কে জানে।

বিভিন্ন কর্মশালার [5] মাধ্যমে কাম্বিও ক্রিয়োটিভো এই সম্প্রদায়ের তরুণদের সাথে কাজ করে যাচ্ছে। ক্রমওয়েল, একটি ফটোগ্রাফি কর্মশালা বিষয়ে ব্লগ [6] লিখেছেন যা জানুয়ারী ২০১২-তে অনুষ্ঠিত হয়েছিল। মাথা ঘামানোর অধিবেশন যুক্ত একটি ভিডিও তিনি আমাদের প্রদর্শন করেছেন:

ক্যাম্বিও ক্রিয়োটিভো সাইটের উদ্যোগে ছাত্রদের তোলা ছবি প্রদর্শনীর আয়োজন করা হয় এবং একটি অনলাইন গ্যালারির [7] [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়। এই সমস্ত ছবি বিক্রয়ের টাকা সরাসরি তরুণ শিল্পীদের হাতে প্রদান করা হয়।

কোকো সোলোর তরুণদের সাথে কাজ করা ক্যাম্বিও ক্রিয়েটিভোর কর্মী এবং স্বেচ্ছাসেবকদের তৈরী করা আরো ভিডিও আপনারা রোজ ক্রমওয়েল এর ভিমিও-র পাতায় [8] গিয়ে দেখতে পারেন, যার মধ্যে নীচের “বডি প্রেশাস” নামক অংশ যুক্ত রয়েছে: