- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মরোক্কো: মাওয়াজি উৎসবের বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মরোক্কো, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত

যখন বিশ্ব এক অর্থনৈতিক সঙ্কটে পতিত হয়েছে, তখন ব্যয়ের কারণে মরক্কোর মাওয়াজি [1] উৎসবও আক্রান্ত হতে যাচ্ছে [2] [ আরবি ভাষায়]। মাওয়াজি হচ্ছে মরোক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হওয়া বার্ষিক এক আন্তর্জাতিক সঙ্গীত উৎসব, যা এ বছরের ১৮ থেকে ২৬ মে তারিখে [3] অনুষ্ঠিত হবার কথা [ফরাসী ভাষায়]।

অতীতে প্রয়াত হুইটনি হিউস্টন [4]-এর মতো আন্তর্জাতিক তারকারাও মাওয়াজি উৎসবে অংশ গ্রহণ করেছিল, এবং পর্যটকরা এই কনসার্টে দেখতে ভিড় জমায়, তবে এই উৎসবের বিরোধিতা করার ঘটনা নতুন নয়। গত বছর সামাজিকভাবে সচেতন ব্যক্তিরা এই মাওয়াজি উৎসব বাতিলের চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় [5]। প্রতিবাদকারীরা মনে করছে যে এটা হচ্ছে জনগণের অর্থের অপচয়, [6] তারা এই বিশাল বাজেট আরও প্রয়োজনীয় খাতে ব্যয় করার দাবী জানায়, কিন্তু সংগঠকরা যুক্তি প্রদান করেছে যে এই বাজেটের একটা বড় অংশ স্পন্সরশীপ এবং টিকিট বিক্রি থেকে আসে, এই উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই এই উদ্বেগ ছড়িয়ে পড়ছে যে এই নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।

সিরিয়ার গায়ক মায়িদা এল হানাউয়ি ২০১১ সালের মাওয়াজি উৎসবে সঙ্গীত পরিবেশন করছে। ছবি ফ্লিকারের মাঘারেবিয়ার (সিসি বাই ২.০)।

ভিউ ফ্রম ফেজ নামক ব্লগ পোস্ট করেছে [7] :

দেখে মনে হচ্ছে ২০১২ সালে, গত বছরের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, বিশেষ করে যখন ১১ তম মাওয়াজি উৎসব (১৮-২৬) নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেছে। উৎসবে সঙ্গীত শিল্পীদের নৈতিকতা নিয়ে নয়, এই সমালোচনা শিল্পীদের মাত্রাতিরিক্ত অর্থ প্রদান করা নিয়ে। প্রাপ্ত তথ্য অনুসারে রাবাতে উৎসবের শেষের দিন অনুষ্ঠান প্রদর্শনে মারিয়া ক্যারি ৮৩০,০০০ মার্কিন ডলার [6]পাবেন।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালাল তার ব্লগ পোস্টের [8] শিরোনামে লিখেছে, “মাওয়াজি অউ মাহাজি” যার অর্থ হচ্ছে “ছন্দ (মাওয়াজি) অথবা দুঃখ ভারাক্রান্ত নাগরিক”।

J'aimerais pouvoir partager cette joie avec nos patients qui meurent aux urgences en attendant qu'un infirmier arrive, après 6 heures d'attente. J'aimerais tellement partager cette joie avec ce pauvre licencié en droit qui fait 3 fautes d'orthographe par phrase à cause du systèmes éducatif défaillant dans lequel il a grandi, ou avec cette fillette qui doit parcourir 3km pour 4h de route pour aller à l'école. J'aimerais tellement la partager, cette joie dont vous parlez, avec ces habitants des montagnes de l'Atlas qui sont morts de froid à cause d'un Hiver un peu trop dur, et de conditions de vie médiocres, sans électricité ni eau potable.

আমি আমার এই সুখ সেই সমস্ত রোগীদের সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করব, যারা জরুরী বিভাগে মৃতপ্রায় এবং যারা ছয় ঘন্টা ধরে এক নার্সের আগমনের অপেক্ষায়। আমি আমার এই সুখ সেই সমস্ত দরিদ্র আইন গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীর সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করব, যারা দুর্বল শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠার কারণে একটি লাইন লিখতে গিয়ে তিনটি বানান ভুল করে, অথবা সেই তরুণীর সাথে যাকে তার স্কুলে যেতে চার ঘন্টা হাঁটতে হয়। আমি এই সুখ যার কথা আপনি [মরোক্কোর মন্ত্রী এল হাবিব চৌবানি] বলেছেন, ভাগ করে নেব,এটলাস পর্বতের অধিবাসীদের সাথে, সামান্য তীব্র শীত আর বিদ্যুৎ বা সুপেয় পানি নেই এমন ভয়াবহ পরিস্থিতিতে জীবন যাপনের কারণে মারা গেছে।
মাওয়াজি উৎসব বাতিল কর নামক জাতীয় প্রচারণার এক সভা। ছবি মাঘারেবিয়া, ফ্লিকারের থেকে ( সিসি বাই ২.০) [9]

মাওয়াজি উৎসব বাতিল কর নামক জাতীয় প্রচারণার এক সভা। ছবি মাঘারেবিয়া, ফ্লিকারের থেকে ( সিসি বাই ২.০)

এই উৎসব স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। মার্কেটিং ম্যানেজার ইন্সুসিয়ান্ট টুইট করেছেন [ফরাসী ভাষায়]

@yucefj [10]: Benkirane ordonne la chabiba du #PJD de ne pas se manifester contre #Mawazine…Vive l´expression libre quoi!!

বেনকেরিনা [মরোক্কোর প্রধানমন্ত্রী] # পিজেডির [জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি] তরুণদের আদেশ দিয়েছে, তারা যেন #মাওয়াজির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন না করে…মত প্রকাশের স্বাধীনতা জন্য অনেক বেশী!!

যত এর বিরোধিতা বাড়ছে, এই সঙ্গীত উৎসবের আয়োজকরা সমালোচনার জবাব দেবার জন্য নিজস্ব অর্থায়নে [11] তা করার চেষ্টা করছে, সাফে এল মানসুরি যুক্তি প্রদর্শন করছে:

@সাফেমানসুরি: মাওয়াজির ফান্ড: ৫৭ শতাংশ এসএমএস গেমস, টিভি ব্রডকাস্টিং বিজ্ঞাপন, ৩৪ শতাংশ #স্পন্সরশীপ, ৮ শতাংশ #মরোক্কো সরকারের অনুদান। বন্ধ করুন অপবাদ #মাওয়াজির জন্য # সরকার।

নিচের এই ভিডিওটি [আরবী ভাষায়] জাতীয় মাওয়াজি উৎসব বাতিল প্রচারণার [12] একটি তথ্যচিত্র, যারা বছর জুড়ে এই উৎসব বাতিলের চেষ্টা চালিয়ে থাকে:

http://www.youtube.com/watch?v=6EwmZ-YGeXw [13]

মেগামাহুব-এর এই ভিডিওতে মাওয়াজি বিরোধী একটি গান রয়েছে: