আর্জেন্টিনাঃ তেল কোম্পানি ওয়াইপিএফ-এর জাতীয়করণে ব্লগারদের প্রতিক্রিয়া

স্পেনের রেপসল কর্তৃক পরিচালিত তেল কোম্পানি ওয়াইপিএফ-এর জাতীয়করণের ঘোষণা ও এর ৫১% শতাংশ আর্জেন্টাইন সরকারের প্রাপ্যতা নিয়ে আর্জেন্টাইন ব্লগসমূহে এর পক্ষে ও বিপক্ষে তুমুল প্রতিক্রিয়া হয়েছে। মূলত, এর সাথে আর্জেন্টিনায় অন্যান্য ব্যাপার নিয়ে ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কির্চনার সরকারের পক্ষে ও বিপক্ষে মতামত রয়েছে।

কির্চনার পক্ষের একটি ব্লগ ArtePolítica [es]-এ সেবাস্টিয়ান বলেন যে “রেপসল-ওয়াইপিএফ সবসময়ই লজ্জাজনক” এবং মতামত দেন যে,

El modelo Petrobras parece a priori el más adecuado: capital mixto y parte en la bolsa, gestión muy profesionalizada, y control accionario mayoritario por parte del estado nacional y de las provincias petroleras.

পেট্রোব্রাস[একটি ব্রাজিলিয়ান আধা সরকারি শক্তি উৎপাদন সংস্থা] মডেলই সর্বোৎকৃষ্ট: ঝুঁকি নিয়ে স্টক মার্কেটে পাশাপাশি টিকে আছে যার খুব পেশাদার ব্যবস্থাপনা রয়েছে, এবং রাষ্ট্রীয়ভাবে ও তেলসমৃদ্ধ প্রদেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে।

IndiePolitik-এ [es] এই সিদ্ধান্তের বিরোধী রাজনীতিবিদ ও পত্রিকার কলামলেখকদের কিছু মতামত দেয়া রয়েছে, যেখানে এই প্রসঙ্গে ব্যঙ্গ করে প্রশ্ন করা হয়েছেঃ

¿Qué dudas caben de que la expropiación de YPF es una medida, además de histórica, correcta, si los que se oponen son el FMI, Macri, Carrió, La Nación, la UCR dependiente, De Narváez y Clarín?.

কোন সন্দেহ আছে, ওয়াইপিএফ এর এই জোরদখল একটি সঠিক ও ঐতিহাসিক কাজ যেখানে আইএমএফ, ম্যাক্রি, ক্যারিও, দি নেশন, দি ইউসিআর, দি নারভেজ ও ক্ল্যারিন এর প্রতিদ্বন্দ্বী?

এই খবরের প্রতিক্রিয়ার সারমর্ম রাষ্ট্রীয় সংবাদ বাহক সংস্থা টেলাম থেকে Agenda Digital [es] ব্লগ কর্তৃক টুইটারে দেয়া হয়েছে।

Saber Leyes no es Saber Derecho-এ [es], জাতীয়করণের কিছু ফলাফল আলোচনা করা হয়েছে, বিশেষ করে এ সম্পর্কিত যে বিলটি প্রেসিডেন্ট কংগ্রেসে পাঠিয়েছেন, তার বৈধতাই এখন আলোচ্য বিষয়।

ফ্লিকার ব্যবহারকারী ক্রিস্টিয়ান কর্ডোভা কর্তৃক ছবিটি প্রকাশিত (সিসি বিওয়াই ২.০)

Economía Posible [es] দেখিয়েছে যে, কির্চনার সরকারের আমলে উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং ধারণা করেছে কি হয় যদি “এর জন্য যারা বিগত নয় বছর ধরে বিদ্যুৎ উন্নয়নের সাথে জড়িত আছেন, সেই দায়ী ব্যক্তিরা যদি বলে উঠেন তারা আমাদের ‘বাঁচাবেন’”।

এক ঐতিহ্যবাহী আর্জেন্টাইন এবং বর্তমান বিরোধীদল ইউনিয়ন সিভিকা র‍্যাডিক্যাল (র‍্যাডিক্যাল সিভিক ইউনিয়ন) সমর্থিত ব্লগগুলোর মধ্যে Hernán Haynes [es] বলেছে যে ওয়াইপিএফ এর জাতীয়করণ আর্জেন্টাইন সংবিধান বিরোধী।

Comunicación Ambiental-এ [es] এডুয়ার্ডো সোলের বিস্মিত হয়েছেন যে জাতীয়করণের ঘোষণার সময় যখন বলা হয়েছিল “সর্বস্বীকৃত তেল”, তখন এর কোন মালিকানা ছিল না কেন, যা এটি বাড়ানোর জন্য প্রয়োজনীয় জটিল প্রযুক্তির জন্য দরকার।

সবশেষে, Vaca.org [es] আর্জেন্টিনায় ওয়াইপিএফ এর জাতীয়করণের প্রতিক্রিয়াকে ছাড়িয়ে চীন ও উন্নয়নশীল দেশগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক নিয়ম পরিবর্তনের উপর পর্যালোচনা করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .